X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

জন্মদিনে ইডেন গার্ডেনে ঘণ্টা বাজালেন সাকিব

স্পোর্টস ডেস্ক
২৪ মার্চ ২০১৯, ১৮:১৮আপডেট : ২৪ মার্চ ২০১৯, ১৮:৩৭

ঘণ্টা বাজালেন সাকিব বাংলাদেশের টেস্ট অধিনায়ক সাকিব আল হাসানের জন্মদিন রবিবার। দেশের বাইরে ৩২তম জন্মদিন পালন করছেন আইপিএল খেলতে ভারতে থাকা এই অলরাউন্ডার। এই দিনে তাকে বিশেষ সম্মাননা দিয়েছে তার সাবেক ক্লাব কলকাতা নাইট রাইডার্স। ম্যাচ শুরুর আগে ইডেন গার্ডেনে ‘ফাইভ মিনিটস’ ঘণ্টা বাজালেন ৩১ বছর বয়সী সাকিব।

রবিবার আইপিএলে প্রথম ম্যাচ খেলতে নেমেছে সানরাইজার্স হায়দরাবাদ। এই ক্লাবে এবার খেলছেন সাকিব। সাবেক ক্লাবের বিপক্ষে একাদশেও জায়গা পেয়েছেন তিনি। এমন দিনে তাকে জয় উপহার দিতে দৃঢ় প্রতিজ্ঞ হায়দরাবাদ।

তার শনিবার দিবাগত রাত ১২টা বাজতেই সাকিবকে শুভেচ্ছা জানিয়ে টুইট করে হায়দরাবাদ। তারা লিখেছে, ‘সাকিবকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। তোমার বিশেষ দিনটি উদযাপন করার জন্য কী দারুণ একটা দিন। আপনারা সবাই জানেন, তার জন্য সঠিক উপহার কী হতে পারে!’   

জন্মদিনে শুধু নিজ ক্লাব নয়, প্রতিপক্ষের মাঠেও সম্মানিত হলেন সাকিব। এই কলাকাতার হয়েই আইপিএলে দুইবার চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছেন তিনি। আইপিএল ক্যারিয়ারে ইডেন গার্ডেনে কাটিয়েছেন ৬ বছর। ম্যাচ শুরুর আগে অগণিত দর্শকদের সামনে ঘণ্টা বাজান সাকিব। আনন্দ উচ্ছ্বাসের সঙ্গে তাকে হাততালি দিয়ে শুভেচ্ছা জানান দর্শকরাও। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের প্রধান সৌরভ গাঙ্গুলীর চেষ্টায় ২০১৬ সালের শেষ দিকে লর্ডসের অনুকরণে এই ঘণ্টা স্থাপন করা হয়। ম্যাচ শুরুর আগে এখানে ঘণ্টা বাজানো ঐতিহ্যের একটা অংশ।

গত ফেব্রুয়ারির শুরুতে বিপিএল ফাইনালে চোট পেয়ে কয়েক সপ্তাহ মাঠের বাইরে ছিলেন সাকিব। নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দলে থাকলেও পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে খেলেননি ম্যাচ। বিপিএল দিয়ে দেড় মাস পর প্রথমবার ক্রিকেট মাঠে নামলেন তিনি। 

একাদশে জায়গা পেলেও ব্যাটিংয়ে নামতে পারেননি সাকিব। ডেভিড ওয়ার্নারের ঝড়ে ৩ উইকেটে ১৮১ রান করেছে তার দল হায়দরাবাদ। ক্রিকেটে প্রতিযোগিতামূলক ম্যাচে ফেরার দিনে ৫৩ বলে ৮৫ রান করেন অস্ট্রেলিয়ান ওপেনার। এছাড়া বিজয় শঙ্কর করেন ২৪ বলে ৪০ রান। 

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!