X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

সাইফের সেঞ্চুরিতে প্রাইম দোলেশ্বরের জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মার্চ ২০১৯, ২০:১১আপডেট : ২৩ মার্চ ২০১৯, ২০:১৭

ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার হাতে সাইফ হাসান শনিবার ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) সাইফ হাসানের সেঞ্চুরিতে প্রাইম দোলেশ্বর ৭ উইকেটে হারিয়েছে খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে। আরেক ম্যাচে সাব্বির হোসেনের অলরাউন্ড পারফরম্যান্সে উত্তরা স্পোর্টিং ক্লাবকে সহজেই ৮ উইকেটে হারিয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। তবে তৃতীয় ম্যাচে ছিল নাটকীয়তা। শেষ ওভারের রোমাঞ্চে যে ম্যাচে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) মাত্র ২ রানে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে।

প্রাইম দোলেশ্বর-খেলাঘর

বিকেএসপিতে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ২৫৭ রান করেছে খেলাঘর। সর্বোচ্চ ৮৬ রান এসেছে মাহিদুল ইসলাম অঙ্কনের ব্যাট থেকে, দ্বিতীয় সর্বোচ্চ ৫৮ রান সাদিকুর রহমানের। ব্রাদার্সের পক্ষে ফরহাদ রেজা তিনটি এবং আবু জায়েদ রাহী ও সৈকত আলী দুটি করে উইকেট নিয়েছেন।

জবাবে টানা দ্বিতীয় সেঞ্চুরি করা সাইফের দৃঢ়তায় ২০ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় দোলেশ্বর। ১৩৪ বলে ১৩২ রানে অপরাজিত সাইফের দুর্দান্ত ইনিংস সাজানো ৯টি চার ও তিনটি ছক্কায়। মার্শাল আইয়ুবের ৪০ আর সাদ নাসিমের অপরাজিত ৩৪ রানও অবদান রেখেছে দোলেশ্বরের জয়ে। দুরন্ত সেঞ্চুরি করে সাইফ ম্যাচের সেরা খেলোয়াড়।   

শাইনপুকুর-উত্তরা

বিকেএসপির মতো ফতুল্লাতেও কোনও লড়াই হয়নি, উত্তরাকে হেসেখেলে হারিয়েছে শাইনপুকুর। টসে হেরে ব্যাট করতে নেমে ৪৪.৪ ওভারে ১৪৫ রানে অলআউট হয়ে যায় উত্তরা। মিনহাজুল আবেদীন (৫১*) ও তানজিদ হাসান (২৫) ছাড়া আর কেউ প্রতিরোধ গড়তে পারেননি প্রিমিয়ার লিগে নবাগত দলটির পক্ষে। ১০ ওভারে মাত্র ২৭ রানের বিনিময়ে সাব্বিরের শিকার তিনটি। ১৮ রানে রাকিবুল হাসান নিয়েছেন দুই উইকেট।

বোলিংয়ের পর ব্যাট হাতেও জ্বলে ওঠেন ওপেনার সাব্বির। যদিও তার দুর্ভাগ্য, মাত্র এক রানের জন্য সেঞ্চুরির দেখা পাননি। মাত্র ৭২ বলে ৭টি করে চার ও ছক্কায় ৯৯ রান করে আউট হয়েছেন তিনি। অন্য ওপেনার সাদমান ইসলামের অবদান ৩৮ রান। তাই ২৫.১ ওভারেই লক্ষ্যপূরণ হয়েছে শাইনপুকুরের। ব্যাটে-বলে ঔজ্জ্বল্য ছড়ানো সাব্বিরের ম্যাচসেরার লড়াইয়ে কোনও প্রতিদ্বন্দ্বীই ছিল না।

বিকেএসপি-ব্রাদার্স

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে লড়াই হয়েছে সমানে সমানে। টসে জিতে ব্যাটিংয়ে নামা লিগের আরেক নবাগত বিকেএসপি ৯ উইকেটে করেছে ২৬৭ রান। দলকে লড়াইয়ের পুঁজি এনে দিতে বড় অবদান তিন হাফ সেঞ্চুরিয়ান শামীম হোসেন (৭১), পারভেজ হোসেন (৬৯) ও আকবর আলীর (৫৬)। ব্রাদার্সের পক্ষে মোহাম্মদ শরীফ তিন ও এবাদত হোসেন নিয়েছেন দুই উইকেট।

জবাবে ভারতীয় চিরাগ জানির ৯৬ ও জুনায়েদ সিদ্দিকের ৫২ রানে জয়ের পথেই ছিল ব্রাদার্স। এ দুজনের বিদায়ের পর হাল ধরেন শরীফউল্লাহ। শেষ ওভারে প্রয়োজন ছিল ১২ রান। কিন্তু সুমন খানের ওই ওভারে ৯ রানের বেশি হয়নি। ৪২ রানে অপরাজিত থেকে তাই হতাশা নিয়ে ফিরতে হয়েছে শরীফউল্লাহকে।

মুকিদুল ইসলাম চারটি ও শামীম দুটি উইকেট নিয়ে বিকেএসপির জয়ে বড় অবদান রেখেছেন।

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
ক্যানসারে আক্রান্ত অভিনেতা রুমি, ভর্তি হাসপাতালে
ক্যানসারে আক্রান্ত অভিনেতা রুমি, ভর্তি হাসপাতালে
বুয়েটে মধ্যরাতে ছাত্রলীগের প্রোগ্রাম, ক্লাস-পরীক্ষা বর্জন শিক্ষার্থীদের
বুয়েটে মধ্যরাতে ছাত্রলীগের প্রোগ্রাম, ক্লাস-পরীক্ষা বর্জন শিক্ষার্থীদের
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা