X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

কেন এগোতে পারছে না মেয়েদের ফুটবল?

তানজীম আহমেদ
২২ মার্চ ২০১৯, ২০:২৫আপডেট : ২২ মার্চ ২০১৯, ২০:২৯

সাফ ফুটবলে সেমিফাইনালে বিদায় নিয়েছে বাংলাদেশ মেয়েদের বয়সভিত্তিক ফুটবলে ইদানীং সাফল্যে রঙিন বাংলাদেশ। সাফ অনূর্ধ্ব-১৫ ও অনূর্ধ্ব-১৮ ফুটবলের শিরোপা জিতেছে, টানা দুবার এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলের মূল পর্বে খেলার গৌরব অর্জন করেছে। অথচ জাতীয় দলের লড়াইয়ে তেমন সাফল্য নেই। এবারের সাফ ফুটবলে সেমিফাইনালে হেরে যাওয়ার পর প্রশ্ন উঠেছে, কেন প্রত্যাশামতো এগিয়ে যেতে পারছে না মেয়েদের জাতীয় দল?

নেপালের বিরাটনগরে ভারত আর স্বাগতিক দলের সঙ্গে সাবিনা-মারিয়াদের ব্যবধান ধরা পড়েছে সুস্পষ্টভাবে। গ্রুপ পর্বে নেপালের কাছে হার মেনেছে ৩-০ গোলে, আর ভারতের বিপক্ষে সেমিফাইনালে ব্যবধান ছিল ৪-০। দুই ম্যাচেই প্রথমার্ধে তিন গোল খেয়ে বিরতির আগেই ছিটকে পড়েছে বাংলাদেশ। ভারত-নেপালের সঙ্গে বলতে গেলে লড়াই করতেই পারেনি সাবিনার দল।

তার কারণও আছে। নেপাল ও ভারতে মেয়েদের নিয়মিত লিগ ও বিভিন্ন প্রতিযোগিতা হয়, নিয়মিত আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পায় তারা। তাই দুই দেশের পাইপলাইনে অনেক খেলোয়াড় রয়েছে। অন্যদিকে বয়সভিত্তিক থেকে জাতীয় দল পর্যন্ত বাংলাদেশে নারী ফুটবলারের সংখ্যা ৫০ জনের মতো! কোনও দল গড়ার সময় এদের থেকেই বেছে নিতে হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে)। অনেক সময় খেলোয়াড় সংকটে জাতীয় দল গড়তেও সমস্যায় পড়তে হয়। তখন বয়সভিত্তিক দল থেকে খেলোয়াড় নিয়ে গড়তে হয় জাতীয় দল। আর সাফ ফুটবলের মতো বড় প্রতিযোগিতায় অনভিজ্ঞতায় কারণে ভুগতে হয় দলকে।

দেশের ফুটবলের সবচেয়ে বড় পাইপলাইন বঙ্গমাতা প্রাথমিক স্কুল ফুটবল। সারা দেশের প্রাথমিক শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতা থেকে প্রতি বছর ১০/১২ জনকে বেছে নিয়ে দীর্ঘমেয়াদে আবাসিক ক্যাম্পের ব্যবস্থা করে বাফুফে। কিন্তু দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ পেলেও প্রতিযোগিতামূলক ম্যাচ খেলারই তো সুযোগ নেই মেয়েদের। সর্বশেষ লিগ হয়েছিল ২০১৩ সালে, আর জাতীয় চ্যাম্পিয়নশিপ ২০১৫ সালে। পরবর্তী লিগ বা জাতীয় চ্যাম্পিয়নশিপ কবে হবে তা কারও জানা নেই।  

সারা বছর অনুশীলনের মধ্যে থাকলেও ম্যাচ খেলার অভিজ্ঞতার অভাব স্পষ্ট ধরা পড়ে বড় কোনও প্রতিযোগিতায়। তাছাড়া অনেকেই ছেড়ে দেন ফুটবল। অম্রাচিং আর সুইনুপ্রু মারমাদের মতো প্রতিশ্রুতিশীল ফুটবলার হারিয়ে গেছেন অনেক আগে।

দীর্ঘদিন মেয়েদের লিগ বা জাতীয় চ্যাম্পিয়নশিপ হয় না প্রায় ১০ বছর ধরে জাতীয় দলে খেলছেন সাবিনা খাতুন। বর্তমানে বাংলাদেশ দলের অধিনায়কও তিনি। আক্ষেপ করে বাংলা ট্রিবিউনকে তিনি বললেন, ‘আমার মতো কয়েকজন সিনিয়র খেলোয়াড় থাকলে জাতীয় দলের ফল আরও ভালো হতে পারতো। কিন্তু অভিজ্ঞতার অভাবে আমরা কাঙ্ক্ষিত ফল পাচ্ছি না।’

দেশের ক্রীড়াঙ্গনে এখন আলোচিত নাম মিরোনা। প্রথম নারী হিসেবে কোনও পুরুষ ফুটবল দলের (সিটি এফসি) কোচের দায়িত্ব নিয়ে ইতিহাস গড়েছেন তিনি। তবে ইতিহাস গড়েও তার কণ্ঠে অকালে খেলা ছেড়ে দেওয়ার অতৃপ্তি, ‘নিয়মিত লিগ বা জাতীয় চ্যাম্পিয়নশিপ হলে আমি অবশ্যই এখনও ফুটবল খেলতাম, শুধু কোচিংয়ের সঙ্গে জড়িত থাকতাম না। আমার মতো অনেকেই হয়তো খেলতো। কিন্তু মাঠে ফুটবল না থাকায় অনেকেই ঝরে পড়েছে, কেউবা বিয়ে করে ফুটবলকে বিদায় জানিয়েছে। আমার পক্ষে এখন সারা বছর বাফুফে ভবনে থেকে ফুটবলের চর্চা করা সম্ভব নয়।’

জাতীয় দলের সাবেক খেলোয়াড় ডালিয়া আক্তার ফুটবল থেকে সরে এসেছেন অনেকদিন আগে। বর্তমানে হ্যান্ডবল খেলেন তিনি, পাশাপাশি কোচিংয়েও জড়িত। তার কথা, ‘আমরা যখন খেলতাম, তখন মেয়েদের ফুটবল নিয়ে এতটা আলোচনা ছিল না। এখন মেয়েরা টাকা পাচ্ছে, পুরস্কার পাচ্ছে। অবশ্য সবাই যে টাকা উপার্জন করছে তা নয়। নিয়মিত লিগ বা অন্য প্রতিযোগিতা হলে অনেক মেয়ে পেশা হিসেবে ফুটবলকে বেছে নিতে পারতো।’

গত ১০ বছর ধরে মেয়েদের ফুটবলের সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে গোলাম রব্বানী ছোটন। বর্তমানে জাতীয় দল থেকে প্রতিটি বয়সভিত্তিক দলের কোচিংয়ের দায়িত্ব তার কাঁধে। ছোটনের মন্তব্য, ‘আমি যাদের নিয়ে শুরু করেছিলাম, তারা আজ থাকলে জাতীয় দলের চেহারাই অন্যরকম হতো। আসলে লিগ নিয়মিত হলে খেলোয়াড় বেরিয়ে আসবেই। লিগ বা অন্য প্রতিযোগিতা হলে খেলোয়াড় বাছাই করতে সুবিধা হয় আমাদের। খেলোয়াড় তুলে আনার জন্য দেশের প্রতিটি বিভাগে ট্রেনিং সেন্টার হওয়া উচিত।’

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!