X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

আরেকটি কঠিন চ্যালেঞ্জের সামনে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মার্চ ২০১৯, ১২:৩১আপডেট : ২৪ মার্চ ২০১৯, ১৬:৪৩

অনুশীলনে বাংলাদেশ দল। এএফসি অনূর্ধ্ব-২৩ ফুটবল চ্যাম্পিয়নশিপে বাছাই পর্বের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। স্বাগতিক বাহরাইনের কাছে ১-০ গোলে হেরে চ্যালেঞ্জের মুখে রয়েছে তারা। আজ ‘বি’ গ্রুপে আরেক কঠিন প্রতিপক্ষ ফিলিস্তিন। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে এই ম্যাচ।

খলিফা স্পোর্টস সিটি স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে ফিলিস্তিন ৯-০ গোলে বিধ্বস্ত করেছে শ্রীলঙ্কাকে। তাতে নিজেদের শক্তির এক প্রকার প্রদর্শনীও করে রেখেছে তারা। সেক্ষেত্রে বাংলাদেশ বেশ পিছিয়ে। আজ দ্বিতীয় ম্যাচ থেকে কোন পয়েন্ট নিতে না পারলে পরের পর্বে যাওয়ার সম্ভাবনা অনেকটা অনিশ্চিত হয়ে পড়বে।

তবে ফিলিস্তিনের মতো দলের বিপক্ষে ন্যূনতম পয়েন্ট নেয়াও যে কষ্টসাধ্য হবে- তা বুঝতে পারছেন বাংলাদেশ কোচ জেমি ডে। তাই বাহরাইনের মতো এই ম্যাচেও লড়াই করার প্রতিশ্রুতি ইংলিশ কোচের, ‘আমরা এই ম্যাচ থেকে কিছু পেতে চাই। আগের ম্যাচে হেরেছি। তবে আগের ম্যাচে যেভাবে দেল খেলেছে আজও সেভাবে খেলবে বলে আমার প্রত্যাশা। আমরা ভালোভাবে ম্যাচ শুরু করতে চাই।’

আজকের প্রতিপক্ষ শক্তিশালী। তবে তাদের ভুল-ত্রুটি হলে সেগুলো কাজে লাগানোর কথা বললেন জেমি ডে, ‘নিশ্চয়ই এই ম্যাচে আমাদের সামনে সুযোগ আসবে। বাহরাইনের মতো ফিলিস্তিনও শক্তিশালী দল। তবে আমরা সেরা খেলাটা খেলার চেষ্টা করবো। আশা করছি তাদের ভুলগুলো আমরা কাজে লাগাতে পারবো। আশা করছি এতে করে ইতিবাচক কিছু পাবো।’

পাঁচ ডিফেন্ডার নিয়ে বাংলাদেশ নামবে কিনা এই প্রশ্নের উত্তরে কোচ সরাসরি কিছু বলতে চাননি। তিনি জানালেন, ‘আমরা এখনো ঠিক করিনি ডিফেন্সে কজন খেলবে, ফর্মেশন কী হতে পারে। তবে আলোচনার পর যেটা ভালো মনে হয় সেই ফর্মেশনে দল খেলবে।’

বাহরাইনের ম্যাচে গোলকিপার আনিসুর রহমান জিকো একাধিক গোলের প্রচেষ্টা রুখে দিয়ে দলকে বড় ব্যবধানে হার থেকে রক্ষা করেছেন। গোলকিপারের প্রশংসা করে গোলকিপিং কোচ ডিন মে বলেছেন, ‘জিকো দুর্দান্ত খেলেছে। ভালো কিছু আক্রমণ নস্যাৎ করে দিয়েছে সে। অনুশীলনে যেসব ট্রেনিং করিয়েছি তা সে ম্যাচে সেভাবে খেলার চেষ্টা করেছে।’ 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরু অথবা মাংস আমদানির বিকল্প কী?
গরু অথবা মাংস আমদানির বিকল্প কী?
ক্রিমিয়ায় রুশ ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি ইউক্রেনের
ক্রিমিয়ায় রুশ ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি ইউক্রেনের
প্রাণিসম্পদ উন্নয়নে বেসরকারি খাতকে উদ্যোক্তা হিসেবে দেখতে চান প্রধানমন্ত্রী
প্রাণিসম্পদ উন্নয়নে বেসরকারি খাতকে উদ্যোক্তা হিসেবে দেখতে চান প্রধানমন্ত্রী
গরমে হাসপাতালে বাড়ছে ডায়রিয়া রোগী
গরমে হাসপাতালে বাড়ছে ডায়রিয়া রোগী
সর্বাধিক পঠিত
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট