X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ক্রাইস্টচার্চের ঘটনায় শিরোপাই ছেড়ে দিলো ক্যান্টারবেরি!

স্পোর্টস ডেস্ক
১৬ মার্চ ২০১৯, ১৮:৫৮আপডেট : ১৬ মার্চ ২০১৯, ১৯:২৪

ক্রাইস্টচার্চের ঘটনায় ম্যাচ ছেড়ে দিয়ে শিরোপা হারিয়েছে ক্যান্টারবেরি ক্রাইস্টচার্চের লোমহর্ষক ঘটনায় থমকে গেছে নিউজিল্যান্ডের ক্রীড়াঙ্গন। নিউজিল্যান্ড-বাংলাদেশের তৃতীয় টেস্ট বাতিল হয়েছে তো আগেই, ঘরোয়া ক্রিকেটেও পড়েছে এর ছাপ। নিউজিল্যান্ডের প্রথম শ্রেণির লিগ প্লাঙ্কেট শিল্ডের শিরোপা দৌড়ে থাকা ক্যান্টারবেরি ম্যাচই ছেড়ে দিয়েছে! তাই শেষ রাউন্ডে নামার আগেই শিরোপা জিতে নিয়েছে সেন্ট্রাল ডিসট্রিক্ট।

সূচি অনুযায়ী, আগামীকাল (রবিবার) বেসিন রিসার্ভে ওয়েলিংটনের বিপক্ষে শেষ রাউন্ডে মাঠে নামার কথা ছিল ক্যান্টারবেরির। তবে ম্যাচটি বাতিল করেছে তারা। ক্রাইস্টচার্চের হৃদয়বিদারক ঘটনায় তারাও শোকাহত। তাই মাঠে খেলার মতো অবস্থায় নেই ক্রিকেটাররা। ক্যান্টারবুরে খেলা ছেড়ে দেওয়ায় মাঠে নামার আগেই নিউজিল্যান্ডের ঘরোয়া প্রথম শ্রেণির শিরোপা জিতে নিয়েছে সেন্ট্রাল ডিসট্রিক্ট।

শুক্রবার (১৫ মার্চ) ক্রাইস্টচার্চের দুটি মসজিদে এক অস্ত্রধারী সন্ত্রাসী হামলা চালিয়ে ৪৯ জন নারী-পুরুষ ও শিশুকে হত্যা করে। এই ঘটনার প্রভাব পড়েছে ক্যান্টারবেরি ক্রিকেট ক্লাবেও। খেলোয়াড়দের অনুরোধে রবিবারের ম্যাচ থেকে সরে দাঁড়িয়েছে তারা।

দলটি প্রধান নির্বাহী জেফ কারউইন এই সিদ্ধান্তের ব্যাপারে বলেছেন, ‘এই সিদ্ধান্ত নিতে দল একতা দেখিয়েছে। স্পষ্টভাবেই বলা যায়, এই ট্র্যাজেডি ভিন্ন ভিন্ন ভাবে লোকজনের মধ্যে প্রভাব ফেলেছে। ক্যান্টারবেরি ক্রিকেট আমাদের খেলোয়াড়দের এই ব্যাপারে সমর্থন দিয়েছে। আমরা তাদের (খেলোয়াড়দের) সিদ্ধান্তকে পূর্ণ সম্মান জানাচ্ছি এবং একই সঙ্গে তাদের নিজেদের অবস্থান নিয়ে আমরা গর্বিত।’

সপ্তম রাউন্ড শেষে ১০০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে সেন্ট্রাল ডিসট্রিক্ট। যদিও তাদের চেয়ে ১৫ পয়েন্টে পিছিয়ে থাকা ক্যান্টারবেরির শিরোপা জেতার সম্ভাবনা ছিল। তবে সেই লড়াইয়ের নামার আগেই ক্রাইস্টচার্চ ট্র্যাজেডিতে শিরোপা ছেড়ে দিয়েছে তারা।

এদিকে ক্রাইস্টচার্চের ঘটনায় প্লাঙ্কেট শিল্ডের ম্যাচ খেলছেন না নিউজিল্যান্ড জাতীয় দলের দুই ক্রিকেটার মার্টিন গাপটিল ও লুক ফার্গুসন। তাদের দল অকল্যান্ড চার দিনের ম্যাচ খেলতে ডানেডিনে গেলেও সঙ্গে যাননি কিউইদের সীমিত ওভারের এই দুই ক্রিকেটার। অকল্যান্ড ক্রিকেট তাদের এই সিদ্ধান্তকে সমর্থন দিয়েছে।

ক্রাইস্টচার্চের ঘটনা ক্রিকেট বিশ্বের জন্যও ভয়ঙ্কর হতে পারতো, যদি হামলার শিকার হতেন তামিম-মুশফিকরা। ঘটনাস্থল থেকে ৫০ গজ দূরে ছিল বাংলাদেশ দলের বাস। তৃতীয় টেস্টের ভেন্যু হ্যাগলি ওভাল মাঠের খুব কাছে আল নূর মসজিদে শুক্রবার স্থানীয় সময় বেলা দেড়টার দিকে সন্ত্রাসী হামলা হয়। অনুশীলন শেষে ওই মসজিদে জুমার নামাজ পড়তে গিয়েছিলেন দলের কয়েকজন।

সেখানে তারা একটু আগে মসজিদে ঢুকলেই ঘটে যেতে পারতো স্মরণকালের নৃশংসতম ঘটনা। সংবাদ সম্মেলনের জন্য মসজিদে যেতে দেরি হওয়ায় মূলত বেঁচে গেছেন মুশফিক-তামিমরা। মসজিদে প্রবেশের মুহূর্তে স্থানীয় এক নারী বাংলাদেশের ক্রিকেটারদের সতর্ক করেন গোলাগুলির কথা জানিয়ে। আতঙ্কিত খেলোয়াড়রা তখন দৌড়ে হ্যাগলি ওভালে ফেরত আসেন। ওখান থেকে বাংলাদেশ দলকে বিশেষ নিরাপত্তায় নভোটেল হোটেলে নিয়ে যাওয়া হয়।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তাপদাহে সুপ্রিম কোর্টের আইনজীবীদের গাউন পরিধানে শিথিলতা
তাপদাহে সুপ্রিম কোর্টের আইনজীবীদের গাউন পরিধানে শিথিলতা
সারা দেশে প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা
সারা দেশে প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা
উপজেলা নির্বাচন: জেলা-উপজেলায় আ.লীগের সম্মেলন বন্ধ
উপজেলা নির্বাচন: জেলা-উপজেলায় আ.লীগের সম্মেলন বন্ধ
মিয়ানমার-থাই সীমান্তে আবারও বিদ্রোহীদের হামলা, থ্যাইল্যান্ডে পালাচ্ছে মানুষ
মিয়ানমার-থাই সীমান্তে আবারও বিদ্রোহীদের হামলা, থ্যাইল্যান্ডে পালাচ্ছে মানুষ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া