X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

কাঁধের চোটে বিশ্বকাপ অনিশ্চিত ঝাই রিচার্ডসনের

স্পোর্টস ডেস্ক
২৫ মার্চ ২০১৯, ১৮:০৪আপডেট : ২৫ মার্চ ২০১৯, ১৮:৫১

চোট পেয়ে মাঠ ছাড়ছেন ঝাই রিচার্ডসন বিশ্বকাপ অনিশ্চিত হয়ে গেল ঝাই রিচার্ডসনের। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে কাঁধে চোট পেয়ে দেশে ফিরে যেতে হয়েছে তাকে। একই সঙ্গে সামনের বিশ্বকাপে তার অস্ট্রেলিয়া দলে থাকা নিয়ে জন্মেছে সংশয়।

পাকিস্তানের বিপক্ষে শারজায় দ্বিতীয় ওয়ানডেতে ডান কাঁধে আঘাত পেয়েছেন রিচার্ডসন। ইনিংসের ১১তম ওভারের পঞ্চম বলে ডিপ মিডউইকেটে বাউন্ডারি আটকাতে গিয়ে ডাইভ দিয়েছিলেন এই পেসার, জোরের সঙ্গে মাটিতে পড়ে তার ডান কাঁধ সরে গেছে। রিচার্ডসন দ্রুতই বুঝতে পেরেছিলেন আঘাতের তীব্রতা। সঙ্গে সঙ্গে হাত উঁচিয়ে চিকিৎসার সংকেত দেন তিনি। পরে কনুই গুটিয়ে অস্ট্রেলিয়ান মেডিক্যাল স্টাফদের সাহায্য নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ২২ বছর বয়সী পেসারকে।

আঘাত পেয়ে পাকিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতের ওয়ানডে সিরিজের বাকিটা আর খেলা হচ্ছে না তার। ফিরে যেতে হয়েছে দেশে। পাকিস্তান সিরিজ তো গেছেই, এখন তার ইংল্যান্ডের বিশ্বকাপে থাকাটাও পড়ে গেছে সংশয়ে।

ম্যাচ শেষে অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চ বলেছেন, ‘ওর মধ্যে দারুণ উদ্দীপনা আছে। ওর কাঁধ খানিকটা সরে গেছে। দুর্ভাগ্য ছেলেটার। এখন ও দেশে ফিরে যাচ্ছে, ওখানে স্ক্যান ও অন্যান্য পরীক্ষা করে জানা যাবে কতটা ক্ষতি হয়েছে।’

ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, মেডিক্যাল স্টাফরা মাঠে গিয়ে রিচার্ডসনের কাঁধ জায়গায় ফিরিয়ে এনেছেন। ফিঞ্চও মনে করছেন, দ্রুতই সেরে উঠবেন এই পেসার। ২৩ এপ্রিলের মধ্যে বিশ্বকাপ দল ঘোষণা করতে হবে দলগুলোর। যদিও খেলোয়াড় বদলানোর সুযোগ পাবে মে মাসের মাঝামাঝি পর্যন্ত। সবচেয়ে বড় সমস্যা হলো, রিচার্ডসন চোট পেয়েছেন তার বোলিং হাতেই। ক্রিকইনফো

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সোনার দাম ভ‌রিতে কমলো ৩ হাজার টাকা
সোনার দাম ভ‌রিতে কমলো ৩ হাজার টাকা
অস্ত্র লুটের ঘটনায় বহিষ্কৃত ছাত্রলীগ নেতাসহ আরও ৭ জন কারাগারে
অস্ত্র লুটের ঘটনায় বহিষ্কৃত ছাত্রলীগ নেতাসহ আরও ৭ জন কারাগারে
তিন গোলে জেতার আশা করেননি পুলিশের রোমানিয়ান কোচ
তিন গোলে জেতার আশা করেননি পুলিশের রোমানিয়ান কোচ
বেনজীরের সম্পদ নিয়ে দুদকের অনুসন্ধানের অগ্রগতি প্রতিবেদন চাইলেন হাইকোর্ট
বেনজীরের সম্পদ নিয়ে দুদকের অনুসন্ধানের অগ্রগতি প্রতিবেদন চাইলেন হাইকোর্ট
সর্বাধিক পঠিত
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী 
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী 
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ