X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

মাশরাফিদের জার্সি বিক্রি করবে বিসিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মার্চ ২০১৯, ১৫:১১আপডেট : ২৫ মার্চ ২০১৯, ১৫:১৪

স্পোর্টস স্পোর্টজের সঙ্গে চুক্তি করেছে বিসিবি। আগামী ২৫ এপ্রিল থেকে বাংলাদেশ দলের বিশ্বকাপ জার্সি কিনতে পারবেন ক্রিকেট ভক্তরা।  মাশরাফি-সাকিবদের লাল-সবুজ জার্সিকে সহজলভ্য করতে এক বছরের জন্য স্পোর্টস স্পোর্টজকে জার্সি বিক্রির স্বত্ব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী এক বছর সকল টুর্নামেন্টের জার্সি বিক্রয় করবে এই প্রতিষ্ঠান।

তবে কোথায়? কত দামে জার্সি বিক্রি হবে- এ ব্যাপারে কোন সিদ্ধান্তের কথা জানায়নি স্পোর্টস স্পোর্টজ। প্রতিষ্ঠানটির প্রতিনিধি মেহতাব উদ্দিন আহমেদ জানালেন, ‘কয়েক সপ্তাহের মধ্যে বিশ্বকাপের জার্সি উন্মোচন হবে। এরপর বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠানের আউটলেটের মাধ্যমে ক্রিকেটপ্রেমীরা জার্সি কেনার সুযোগ পাবেন।’ কেমন দামে জার্সি পাওয়া যাবে এমন প্রশ্নের জবাবে তিনি জানালেন নির্ধারিত হয়নি জার্সির মূল্য, ‘আমরা এখনো মূল্য নির্ধারণ করিনি। তবে জার্সির মূল্য সবার ক্রয়ক্ষমতার মধ্যেই থাকবে।’

এই প্রথম বিসিবি বাংলাদেশ ক্রিকেট দলের জার্সি আনুষ্ঠানিকভাবে বিক্রির উদ্যোগ নিয়েছে। এমনিতে বাংলাদেশ দলের জার্সি নকল করে বিভিন্ন দোকানে চড়া দামে বিক্রি করা হয়। এবার আর সেই সুযোগ পাবেন না সাধারণ ব্যবসায়ীরা।

এখন থেকে কেউ অবৈধভাবে জার্সি বানালে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন, ‘কেউ যেন নকল জার্সি না বানাতে পারে, সেই দিকে নজরদারির ব্যবস্থা থাকবে। কেউ এমন কাজ করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

শুধু বাংলাদেশেই নয়, ইংল্যান্ডে বিশ্বকাপ চলাকালেও আইসিসির ভেন্যুগুলোতে মাশরাফিদের জার্সি পাওয়া যাবে। এ ব্যাপারে আইসিসির সঙ্গে কথা বার্তা হচ্ছে বিসিবির। প্রধান নির্বাহী এ প্রসঙ্গে জানান, ‘আমরা আইসিসির সঙ্গে কথা বার্তা বলছি। বিশ্বকাপ চলাকালে ভেন্যুগুলোতে জার্সি বিক্রির উদ্যোগ নিবো।’

শুধু ঢাকাতেই নয়, সমগ্র বাংলাদেশের নির্ধারিত আউটলেটে জার্সি কিনতে পারবেন ক্রিকেট ভক্তরা। আগামী কয়েক সপ্তাহের মধ্যে চূড়ান্ত হয়ে যাবে সব কিছু।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়