X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

‘ভবিষ্যতে নিউজিল্যান্ডে নিরাপদ বোধ করবে বাংলাদেশ’

স্পোর্টস ডেস্ক
২২ মার্চ ২০১৯, ১৬:৪৭আপডেট : ২২ মার্চ ২০১৯, ১৬:৫১

দেশে ফেরার আগে ক্রাইস্টচার্চ বিমানবন্দরে মাহমুদউল্লাহরা (ফাইল ছবি) সব ঠিকঠাক চলছিল। কিন্তু অনাকাঙ্ক্ষিত এক সন্ত্রাসী হামলায় টেস্ট সিরিজ শেষ না করেই নিউজিল্যান্ড ছাড়তে হয়েছিল বাংলাদেশকে। ক্রাইস্টচার্চের মসজিদে হামলায় অল্পের জন্য প্রাণে বেঁচে ফিরেছিল ক্রিকেটাররা। দেশটির ক্রীড়ামন্ত্রী গ্র্যান্ট রবার্টসন বলেছেন, ভবিষ্যত সফরে ক্রিকেটার ও সমর্থকরা নিউজিল্যান্ডকে নিরাপদ বোধ করবেন।

ক্রাইস্টচার্চ টেস্টের আগের দিন গত ১৫ মার্চ চোখের সামনে হৃদয়বিদারক দৃশ্য ঘটতে দেখেছিলেন তামিম-মুশফিকরা। ক্যারিয়ারে প্রথম এমন ঘটনার মুখোমুখি হয়েও নিউজিল্যান্ডের প্রতি বিদ্বেষ তৈরি হয়নি মনে। বরং দেশের বিমানে ওঠার আগে মুশফিক বলেছিলেন, এখনও তারা ভালোবাসেন নিউজিল্যান্ডকে।

বৃহস্পতিবার নিউজিল্যান্ড ক্রিকেটের অ্যাওয়ার্ড দেওয়ার দিনে রবার্টসন জানান, বাংলাদেশের পরের সফরে সর্বোচ্চ নিরাপত্তা পাবে। ২০২০ সালের অক্টোবরে নিউজিল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা তাদের। অবশ্য এই ঘটনার পর বিসিবি জানিয়েছে, যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা হলেই তারা বিদেশে খেলতে যাবে।

অকল্যান্ডে ক্রিকেটারদের স্বীকৃতি দেওয়ার দিনে নিউজিল্যান্ড ক্রীড়ামন্ত্রী জানান, খেলোয়াড় ও স্টাফরা নিরাপদে দেশে ফেরায় স্বস্তি প্রকাশ করে বাংলাদেশের যুব ও ক্রীড়ামন্ত্রী এবং বিসিবির কাছে চিঠি লিখেছেন। অনুষ্ঠানে রবার্টসন আরও বলেছেন, ‘কারও ব্যক্তিগত ঘৃণা ও সহিংস আচরণ বন্ধুত্বে ভাঙন ধরাতে পারে না। নিউজিল্যান্ড ও বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাপারেও একই কথা বলছি। আমাদের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক।’

কোনও সংকোচ ছাড়াই বাংলাদেশ আবার নিউজিল্যান্ডে ক্রিকেট দল পাঠাবে বিশ্বাস রবার্টসনের, ‘আমি আশা করছি পরের সফরে নিউজিল্যান্ড এলে খেলোয়াড় ও সমর্থকরা যথেষ্ট নিরাপদ বোধ করবেন। তারা জানেন, আমরা হাত বাড়িয়ে তাদের স্বাগত জানাবো।’

দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় করতে ক্রিকেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আশা ক্রীড়ামন্ত্রীর, ‘অন্ধকারের মধ্যেও আশার আলো খুঁজে পাওয়া যায়। ক্রিকেট ও খেলা আবারও দুই দেশকে এক করবে আমার বিশ্বাস।’ ইন্ডিয়ান এক্সপ্রেস

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সনদ বাণিজ্য: কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যানের স্ত্রী কারাগারে
সনদ বাণিজ্য: কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যানের স্ত্রী কারাগারে
পদ্মায় গোসল করতে নেমে ৩ মাদ্রাসাছাত্রের মৃত্যু
পদ্মায় গোসল করতে নেমে ৩ মাদ্রাসাছাত্রের মৃত্যু
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
ওয়ারীতে ‘হিট স্ট্রোকে’ একজনের মৃত্যু
ওয়ারীতে ‘হিট স্ট্রোকে’ একজনের মৃত্যু
সর্বাধিক পঠিত
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের কমিটি
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের কমিটি
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা