X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

‘রোনালদোকে নিয়ে জুভেন্টাসের পরিকল্পনা ঠিকভাবে এগোচ্ছে’

স্পোর্টস ডেস্ক
২৫ মার্চ ২০১৯, ২১:০৮আপডেট : ২৫ মার্চ ২০১৯, ২১:০৮

ক্রিস্তিয়ানো রোনালদো ইতালির ঘরোয়া ফুটবলে একক আধিপত্য থাকার পরও কেন ক্রিস্তিয়ানো রোনালদোকে নিলো জুভেন্টাস? এই প্রশ্ন মনে জাগা স্বাভাবিক। উত্তর মিললো অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে হ্যাটট্রিক করে জুভেন্টাসকে চ্যাম্পিয়নস লিগ শেষ আটে ওঠানোর পর। তাকে নিয়ে ইউরোপ চ্যাম্পিয়ন হওয়ার যে স্বপ্ন দেখছে জুভেন্টাস, সেটা অবাস্তব নয় মনে করেন সাবেক তারকা আলেসান্দ্রো দেল পিয়েরো।
গত চার বছরে দুইবার ফাইনালে উঠেও শিরোপার স্বাদ পায়নি জুভেন্টাস। দুই বছর আগে সবশেষ ফাইনালে রোনালদোর রিয়ালের কাছে হেরেছিল তারা। এবার তাকে ঘিরেই প্রায় দুই যুগের খরা কাটাতে ছক কষছে তুরিন ক্লাব।
নতুন ক্লাবের আস্থার প্রতিদান ভালোভাবে দিচ্ছেন রোনালদো। চ্যাম্পিয়নস লিগের প্রথম ৬ ম্যাচে মাত্র এক গোল করা পর্তুগিজ ফরোয়ার্ড জ্বলে ওঠেন দলের সঙ্কটময় মুহূর্তে। মাদ্রিদে হেরে আসার পর কঠিন চাপে থাকা জুভেন্টাসকে তিনিই পৌঁছে দেন কোয়ার্টার ফাইনালে, তাও আবার হ্যাটট্রিকে। বলার অপেক্ষা রাখে না, রোনালদোকে নিয়ে ইতালিয়ান চ্যাম্পিয়নদের ‘ইউরোপ জয়ের মিশন’ ঠিকভাবে এগোচ্ছে।
পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর চমকপ্রদ পারফরম্যান্সের প্রশংসা করে পিয়েরো বলেছেন, ‘এজন্যই জুভেন্টাস তাকে কিনেছিল। সে একজন চ্যাম্পিয়ন, এই শিরোপা জেতার অভিজ্ঞতা আছে। এ ধরনের কঠিন ম্যাচে ভালো খেলে ও গোল করে কীভাবে এগিয়ে যেতে হয় সেটা ভালো করে জানে।’
রোনালদোকে কেনার সিদ্ধান্ত জুভেন্টাসের ভুল ছিল না মনে করেন ২০০৬ সালের বিশ্বকাপ জয়ী ইতালিয়ান ফরোয়ার্ড, ‘নিজের উদ্দেশ্য পূরণে বদ্ধপরিকর সে। এজন্য জুভেন্টাস তার সঙ্গে চুক্তি করেছিল এবং তাকে নিয়ে পরিকল্পনা ঠিকভাবে এগোচ্ছে।’
এই মৌসুমেও যদি জুভেন্টাস চ্যাম্পিয়ন না হয়? তাতে হতাশ হয়ে পড়ার কোনও কারণ দেখেন না পিয়েরো, ‘ব্যর্থতা অনেক বড় শব্দ। আমি এর সঙ্গে অভ্যস্ত নই। প্রকল্প হচ্ছে রোনালদোকে নিয়ে চ্যাম্পিয়নস লিগ জেতা এবং সে চার বছরের জন্য চুক্তিবদ্ধ। প্রথম বছরেই যদি এটা জিততে পারে তাহলে অনেক ভালো হবে।’ গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওমরা পালনে সৌদি গেলেন পাটমন্ত্রী
ওমরা পালনে সৌদি গেলেন পাটমন্ত্রী
গাজায় আবিষ্কৃত গণকবরের স্বচ্ছ তদন্ত দাবি করেছে যুক্তরাষ্ট্র
গাজায় আবিষ্কৃত গণকবরের স্বচ্ছ তদন্ত দাবি করেছে যুক্তরাষ্ট্র
খুলনায় এ যাবতকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এ যাবতকালের সর্বোচ্চ তাপমাত্রা
মার্কিন মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন তথ্য রয়েছে
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিমার্কিন মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন তথ্য রয়েছে
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা