X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

নেইমারবিহীন ব্রাজিলের সামনে পানামা

স্পোর্টস ডেস্ক
২৩ মার্চ ২০১৯, ১৪:৫১আপডেট : ২৩ মার্চ ২০১৯, ১৪:৫১

অনুশীলনে ব্রাজিলের খেলোয়াড়রা সামনেই কোপা আমেরিকা, ঘরের মাঠের প্রতিযোগিতার আগে দল ঠিকঠাক গুছিয়ে নিতে মাঠে নামছে ব্রাজিল। বাংলাদেশ সময় শনিবার রাত ১১টায় প্রীতি ম্যাচে সেলেসাওদের প্রতিপক্ষ পানামা। চোটের কারণে পোর্তোর এই ম্যাচটিতে ব্রাজিল পাচ্ছে না নেইমারকে।

রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে হারের পর ব্রাজিল ঘুরে দাঁড়িয়েছে দারুণভাবে। ওই হারের পর টানা ছয় ম্যাচ জিতে নামতে যাচ্ছে পানামার বিপক্ষে। শুধু জয় নয়, এই সময়টাতে আবার একটি গোলও হজম করেনি ব্রাজিল! পারফরম্যান্সে ধারা সচল রাখতে টানা সপ্তম জয়ের খোঁজে পোর্তোর মাঠ এস্তাদিও দো দ্রাগাওয়ে পানামার বিপক্ষে নামছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

কনকাকাফ অঞ্চলের দলটির বিপক্ষে কোচ তিতে পাচ্ছেন না দলের সেরা খেলোয়াড় নেইমারকে। পায়ের চোটে এই মুহূর্তে মাঠের বাইরে প্যারিস সেন্ত জার্মেই ফরোয়ার্ড। নেইমারের না থাকাটা দলের জন্য সবসময়ই হতাশার। সেলেসাও ফরোয়ার্ড রিচার্লিসন কথাটা গোপন রাখেননি; জানিয়েছেন, তারা মিস করবেন নেইমারকে।

যদিও সাবেক বার্সেলোনা তারকা না থাকলেও জয় পেতে সমস্যা হওয়ার কথা নয় পানামার বিপক্ষে। যাদের বিপক্ষে আগের পাঁচবারের সাক্ষাতে সব ম্যাচই জিতেছে সেলেসাওলা। তবে জয়ের চেয়ে কোপা আমেরিকার আগে দল গুটিয়ে নেওয়াটাই থাকবে তিতের মূল লক্ষ্য। ব্রাজিল কোচ সুযোগ দিতে পারেন জাতীয় দলে মাত্র এক ম্যাচ খেলা এদের মিলিতাওকে, দিনকয়েক আগে যিনি পোর্তো থেকে যোগ দিয়েছেন রিয়াল মাদ্রিদে।

শুরুর একাদশে থাকার সম্ভাবনা রয়েছে এভারটনের রিচার্লিসন ও ওয়েস্টহ্যামের ফিলিপে আন্দারসনের। ফরোয়ার্ডে তাদের সঙ্গে থাকবেন লিভারপুলের রবের্তো ফিরমিনো। মাঝমাঠে তার ক্লাব সতীর্থ ফাবিনিয়োর সঙ্গে দেখা যেতে পারে বার্সেলোনার দুই খেলোয়াড় আর্থার ও ফিলিপে কৌতিনিয়োকে।

এবারের আন্তর্জাতিক প্রীতি ম্যাচের দ্বিতীয় সূচিতে ব্রাজিলের প্রতিপক্ষ চেক প্রজাতন্ত্র। ২৬ মার্চ চেকের মাঠে আতিথ্য নেবে লাতিন আমেরিকার দলটি। গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!