X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

টি-টোয়েন্টিতেও শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করলো দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক
২৪ মার্চ ২০১৯, ২৩:১১আপডেট : ২৪ মার্চ ২০১৯, ২৩:১৪

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশের স্বাদ পেলেন দুমিনি টেস্টে দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করেছিল শ্রীলঙ্কা। তারপর থেকে এই সফরে তাদের কপালে জুটেছে কেবলই হতাশা। ৫ ওয়ানডের পর তিনটি টি-টোয়েন্টির সিরিজেও প্রোটিয়ারা হোয়াইটওয়াশ করেছে লঙ্কানদের।

রবিবার ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে শ্রীলঙ্কাকে ৪৫ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। রিজা হেনড্রিকস ও ডোয়াইন প্রিটোরিয়াসের ফিফটির পর জেপি দুমিনি ঝড়ে মাত্র ২ উইকেটে ১৯৮ রান করে তারা। এরপর ইনিংসের মাঝপথে বৃষ্টি নামলে ১৭ ওভারে ১৮৩ রানের টার্গেট পায় শ্রীলঙ্কা। ১৫.৪ ওভারে ১৩৭ রানে গুটিয়ে যায় তারা।

জোহানেসবার্গে টস হেরে আগে ব্যাটিং পায় দক্ষিণ আফ্রিকা। অ্যাইডেন মারক্রাম ১৫ রানে বিদায় নেন। ৩৭ রানে উদ্বোধনী জুটি ভাঙার পর এই ধাক্কার পাল্টা জবাব দেন হেনড্রিকস ও প্রিটোরিয়াস।

ঝড় তুলে দ্বিতীয় উইকেটে ৯০ রান যোগ করেন দুজনে। ৫২ বলে ৮ চার ও ২ ছয়ে ৬৬ রান করেন হেনড্রিকস। ক্রিজে প্রিটোরিয়াসের সঙ্গী হন দুমিনি। শেষ ৩০ বলে দুজনে ৭১ রান যোগ করেন। ১৪ বলে দুই চার ও ৩ ছয়ে ৩৪ রানে অপরাজিত ছিলেন দুমিনি। ৪২ বলে ৭ চার ও ৩ ছয়ে ৭৭ রানে টিকে ছিলেন প্রিটোরিয়াস।

জেফ্রি ভ্যান্ডারসে ও সুরাঙ্গা লাকমল শ্রীলঙ্কার পক্ষে একটি করে উইকেট নেন।

জবাব দিতে নেমে ধনঞ্জয়া ডি সিলভার সঙ্গে ৪.১ ওভারে ৪২ রানের জুটি গড়েন নিরোশান ডিকবেলা। ধনঞ্জয়া মাত্র ৮ রানে আউট হওয়ার পর দুরন্ত শুরু ধরে রাখতে পারেনি শ্রীলঙ্কা। ৫৪ রানের ব্যবধানে প্রথম ৭ ব্যাটসম্যান সাজঘরে যান।

আন্দিল ফেলুকায়োর দুর্দান্ত পেসে সুবিধা করতে পারেনি লঙ্কানরা। ৩৮ রানের সেরা ইনিংসটি ছিল ডিকবেলার। শেষ দিকে কিছুটা প্রতিরোধ গড়েন ইসুরু উদানা। তিনি আউট হন ৩৬ রানে।

৩ ওভারে ২৪ রান দিয়ে ৪ উইকেট নেন ফেলুকায়ো। দুটি করে উইকেট পান লুথো সিপামলা ও জুনিয়র দালা। ক্রিকইনফো  

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিএসজির অপেক্ষা বাড়িয়ে দিলো মোনাকো
পিএসজির অপেক্ষা বাড়িয়ে দিলো মোনাকো
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার মোহনায় শতাধিক পাইলট তিমি আটক
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার মোহনায় শতাধিক পাইলট তিমি আটক
যুদ্ধ কোনও সমাধান আনতে পারে না: প্রধানমন্ত্রী
যুদ্ধ কোনও সমাধান আনতে পারে না: প্রধানমন্ত্রী
শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি
শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি