X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

রিয়ালের জন্য জিদানই সঠিক কোচ: মরিনহো

স্পোর্টস ডেস্ক
২৫ মার্চ ২০১৯, ২২:৫৩আপডেট : ২৫ মার্চ ২০১৯, ২২:৫৩

জোসে মরিনহো ও জিনেদিন জিদান চাকরি নেই জোসে মরিনহোর। রিয়াল মাদ্রিদের খারাপ সময় তাকেই ভাবা হচ্ছিল পরবর্তী কোচ। যদিও পর্তুগিজ কোচকে বাদ দিয়ে ‘পরীক্ষিত’ জিনেদিন জিদানকে ফিরিয়ে এনেছে মাদ্রিদের ক্লাবটি। যাকে নিয়ে ছিল আলোচনা, সেই মরিনহোরও মেনে নিচ্ছেন রিয়ালের কোচ হিসেবে জিদানই ‘সঠিক ব্যক্তি’।

রিয়ালকে টানা তিনটি চ্যাম্পিয়নস লিগ জিতিয়েছেন জিদান, যার শেষটি জেতানোর দিনকয়েকের মাথায় স্বেচ্ছায় চাকরি ছাড়ার ঘোষণা দেন ফরাসি কিংবদন্তি। তবে ১০ মাস পর আবারও সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরেছেন রিয়ালের বড্ড দুঃসময়ে। জিদান চলে যাওয়ার পর রিয়াল জুলেন লোপেতেগিকে দায়িত্ব দিলেও কয়েক মাস টিকতে পেরেছিলেন তিনি। বাজে পারফরম্যান্সে চাকরি হারান স্প্যানিশ কোচ।

তাকে ছাঁটাই করে মাদ্রিদের অভিজাতরা অন্তবর্তী কোচ হিসেবে সান্তিয়াগো সোলারিকে দায়িত্ব দিলেও দারুণ পারফরম্যান্সে এই আর্জেন্টাইন স্থায়ী চুক্তি সেরে নেন। কিন্তু মুদ্রার উল্টো পিঠ দেখতে বেশি সময় লাগেনি। টানা এল ক্লাসিকো হার ও আয়াক্সের বিপক্ষে হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নেওয়ার পর চাকরি হারান সোলারিও।

এই আজেন্টাইন কোচের ব্যর্থতার সময়েই রিয়ালের কোচ হিসেবে ফেরার গুঞ্জন শোনা যায় মরিনহোর। ম্যানচেস্টার ইউনাইটেডের চাকরি হারানোর পর তিনি বেকার থাকায় দুয়ে দুয়ে চার মেলাতে থাকে ইউরোপিয়ান মিডিয়া। যদিও সোলারিকে বরখাস্ত করে রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ আবার ফিরিয়ে এনেছেন জিদানকে। ফরাসি এই কোচকেই রিয়ালের জন্য ‘সঠিক মানুষ’ মনে করছেন মরিনহো।

ফরাসি এক সংবাদমাধ্যমকে পর্তুগিজ কোচ বলেছেন, ‘আমার মনে হয় না আমরা এখনই তার (জিদান) ক্যারিয়ার নিয়ে কিছু বলতে পারি। তবে খুব অল্প সময়ে তিনি এমন কাজ করেছেন, যেটা অন্য কেউ করতে পারেননি, আর সেটা হলো টানা তিনটি চ্যাম্পিয়নস লিগ।’

সঙ্গে যোগ করেছেন, ‘এখন তিনি ক্যারিয়ারের নতুন ধাপে পা রাখলেন। তিনি দলকে গড়ে তুলবেন, খেলোয়াড় কিনবেন, বেচবেন। আমার মতে, তিনিই সম্ভবত রিয়ালের সবচেয়ে উপযুক্ত ব্যক্তি।’ গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
১০ জন নিয়েও কৃত্রিম আলোয় ইয়ংমেন্সের উৎসব
১০ জন নিয়েও কৃত্রিম আলোয় ইয়ংমেন্সের উৎসব
পোড়া রোগীদের যন্ত্রণা বাড়াচ্ছে তাপপ্রবাহ
পোড়া রোগীদের যন্ত্রণা বাড়াচ্ছে তাপপ্রবাহ
নিখোঁজের ২৫ দিন পর ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার
নিখোঁজের ২৫ দিন পর ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার
যুক্তরাষ্ট্র বড় শক্তি, তাদের পরোয়া করতে হয়: শ্রম প্রতিমন্ত্রী
যুক্তরাষ্ট্র বড় শক্তি, তাদের পরোয়া করতে হয়: শ্রম প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট