X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

ইউরো বাছাইয়ে উড়ছে ফ্রান্স ও ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
২৬ মার্চ ২০১৯, ১৫:৩৩আপডেট : ২৬ মার্চ ২০১৯, ১৫:৪৩

স্যামুয়েল উমতিতির গোলের পর ফ্রান্সের উল্লাস কেন তারা বিশ্ব চ্যাম্পিয়ন, সেটাই দেখিয়ে চলেছে ফ্রান্স। ইউরো বাছাইয়ে তাদের সামনে দাঁড়াতেই পারছে না প্রতিপক্ষরা। ইংল্যান্ড তো আরও ভয়ঙ্কর। ২০২০ সালের মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে জায়গা করে নেওয়ার মিশনে টানা দুই ম্যাচে প্রতিপক্ষদের দিয়েছে ৫ গোল করে।

ঘরের মাঠ স্তাদে দে ফ্রান্সে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে আইসল্যান্ডকে। এদিকে মন্টিনেগ্রোকে তাদেরই মাঠে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে এসেছে ইংল্যান্ড। আলবেনিয়াও ৩-০ গোলে জিতে ফিরেছে অ্যান্ডোরার মাঠ থেকে। আর লুক্সেমবার্গ থেকে ২-১ গোলে জিতে এসেছে ইউক্রেন।

মলদোভাকে ৪-১ গোলে হারিয়ে ২০২০ সালের ইউরো বাছাই শুরু করেছিল ফ্রান্স। ‘এইচ’ গ্রুপে জয়রথ সচল রাখলো বিশ্ব চ্যাম্পিয়নরনা। ঘরের মাঠে আইসল্যান্ডকে দাঁড়াতেই দেয়নি দিদিয়ের দেশমের দল। ১২ মিনিটে স্যামুয়েল উমতিতির গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ওই গোল নিয়েই বিরতিতে গেলেও দ্বিতীয়ার্ধে আইল্যান্ডের রক্ষণে ঝড় তুলে পায় আরও ৩ গোল।

৬৮ মিনিটে অলিভিযের জিরু নাম তোলেন স্কোরশিটে। মিনিট দশেক পর জাল খুঁজে পান ফর্মের তুঙ্গে থাকা কাইলিয়ান এমবাপে। আন্তোয়ান গ্রিয়েজমানই বা বাদ যাবেন কেন! ৮৪ মিনিটে অ্যাতলেতিকো মাদ্রিদ ফরোয়ার্ড লক্ষ্যভেদ করলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্রান্স।

ইংল্যান্ডের গোল উদযাপন ইউরো বাছাইয়ে ফরাসিদের চেয়েও ভয়ঙ্কর রূপে হাজির হচ্ছে ইংল্যান্ড। রাশিয়া বিশ্বকাপের সেমিফাইনালিস্টরা টানা দ্বিতীয় ম্যাচে ৫ গোল দিলো প্রতিপক্ষকে। আগের ম্যাচে চেক প্রজাতন্ত্রকে ৫-০ গোলে উড়িয়েছিল তারা।

অথচ ‘এ’ গ্রুপের এই ম্যাচের শুরুতে ভয়ই পাইয়ে দিয়েছিল স্বাগতিক মন্টিনেগ্রো। ঘরের মাঠে ১৭ মিনিটে তারা এগিয়ে গিয়েছিল মার্কো ভেসোভিচের গোলে। সমতায় ফিরতে অবশ্য খুব বেশি সময় নেয়নি ইংলিশরা। ৩০ মিনিটে সফরকারীদের ম্যাচে ফেরান মাইকেল কেন। এরপর রস বার্কলির লক্ষ্যভেদে ২-১ এগিয়ে থেকে বিরতিতে যায় ইংল্যান্ড।

দ্বিতীয়ার্ধে ৫৯ মিনিটে এই বার্কলির গোলেই ব্যবধান আরও বাড়ায় ‘থ্রি লায়ন্স’। এরপর ৭১ মিনিটে হ্যারি কেইনের পর ৮০ মিনিটে আগের ম্যাচের হ্যাটট্রিকম্যান রহিম স্টারলিং জাল খুঁজে পেলে ৫-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ইংলিশরা। গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই ভাইয়ের হাতাহাতিতে প্রাণ গেলো বড় ভাইয়ের
দুই ভাইয়ের হাতাহাতিতে প্রাণ গেলো বড় ভাইয়ের
বিখ্যাত চমচমের কারিগর শংকর সাহা মারা গেছেন
বিখ্যাত চমচমের কারিগর শংকর সাহা মারা গেছেন
চীনে মুক্তি, নতুন ইতিহাস গড়বে ‘টুয়েলভথ ফেল’?
চীনে মুক্তি, নতুন ইতিহাস গড়বে ‘টুয়েলভথ ফেল’?
ঢাকায় চীনের ভিসা সেন্টার, প্রয়োজন হবে না দূতাবাসে যাওয়ার
ঢাকায় চীনের ভিসা সেন্টার, প্রয়োজন হবে না দূতাবাসে যাওয়ার
সর্বাধিক পঠিত
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
তৃতীয় ধাপে যেসব উপজেলায় ভোট
তৃতীয় ধাপে যেসব উপজেলায় ভোট