X
শনিবার, ১০ মে ২০২৫
২৭ বৈশাখ ১৪৩২

নেইমারের কাছে এমবাপে এখনই ‘ফেনোমেনন’

স্পোর্টস ডেস্ক
২৯ মার্চ ২০১৯, ১৬:৩৭আপডেট : ২৯ মার্চ ২০১৯, ১৬:৪১

নেইমারের কাছে এমবাপে এখনই ‘ফেনোমেনন’ খেলেন একই ক্লাবে, দুজনের সম্পর্কটাও দারুণ বন্ধুত্বপূর্ণ। কাইলিয়ান এমবাপের কাছে নেইমার হলেন ‘বড় ভাই’। সময়ের অন্যতম আলোচিত দুই খেলোয়াড় প্রায়ই মজেন একে অন্যের প্রশংসার। যার সর্বশেষটি নেইমার করলেন এমবাপেকে নিয়ে। ব্রাজিলিয়ান তারকা তাকে উল্লেখ করেছেন ‘ফেনোমেনন’ হিসেবে।

২০১৭ সালের গ্রীষ্মে বার্সেলোনা থেকে রেকর্ড ট্রান্সফারে প্যারিস সেন্ত জার্মেইয়ে যোগ দেন নেইমার। একই বছরে মোনাকো থেকে শুরুতে ধারে পিএজিতে নাম লেখানোর পর এমবাপে স্থায়ী চুক্তি করেছেন পরের বছর। প্যারিসের ক্লাবে পথচলাটা তাদের প্রায় একই সঙ্গে। প্রথম থেকে তাদের সম্পর্কটাও দারুণভাবে গড়ে ওঠে। একসঙ্গে খেলার কারণে এমবাপেকে খুব কাছ থেকে দেখেছেন নেইমার। সেই অভিজ্ঞতা থেকেই ফ্রান্সের বিশ্বকাপ জয়ী তারকাকে প্রশংসায় ভাসিয়েছেন তিনি।

লিগ ওয়ানের চলতি মৌসুমে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা এমবাপে। ফরাসি এই ফরোয়ার্ডের পারফরম্যান্সে মুগ্ধ নেইমার, তবে তার মধ্যে আরও উন্নতির সুযোগ দেখছেন ব্রাজিলিয়ান অধিনায়ক। এক সাক্ষাৎকারে নেইমার বলেছেন, ‘আমার কাছে, এখনই সে (এমবাপে) ফেনোমেনন। ওর রয়েছে দুর্দান্ত ক্যারিয়ার, এবং সেটা এমনকি এখনকার চেয়ে আর ভালো হতে পারে। আমার কোনও সন্দেহ নেই যে, ও হতে যাচ্ছে ফুটবল বিশ্বের সেরাদের একজন।’

কিছুদিন আগে পেলে জানিয়েছিলেন, এমবাপের মধ্যে তিনি নিজেকে দেখেন, ব্রাজিলিয়ান কিংবদন্তির মতোই পারফরমার ফরাসি তরুণ। নেইমারের প্রশংসাও ঝরে পেলের মুখে। ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতার তালিকায় পেলে থেকে খুব একটা দূরে নেই তিনি।

একটা সময় নেইমারের মধ্যে পেলের ছায়া দেখেছিল ফুটবল বিশ্ব। যদিও পার্থক্য কিংবা শ্রেষ্ঠত্বের বিচারটা করতে চান না পিএসজি তারকা, ‘আমি সত্যি বলতে পারব না পেলের পর দ্বিতীয় কিংবা প্রথম কে। আমার কাছে আমরা সবাই গুরুত্বপূর্ণ। অতীতে প্রত্যেকে তার নিজেদের জায়গা থেকে ভিন্ন ভিন্ন ভাবে খেলেছে, নির্দিষ্ট সময়ের জন্য প্রত্যেকেই গুরুত্বপূর্ণ।’

সঙ্গে যোগ করেছেন, ‘অনেক ‍নাম আছে, ইতিহাসে লেখা থাকবে সেগুলো। তারা প্রত্যেকেই ব্রাজিলিয়ান ফুটবলের জন্য গুরুত্বপূর্ণ ছিল, যাদের মধ্যে আছেন রোনালদো, রোমারিও, রোনালদিনহো, কাকা, জিকো, রিভালদো।’ মার্কা

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০ কর্মদিবসের মধ্যে জুলাইয়ের ঘোষণাপত্র প্রকাশ
৩০ কর্মদিবসের মধ্যে জুলাইয়ের ঘোষণাপত্র প্রকাশ
সিএনজি অটোরিকশায় পিকআপের ধাক্কা, দুই ভাইসহ নিহত ৩
সিএনজি অটোরিকশায় পিকআপের ধাক্কা, দুই ভাইসহ নিহত ৩
রিয়ালের বিপক্ষে ‘দাপুটে’ বার্সাকে দেখতে চান ফ্লিক
রিয়ালের বিপক্ষে ‘দাপুটে’ বার্সাকে দেখতে চান ফ্লিক
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
সর্বাধিক পঠিত
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, যুবক বললেন ‘ভাই হিসেবে মেরেছি’
লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, যুবক বললেন ‘ভাই হিসেবে মেরেছি’
আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে বিরতি ঘোষণা, শাহবাগেই ঘুমিয়ে পড়েছেন হাসনাত
আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে বিরতি ঘোষণা, শাহবাগেই ঘুমিয়ে পড়েছেন হাসনাত
আ.লীগের নিষিদ্ধের বিষয়ে বিএনপি সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় ছাত্রদল নেতার পদত্যাগ
আ.লীগের নিষিদ্ধের বিষয়ে বিএনপি সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় ছাত্রদল নেতার পদত্যাগ
ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সামরিক অভিযান শুরু
ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সামরিক অভিযান শুরু