X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

২৫ বলে সেঞ্চুরি, এক ওভারে ৬ ছক্কা!

স্পোর্টস ডেস্ক
২২ মার্চ ২০১৯, ২১:১৮আপডেট : ২২ মার্চ ২০১৯, ২১:২৫

ব্যাটে তাণ্ডব চালিয়েছেন উইল জ্যাকস ছক্কায় বৃষ্টি ঝরালেন উইল জ্যাকস। ইংল্যান্ড বাদে নামটা ক্রিকেট বিশ্বে অতটা পরিচিত হওয়ার কথা নয়। হবেই বা কিভাবে, ২০ বছর বয়সী এই ব্যাটসম্যানের প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকই হয়েছে তো গত বছর। তবে বিধ্বংসী এক ইনিংস খেলে নিজের নাম এবার ছড়িয়ে দিয়েছেন জ্যাকস।

সারের এই ব্যাটসম্যান ২৫ বলে পূরণ করেন সেঞ্চুরি। বিধ্বংসী এই ইনিংসে এক ওভারে মেরেছেন আবার ৬ ছক্কা! দুবাইয়ে প্রাক-মৌসুম প্রস্তুতির টি-টেন ম্যাচে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে তাণ্ডব চালিয়েছেন জ্যাকস। হোক না প্রস্তুতি ম্যাচ, এই অর্জন তার ক্রিকেট ক্যারিয়ারকে এগিয়ে নিতে নিশ্চিতভাবেই ভূমিকা রাখবে।

স্টিফেন প্যারির এক ওভারে ৬ ছক্কা হাঁকিয়েছেন জ্যাকস। আর ২৫ বলে পূরণ করেন সেঞ্চুরি। প্রস্তুতি ম্যাচ না হলে ক্রিস গেইলের দ্রুততম শতকের রেকর্ড নিজের করে নিতেন ২০ বছর বয়সী এই তরুণ। প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির মালিক ক্যারিবিয়ান হার্ডহিটার। ২০১৩ সালের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সিতে ৩০ বলে পূরণ করেছিলেন তিনি সেঞ্চুরি।

তবে টি-টেন ক্রিকেটের দ্রুততম শতকের রেকর্ডটা নিজের করে নিয়েছেন জ্যাকস। গত বছর অ্যালেক্স হেলসের করা ৮৭ রান ছিল এই ফরম্যাটের দ্রুততম, যেটা এখন চলে গেল জ্যাকসের দখলে। সারের এই ব্যাটসম্যান ৩০ বলে থামেন ১০৫ রান করে। বিধ্বংসী ইনিংসটি তিনি সাজান ৮ চার ও ১১ ছক্কায়।

বিধ্বংসী ইনিংস নিয়ে জ্যাকসের বক্তব্য, ’৯৮ রানের আগপর্যন্ত সেঞ্চুরি নিয়ে আমি মোটেও ভাবিনি। সব কিছু খুব দ্রুত ঘটে গেছে। ৯৮ রান করার পর আমার মনে হয়েছে, এরপর ২ রান নিয়ে আবার নতুন করে শুরু করি।’ ক্রিকইনফো

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
‘জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে’
‘জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে’
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়