X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

দেশবাসীর ভালোবাসায় অভিভূত মোশাররফ রুবেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ এপ্রিল ২০১৯, ১৮:৩১আপডেট : ০১ এপ্রিল ২০১৯, ১৮:৫১

মাহমুদউল্লাহ আর এনামুল জুনিয়রের মাঝে দাঁড়িয়ে সতীর্থদের উদ্দেশে হাত নাড়ছেন মোশাররফ রুবেল ঢাকা প্রিমিয়ার লিগে এবার গাজী গ্রুপ ক্রিকেটার্সের জার্সিতে খেলার কথা ছিল মোশাররফ রুবেলের। কিন্তু বল হাতে ক্রিকেট মাঠে নয়, তাকে লড়তে হচ্ছে ব্রেইন টিউমারের সঙ্গে। সিঙ্গাপুরে সফল অস্ত্রোপচার শেষে গত শনিবার দেশে ফিরেছেন এই বাঁহাতি স্পিনার। আর সোমবারই তিনি মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে! সতীর্থদের সঙ্গে আড্ডা দিলেন, কিছুক্ষণ উপভোগ করলেন প্রাইম দোলেশ্বর-শেখ জামাল ধানমন্ডি ক্লাবের লড়াই।

বেলা ১২টার দিকে স্টেডিয়ামে আসেন মোশাররফ। তখন দোলেশ্বর-শেখ জামালের ম্যাচ চলছিল। খেলা চলার মধ্যেই বাউন্ডারি লাইনের কাছে এসে মোশাররফের স্বাস্থ্যের খোঁজ নিচ্ছিলেন দুই দলের ক্রিকেটাররা। স্টেডিয়ামের পাশে ক্রিকেট একাডেমিতে অনুশীলন শেষে মাহমুদউল্লাহ রিয়াদও জড়িয়ে ধরলেন দীর্ঘ দিনের সতীর্থকে।

শুধু ক্রিকেটাররা নন, বিসিবি সভাপতি, মন্ত্রী থেকে শুরু করে সাধারণ মানুষও খোঁজ নিয়েছেন তার। সবার ভালোবাসায় মোশাররফ আবেগাপ্লুত। সংবাদ মাধ্যমকে তিনি বললেন, ‘আমি ভাবতেই পারিনি মানুষের এত ভালবাসা পাবো, রেসপন্স পাবো। প্রতি মুহূর্তে খবর নিয়েছেন সবাই। অর্থমন্ত্রী এসেছিলেন, গণপূর্তমন্ত্রী এসেছিলেন, পাপন ভাই (বিসিবি সভাপতি) এসেছিলেন। সাকিব-মাশরাফি-তামিম খবর নিয়েছে। দেশের অনেকেই যেভাবে পেরেছেন খবর নেওয়ার চেষ্টা করেছেন। তাদের সবার কাছে আমি কৃতজ্ঞ।’

মস্তিষ্কে অস্ত্রোপচারের জন্য খরচ হয়েছে ৩৫ লাখ টাকা। অস্ত্রোপচার সফল হলেও কেমো ও রেডিও থেরাপির জন্য আগামী কয়েক মাস নিয়মিত সিঙ্গাপুর যেতে হবে মোশাররফকে। সেজন্য আরও ৫০ থেকে ৬০ লাখ টাকা খরচ হবে। আশার কথা, এই দুঃসময়ে তার পাশে দাঁড়িয়েছেন বিসিবির কর্মকর্তা এবং জাতীয় দলের ক্রিকেটাররা।

গত ১০ মার্চ পরীক্ষা করাতে গিয়ে ব্রেইনে টিউমার হওয়ার দুঃসংবাদ পান পাঁচটি ওয়ানডে খেলা মোশাররফ। চার দিন পর তিনি ভর্তি হন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে। ১৯ মার্চ নিউরো সার্জন এলভিন হংয়ের তত্ত্বাবধানে সফল অস্ত্রোপচার হয় তার। 

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কঙ্গোর বাস্তুচ্যুত শিবিরে হামলা, নিহত ৯
কঙ্গোর বাস্তুচ্যুত শিবিরে হামলা, নিহত ৯
প্রতীক বরাদ্দের আগেই পোস্টার ও প্রচারণা
প্রতীক বরাদ্দের আগেই পোস্টার ও প্রচারণা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
নিউজিল্যান্ডের পর যুক্তরাষ্ট্রের হয়ে বিশ্বকাপে খেলার সুযোগ কোরির
নিউজিল্যান্ডের পর যুক্তরাষ্ট্রের হয়ে বিশ্বকাপে খেলার সুযোগ কোরির
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?