X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

মঙ্গলবার মোশাররফের মস্তিষ্কে অস্ত্রোপচার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মার্চ ২০১৯, ২০:০৭আপডেট : ১৮ মার্চ ২০১৯, ২০:১৪

নিউরো সার্জন এলভিন হংয়ের (বামে) তত্ত্বাবধানে হবে মোশাররফ রুবেলের অস্ত্রোপচার ব্রেন টিউমারে আক্রান্ত মোশাররফ হোসেন রুবেলের মস্তিষ্কে অস্ত্রোপচার করা হবে মঙ্গলবার। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে সোমবার ভর্তি হয়েছেন তিনি। সেখানে নিউরো সার্জন এলভিন হংয়ের তত্ত্বাবধানে হবে অস্ত্রোপচার। বাঁহাতি স্পিনারের স্ত্রী চৈতি ফারহানা রূপা নিজের ফেসবুকে তার অস্ত্রোপচারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ফারহানা ফেসবুকে মোশাররফের হাসপাতালে ভর্তি হওয়ার কথা জানিয়ে লিখেছেন, ‘আমার স্বামী মোশাররফ হোসেন রুবেল অস্ত্রোপচারের জন্য আজ (সোমবার) মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হয়েছেন। ইনশাআল্লাহ, আগামীকাল মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ৬টায় তার অস্ত্রোপচার হবে। আমি সবার কাছে তার জন্য দোয়া চাইছি।’

জাতীয় দল থেকে বাইরে থাকলেও ঘরোয়া ক্রিকেটের নিয়মিত মুখ মোশাররফ। কিছুদিন ধরেই তিনি মাথা ব্যথা সহ বেশ কিছু সমস্যায় ভুগছিলেন। সমস্যার ব্যাপকতা বুঝতে পেরে চিকিৎসকরা তাকে মাথার কিছু পরীক্ষা-নিরীক্ষা করানোর পরামর্শ দেন। সেই পরীক্ষাতেই ধরা পড়ে টিউমারের অস্তিত্ব।

তবে চিকিৎসকরা জানিয়েছেন, মোশাররফের ব্রেনের টিউমারটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। তারা পরামর্শ দিয়েছেন, দ্রুত অস্ত্রোপচার করলে সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা বেশি। সেই কারণেই সিঙ্গাপুর গিয়ে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন মোশাররফ।

গত ১৪ মার্চ সিঙ্গাপুরের উদ্দেশে দেশ ছাড়ার আাগে সবার কাছে দোয়া চেয়েছেন বাঁহাতি এই স্পিনার। ৩৭ বছর বয়সী মোশাররফ বাংলাদেশের জার্সিতে ৫টি ওয়ানডে খেলেছেন। চলমান ঢাকা প্রিমিয়ার লিগে গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে খেলার কথা ছিল তার। কিন্তু মস্তিষ্কের টিউমারে সব ওলটপালট হয়ে গেছে।

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রীতি উরাংয়ের অস্বাভাবিক মৃত্যু: ‘অপরাধ আড়ালের চেষ্টা হচ্ছে’
প্রীতি উরাংয়ের অস্বাভাবিক মৃত্যু: ‘অপরাধ আড়ালের চেষ্টা হচ্ছে’
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৮ বিজিপি সদস্যকে
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৮ বিজিপি সদস্যকে
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা