X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

আবারও ফিঞ্চের কাছে অসহায় পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
২৫ মার্চ ২০১৯, ০১:৫৭আপডেট : ২৫ মার্চ ২০১৯, ১০:৫০

দারুণ এক ইনিংসের পথে ফিঞ্চ শারজার মাঠ আবারও কাঁপালেন অ্যারন ফিঞ্চ। ক্যারিয়ার সেরা পারফর্ম করে ওয়ানডে সিরিজে পাকিস্তানকে আরও পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়া অধিনায়ক। রবিবার দ্বিতীয় ওয়ানডেতে ৮ উইকেটে জিতে ৫ ম্যাচের সিরিজে ২-০ তে এগিয়ে গেলো অস্ট্রেলিয়া।

আগে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২৮৪ রান করে পাকিস্তান। জবাবে ৪৭.৫ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে ২৮৫ রানে জয়ের লক্ষ্যে পৌঁছায় অস্ট্রেলিয়া।

টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। শুরুটা তাদের ভালো হয়নি। তবে মোহাম্মদ রিজওয়ান ও শোয়েব মালিকের ব্যাটে লড়াই করে যায় তারা।

১১২ রানে ৪ উইকেট হারানো পাকিস্তানকে সম্মানজনক স্কোর এনে দেয় তাদের এই জুটি। ৬১ বলে ৬০ রান করেন মালিক। অধিনায়কের বিদায়ে ভাঙে ১২৭ রানের শক্ত জুটিটি।

স্কোরবোর্ডে দলীয় স্কোর ২৫৪ রান হলে বিদায় নেন রিজওয়ান। ১২৬ বলে ১১ চারে ১১৫ রান করেন তিনি। এছাড়া হারিস সোহেলের ৩৪ রান কার্যকরী অবদান রাখে।

অস্ট্রেলিয়ার পক্ষে ঝাই রিচার্ডসন ও নাথান কোল্টার-নাইল ২টি করে উইকেট নেন।

লক্ষ্যে নামা অস্ট্রেলিয়ার জয় একরকম নিশ্চিত হয়ে যায় উদ্বোধনী জুটিতে। উসমান খাজার সঙ্গে ফিঞ্চ ২০৯ রানের উদ্বোধনী জুটি গড়েন। মাত্র ১২ রানের জন্য সেঞ্চুরি করতে পারেননি খাজা। এই ওপেনার ৮৮ রানে আউট হন।

তৈরি করা জয়ের পথ থেকে ছিটকে যায়নি অস্ট্রেলিয়া। ফিঞ্চ ১৪৩ বলে ১১ চার ও ৬ ছয়ে ক্যারিয়ারসেরা ১৫৩ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।

১১৬ রান করে আগের ম্যাচে জয়ের নায়ক ছিলেন ফিঞ্চ। এবার ওই পারফরম্যান্সকে ছাপিয়ে গেলেন তিনি। টানা দ্বিতীয় ম্যাচে সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেলেন এই ডানহাতি ব্যাটসম্যান।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা