X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

নেইমারের বিরুদ্ধে উয়েফার অভিযোগ

স্পোর্টস ডেস্ক
২২ মার্চ ২০১৯, ২২:৪১আপডেট : ২২ মার্চ ২০১৯, ২২:৪১

নেইমারের বিরুদ্ধে উয়েফার অভিযোগ বাজে অঙ্গভঙ্গি করে শাস্তি পেয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো, এবার নেইমারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলো ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা উয়েফা। সামাজিক যোগাযোগ মাধ্যমে রেফারিকে ‘অপমান/গালমন্দ’ করায় অভিযুক্ত এই ফরোয়ার্ড।

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে নেইমারের দল প্যারিস সেন্ত জার্মেই। ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠ থেকে প্রথম লেগ জিতে ফিরলেও ঘরের মাঠে তারা হেরে যায়। পার্ক দে প্রিন্সেসের ম্যাচের শেষ দিকে ম্যানইউয়ের পাওয়া পেনাল্টি নিয়েই নেইমার ক্ষোভ ঝেরেছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগামে।

ভয়েস ও লিখিত বার্তায় তিনি ধুয়ে দিয়েছিলেন রেফারিকে। বাজে ভাষাও উচ্চারিত হয়েছিল তার মুখ থেকে। ম্যানইউয়ের পাওয়া পেনাল্টি নিয়ে নেইমারের বক্তব্য ছিল, ‘এটা কলঙ্কিত ব্যাপার! উয়েফা এখনও এমন চার লোককে (ম্যাচ পরিচালক) দিয়ে কাজ করাচ্ছে, যারা ফুটবল সম্পর্কে কিছুই জানে না। সিদ্ধান্ত নিতে হয় তাদের ভিএআর-এর রিপ্লে দেখে। কোনও পেনাল্টি হয়নি। পেছনে লাগলে কিভাবে হ্যান্ডবল হয়?’ পরের অংশটিতে তিনি যা বলেছেন, তা লেখার অযোগ্য।

সামাজিক যোগাযোগ মাধ্যমে নেইমারের ওই বক্তব্য কঠোরভাবেই দেখছে উয়েফা। শুক্রবার সংস্থাটি তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করার বিষয়টি নিশ্চিত করেছে। নেইমারের ‍বিরুদ্ধে তারা রেফারিকে ‘অপমান/গালমন্দ’ করার অভিযোগ এনেছে। পুরো বিষয়টি ডিসিপ্লিনারি কমিটি দেখবে উল্লেখ করে জানিয়েছে, এখনও শুনানির দিন ধার্য হয়নি।

নেইমার এই মুহূর্তে মাঠের বাইরে। পায়ের চোটের কারণে চ্যাম্পিনয়স লিগের শেষ ষোলোর দুই লেগও খেলা হয়নি তার। দিনকয়েক আগে জানিয়েছেন, এই সপ্তাহেই অনুশীলনে ফিরবেন, লক্ষ্য সামনের মাসে মাঠে ফেরার। তবে উয়েফা অভিযোগ আনায় মাঠে ফেরাটা আরও লম্বা হতে পারে তার। বড় শাস্তি পেলে কয়েক ম্যাচ নিষিদ্ধ হতে পারেন তিনি। গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
বিএনপির বিরুদ্ধে কোনও রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী
বিএনপির বিরুদ্ধে কোনও রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী
চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, হিট অ্যালার্ট জারি
চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, হিট অ্যালার্ট জারি
জিমি নেই, তারপরও খেলতে নামছে মোহামেডান
জিমি নেই, তারপরও খেলতে নামছে মোহামেডান
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!