X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

আইসিসির বিশেষ পুরস্কারে উচ্ছ্বসিত রুমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মার্চ ২০১৯, ১৯:০৫আপডেট : ২৪ মার্চ ২০১৯, ১৯:০৫

‘আইসিসি টি-টোয়েন্টি টিম অব দ্য ইয়ার ২০১৮’ ক্যাপ পেয়েছেন রুমানা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের ‘আইসিসি টি-টোয়েন্টি টিম অব দ্য ইয়ার ২০১৮’ ক্যাপ পেয়েছেন রুমানা আহমেদ। গত বছর বল হাতে দুর্দান্ত পারফর্ম করে জায়গা করে নিয়েছিলেন আইসিসি বর্ষসেরা টি-টোয়েন্টি দলে। তারই পুরস্কার পেয়ে তিনি উচ্ছ্বসিত।

রবিবার সুখবরটা পাওয়ার পর বাংলা ট্রিবিউনকে রুমানা বললেন, ‘আইসিসির কাছ থেকে পুরস্কার পেয়ে খুব ভালো লাগছে। কোনও কাজের স্বীকৃতি পেলে সবারই ভালো লাগে। এই অর্জন আমাকে আরও ভালো খেলতে অনুপ্রাণিত করবে। গত বছরের মতো এ বছরও আমি ভালো করতে উন্মুখ।’

এই পুরস্কার ভবিষ্যতে আরও ভালো খেলতে অনুপ্রাণিত করবে বলে জানালেন তিনি, ‘আইসিসির এই স্বীকৃতি আমাকে আরও উজ্জীবিত করবে, সামনে ভালো খেলতে অনুপ্রাণিত করবে। আমি সব সময় স্বপ্ন দেখি, আমার পারফরম্যান্সে বাংলাদেশ দল অনেক এগিয়ে যাবে।’

গত বছর টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট ছিল তার ২০১৮ সালে টি-টোয়েন্টিতে দারুণ পারফরম্যান্স ছিল রুমানার। বাংলাদেশের জার্সিতে ২৪টি ম্যাচ খেলে মাত্র ৪.৭৮ ইকোনমি রেটে নিয়েছিলেন ৩০ উইকেট। গত বছর ২০ ওভারের ক্রিকেটে তিনি ছিলেন দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী। নেদারল্যান্ডসের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের একটি ম্যাচে তো ছিল অবিশ্বাস্য পারফরম্যান্স। ওই ম্যাচে তিন ওভার বল করে একটি মেডেন সহ মাত্র দুই রানের বিনিময়ে তিন উইকেট পেয়েছিলেন।

শুধু বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার পুরস্কার নয়, দেশেও দারুণ একটা পুরস্কারে ধন্য  রুমানা। শনিবার ‘অনন্যা শীর্ষদশ সম্মাননা’ পেয়েছেন তিনি। দেশের ক্রীড়াঙ্গনে অবদানের স্বীকৃতি পেয়ে এই স্পিনার দারুণ খুশি, ‘সেরা দশ নারীর একজন আমি। এটা অবশ্যই অনেক বড় প্রাপ্তি। এই অর্জন ভবিষ্যতে প্রতিটি পদক্ষেপে আমাকে অনুপ্রাণিত করবে।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!