X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপে ধ্বংসাত্মক লিটনকে দেখছেন মাশরাফি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মার্চ ২০১৯, ১৮:৪৯আপডেট : ২৬ মার্চ ২০১৯, ১৮:৫৭

বিশ্বকাপে ধ্বংসাত্মক লিটনকে দেখছেন মাশরাফি নিউজিল্যান্ড সফরের ওয়ানডে সিরিজে বড়ই বিবর্ণ ছিলেন লিটন দাস। তিন ম্যাচের একটিতেও যেতে পারেননি দুই অঙ্কের ঘরে। বিশ্বকাপের আগে বাংলাদেশের ওপেনারের ব্যাটিং ব্যর্থতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। যদিও মাশরাফি বিন মুর্তজার সমর্থন পাচ্ছেন তিনি। বিশ্বকাপের মঞ্চে ‘ধ্বংসাত্মক’ লিটনকে দেখছেন বাংলাদেশ অধিনায়ক।

এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে হেরেছে বাংলাদেশ। দল হারলেও একা হাতে লড়াই করেছিলেন লিটন। সেঞ্চুরি দিয়ে রাঙিয়ে নিয়েছিলেন মহাদেশীয় শ্রেষ্ঠত্বের ফাইনাল। বড় মঞ্চে নিজের প্রমাণ দেওয়া এই ওপেনারে আস্থা রাখছেন মাশরাফি। তাই বিশ্বকাপের আগে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) এনামুল হক টানা তিন সেঞ্চুরি পেলেও লিটনের পক্ষেই কথা বলেছেন তিনি।

মঙ্গলবার এক অনুষ্ঠানে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক বলেছেন, ‘ঢাকা লিগ নিয়ে আমি খুব বেশি চিন্তিত নই। এখান থেকে কেউ রান করে গেলে ওখানে (বিশ্বকাপে) সে ওই ফর্মটাই ধরে রাখবে, ব্যাপারটির সঙ্গে আমি একমত নই।’ সঙ্গে যোগ করেছেন, ‘একই সঙ্গে লিটন কোন মানের খেলোয়াড়, সম্প্রতি এক-দুই ম্যাচে আমরা দেখতে পেরেছি। আমি এশিয়া কাপের ফাইনালের কথা বলছি। আমার কাছে মনে হয়, সে ধ্বংসাত্মক হতে পারে (বিশ্বকাপে)। আর এই সম্ভাবনা তার মধ্যে আছে।’

লিটনকে নিয়ে তার আশা, ‘ব্যাটিং কোচও (নিল ম্যাকেঞ্জি) ওকে নিয়ে কাজ করছেন। আসলে ধারাবাহিকতাই গুরুত্বপূর্ণ। আশা করছি, ও যদি সহজাত ব্যাটিং করতে পারে, তাহলে তা আমাদের দলের জন্য অনেক বড় সুবিধা হবে।’

বিশ্বকাপের আগে মাশরাফির বড় দুশ্চিন্তা হয়ে দাঁড়িয়েছে দলের ফিনিশিংয়ের ব্যর্থতা। সাম্প্রতিক পরিসংখ্যানে চোখ রাখলে স্পষ্ট হয়ে ওঠে ভালো শুরুর পরও ফিনিংয়ে ত্রুটি থাকায় পুরো ম্যাচের দৃশ্যপটই বদলে গেছে বাংলাদেশের।

এ প্রসঙ্গে মাশরাফির বক্তব্য, ‘অনেক দিন থেকেই একটা ব্যাপার মনে হয় যে, আমাদের ফিনিশিংয়ে একটু দুর্বলতা আছে। এখানে আসলে জুনিয়রদের দোষ দিয়ে লাভ নেই। পুরো দলেরই সমস্যা হলো আমরা খেলাটা শেষ করতে পারছি না।’ একই সঙ্গে মনে করিয়ে দিয়েছেন, ‘শুধু রান তাড়া করার সময় নয়, প্রথমে ব্যাট করেও ভালো অবস্থান থেকে বড় স্কোর দাঁড় করাতে পারিনি। গত দুই-তিন বছরে অনেক ক্লোজ ম্যাচ হেরেছি আমরা।’

মাশরাফির উদ্বেগ, ‘বিশ্বকাপের মতো টুর্নামেন্টে এই জায়গাটা অনেক গুরুত্বপূর্ণ। এমন কিছু ম্যাচ আসবেই। তাই ফিনিশিং অনেক গুরুত্বপূর্ণ। এটি দলের হার-জিতের ক্ষেত্রে ভূমিকা রাখবে। বিষয়টি নিয়ে আমরা অবশ্যই উদ্বিগ্ন।’

তাই বিশ্বকাপে আগের ভুলগুলো শুধরে নেওয়ার তাগিদ তার, ‘আমার বিশ্বাস যে ভুলগুলো করেছি, সেগুলো হয়তো কমাতে পারব। হয়তো শতভাগ সফলতা পাবো না, কারণ এটি অনেক দিন এবং প্রক্রিয়ার ব্যাপার। তবে আশা করি সময়ের সঙ্গে এটা ঠিক হয়ে যাবে।’

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
শহীদ মিনারে বীরমুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
শহীদ মিনারে বীরমুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
মোংলার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস, সহসা নামবে না বৃষ্টি
মোংলার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস, সহসা নামবে না বৃষ্টি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া