X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

আবাহনী-মোহামেডান রোমাঞ্চকর লড়াইয়ের অপেক্ষা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মার্চ ২০১৯, ২২:১৭আপডেট : ২৪ মার্চ ২০১৯, ২২:১৮

মোহামেডানকে হারিয়ে শীর্ষস্থান ধরে রাখতে চায় আবাহনী এক সময় আবাহনী-মোহামেডান লড়াইয়ের উত্তেজনা ছড়িয়ে পড়তো দেশের ক্রিকেট মহলে, গ্যালারিতে দেখা যেতো দুই দলের সমর্থকদের ভিড়। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইকে ঘিরে আগের মতো উত্তেজনা নেই হয়তো। তবু আবাহনী-মোহামেডান ম্যাচের উত্তাপ টের পাওয়া যাচ্ছে ক্রিকেটাঙ্গনে। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে যে ম্যাচ শুরু হবে সোমবার সকাল সাড়ে ৯টায়।

আবাহনীর অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত ম্যাচটি নিয়ে রোমাঞ্চিত। রবিবার অনুশীলন শেষে তিনি সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘সকালে অনুশীলন শুরু করেই মনে হলো কাল আবাহনী-মোহামেডান ম্যাচ। সব সময় শুনেছি, এই দুই দলের ম্যাচ খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়। আশা করি, আগামীকাল দারুণ একটা ম্যাচ খেলতে পারবো আমরা।’

তিনি আরও বলেছেন, ‘এবার আবাহনী বেশ শক্তিশালী দল। তবে কাল জিততে হলে ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই ভালো খেলতে হবে আমাদের। ভালো খেলতে পারলে ফল আমাদের পক্ষে আসবেই।’

৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে আবাহনী এখন ঢাকা প্রিমিয়ার লিগের শীর্ষে। প্রথম চার ম্যাচ জিতে দারুণ সূচনা হয়েছিল বর্তমান চ্যাম্পিয়নদের, তবে পঞ্চম রাউন্ডে হেরে যায় প্রাইম ব্যাংকের কাছে।

চিরপ্রতিদ্বন্দ্বীকে হারানোর লক্ষ্যে অনুশীলন চলছে মোহামেডানের টানা তিন জয়ে মোহামেডানের শুরুটাও ভালো হয়েছিল। কিন্তু পরের দুই ম্যাচে লিজেন্ড অব রূপগঞ্জ ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কাছে হেরে ঐতিহ্যবাহী দলটি নেমে গেছে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে।

গত দুই ম্যাচের ব্যর্থতা ভুলে আবাহনীকে হারাতে আত্মবিশ্বাসী মোহামেডানের কোচ মঞ্জুরুল ইসলাম। জাতীয় দলের সাবেক পেসার বলেছেন, ‘কাল আলাদা একটা দিন, আলাদা একটা ম্যাচ। দল হিসেবে খেলতে পারলে আবাহনীকে হারানো সম্ভব। আশা করি, কাল আমরা জয়ের ধারায় ফিরতে পারবো।’

মোসাদ্দেক, মাশরাফি ‍মুর্তজা, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফউদ্দিন, রুবেল হোসেন, সাব্বির রহমান, নাজমুল হোসেন শান্তদের নিয়ে আবাহনী শক্তিশালী দল। অধিনায়ক রকিবুল হাসান, মোহাম্মদ আশরাফুল, শফিউল ইসলাম, সোহাগ গাজী, লিটন দাসকে নিয়ে মোহামেডানও কম শক্তিশালী নয়। তাই একটা জমজমাট ম্যাচের আশা করাই যায়।

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!