X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

আত্মঘাতী গোলে শীর্ষে লিভারপুল

স্পোর্টস ডেস্ক
০১ এপ্রিল ২০১৯, ০২:১৫আপডেট : ০১ এপ্রিল ২০১৯, ১১:০১

আত্মঘাতী গোল করলো টটেনহ্যাম বিশ্বকাপ জয়ী ফ্রান্সের গোলরক্ষক উগো লরিসের ভুলে একেবারে শেষ মুহূর্তের আত্মঘাতী গোলে হেরে গেলো টটেনহ্যাম হটস্পার। লিভারপুলকে ২-১ গোলের জয় উপহার দিলো তারা। এতে ম্যানসিটিকে টপকে আবার শীর্ষে ফিরলো ইয়ুর্গেন ক্লপের দল।

শিরোপার দৌড়ে টিকে থাকতে অ্যানফিল্ডে স্পারদের বিপক্ষে লিভারপুলের সামনে জয়ের বিকল্প ছিল না। লিডও নেয় তারা, কিন্তু সেটা ধরে রাখতে পারেনি। তবে ৯০ মিনিটে আত্মঘাতী গোল গড়ে দেয় ম্যাচের পার্থক্য।

অ্যানফিল্ড স্টেডিয়ামে এই লড়াই জিতে ৩২ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠলো লিভারপুল। এক ম্যাচ কম খেলে দুই পয়েন্ট পেছনে থেকে দ্বিতীয় স্থানে ম্যানসিটি (৭৭)। ৩১ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে তিনে টটেনহ্যাম।

১৬ মিনিটে অ্যান্ড্রু রবার্টসনের দারুণ ক্রসে লক্ষ্যভেদী হেডে লিভারপুলকে এগিয়ে নেন রবের্তো ফিরমিনো। স্বাগতিক গোলরক্ষক অ্যালিসন এরপর হ্যারি কেইনকে রুখে গোলপোস্ট অক্ষত রাখেন। কিন্তু টটেনহ্যাম ঠিক সমতা ফেরানো গোল আদায় করে নেয়। ৭০ মিনিটে কিয়েরন ট্রিপিয়েরের কাট ব্যাক থেকে ক্রিস্টিয়ান এরিকসেনের পাসে লুকাস মোরা গোল করেন।

শেষ ৫ মিনিটে স্পাররা গোলের জন্য হন্যে ছিল। কিন্তু ব্যর্থ হয় তারা। মুসা সিসোকোর জোরালো শট ক্রসবারের উপর দিয়ে যায়। সন হিউং মিনও নষ্ট করেন লক্ষ্যভেদের সুযোগ। তারপরও অন্তত এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ার ক্ষণ গুনছিল তারা।

কিন্তু একেবারে শেষ মুহূর্তে স্পার গোলরক্ষকের ভুলে নাটকীয় জয় পায় লিভারপুল। ট্রেন্ট আলেক্সান্দার আর্নল্ডের তুলে দেওয়া ক্রসে লক্ষ্যে হেড করেন মোহাম্মদ সালাহ। বল হাতে রাখতে ব্যর্থ হন লরিস। তার হাত ফসকে আসা বল বিপদমুক্ত করতে গিয়ে পেছনে নিজেদের জালে ঠেলে দেন টবি অ্যাল্ডারওয়েরেল্ড। গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাঁদপুরে লঞ্চে আগুন, হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত ১০
চাঁদপুরে লঞ্চে আগুন, হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত ১০
ঈদযাত্রার সময় দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত: জরিপ
ঈদযাত্রার সময় দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত: জরিপ
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার বিকল্প নেই
তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার বিকল্প নেই
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া