X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

কোচকে জয় উৎসর্গ করলো স্পেন

স্পোর্টস ডেস্ক
২৭ মার্চ ২০১৯, ১৫:৫০আপডেট : ২৭ মার্চ ২০১৯, ১৫:৫২

জোড়া গোল করেছেন মোরাতা পারিবারিক কারণে ডাগআউটে ছিলেন না লুইস এনরিকে। তাকে ছাড়াই মাল্টাকে হারিয়ে ইউরো ২০২০ বাছাইয়ে টানা জয় তুলে নিয়েছে স্পেন। মাল্টার বিপক্ষে ২-০ গোলের এই জয় কোচকে উৎসর্গ করেছে দল।

মঙ্গলবার আরেক ম্যাচে গোল উৎসব করেছে ইতালি। লিচটেনস্টেইনের জালে ৬ বার বল জড়িয়েছে তারা। টানা দুই জয়ে ‘জে’ গ্রুপে সবার উপরে গতবারের কোয়ার্টার ফাইনালিস্টরা।

ম্যাচের দিন শুরুতেই স্প্যানিশ ফুটবল ফেডারেশন জানায়, পারিবারিক কারণে কোচের দায়িত্বে এদিন থাকবেন না এনরিকে। তার জায়গায় ডাগআউটে ছিলেন অ্যাসিস্ট্যান্ট কোচ রবের্তো মোরেনো। ম্যাচটি স্পেন জিতে নেয় আলভারো মোরাতার জোড়া গোলে। ৩১ ও ৭৩ মিনিটে অ্যাতলেতিকো মাদ্রিদ ফরোয়ার্ড লক্ষ্যভেদ করেন।

বাছাইয়ের প্রথম ২ ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের শীর্ষে স্পেন। ম্যাচ শেষে মোরাতা বলেছেন, ‘আমরা সবসময় জিততে চাই। কিন্তু আজ আমাদের জন্য বাড়তি একটা তাড়না ছিল। কোচের জন্য আমরা জিততে চেয়েছিলাম, যাকে আমরা শেষ পর্যন্ত সমর্থন দিতে চাই।’

কোয়াগলিয়ারেয়া করেছেন জোড়া গোল গ্রুপের আরেক ম্যাচে সুইডেন ৩-৩ গোলে ড্র করেছে নরওয়ের সঙ্গে। ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় তারা। ৪-১ গোলে ফারো আইল্যান্ডসকে উড়িয়ে দিয়ে ৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রোমানিয়া।

ফ্যাবিও কোয়াগলিয়ারেয়া ইতালির সবচেয়ে বয়স্ক গোলদাতার মর্যাদা পেলেন লিচটেনস্টেইনের জালে দুইবার লক্ষ্যভেদ করে। প্রথমার্ধে পেনাল্টি থেকে দুটি গোল করেন ৩৬ বছর বয়সী ফরোয়ার্ড। ফিনল্যান্ডের বিপক্ষে আগের ম্যাচে সর্বকনিষ্ঠ গোলদাতা মোয়েস কিন টানা দ্বিতীয় ম্যাচে গোল পেয়েছেন। এছাড়া ১০ জনের প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিতে আরও গোল করেছেন স্টেফানো সেনসি, মার্কো ভেরাত্তি ও লিওনার্দো পাভোলেত্তি।

‘জে’ গ্রুপের অন্য ম্যাচে গ্রিস ২-২ গোলে বসনিয়া হার্জেগোভিনার সঙ্গে ড্র করে ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠেছে। সমান পয়েন্টে তিনে বসনিয়া। আর্মেনিয়াকে ২-০ গোলে হারিয়ে ৩ পয়েন্টে চার নম্বরে ফিনল্যান্ড।

আয়ারল্যান্ড প্রজাতন্ত্র ঘরের মাঠে ১-০ গোলে জিতেছে জর্জিয়ার বিপক্ষে। টানা দুই জয়ে ‘ডি’ গ্রুপে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আইরিশরা। ৩-৩ গোলে ড্র করেছে সুইজারল্যান্ড ও ডেনমার্ক। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে সুইসরা। ইএসপিএনএফসি

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!