X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলের থিম ভিডিও উন্মোচন (ভিডিও)

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ এপ্রিল ২০১৯, ১৬:৪৭আপডেট : ০৮ এপ্রিল ২০১৯, ১৭:০৪

ভিডিও উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেজওয়ানা চৌধুরী বন্যা। মেয়েদের বয়স ভিত্তিক ফুটবলকে এগিয়ে নিতে আয়োজনের দিক থেকে কোনও কমতি রাখছে না বাফুফে। আগামী ২২ এপ্রিল থেকে প্রথমবারের মতো মাঠে গড়াচ্ছে বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল। আন্তর্জাতিক টুর্নামেন্ট হওয়ায় বর্ণিল আয়োজনের পথে হেঁটেছে বাফুফে ও স্বত্তাধিকারী প্রতিষ্ঠান কে স্পোর্টস। সেই ধারাবাহিকতায় আজ সোমবার উন্মোচন হলো টুর্নামেন্টের থিম ভিডিও।

গাজী শুভ্রের পরিচালনায় দুই মিনিটের ভিডিও চিত্রে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুন্নেসার কীর্তি ছাড়াও মেয়েদের ফুটবলের নানান দিক তুলে ধরা হয়েছে। প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার কণ্ঠে ও উপস্থিতিতে ফুটে উঠেছে মেয়েদের অগ্রযাত্রা। বাফুফে ভবনে ভিডিও চিত্র উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। সেখানে রেজওয়ানা চৌধুরী বন্যা উচ্ছ্বসিত কণ্ঠেই বললেন, ‘এতো সুন্দর একটি কাজের সঙ্গে থাকতে পেরে খুব ভালো লাগছে। মেয়েদের এখন জেগে উঠার সময় এসেছে। তাদের আরও এগিয়ে যেতে হবে। ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে সুযোগটা বেশি। বঙ্গমাতা ফুটবল হলো বড় মঞ্চ।’

এই প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশসহ শিরোপার জন্য লড়বে মঙ্গোলিয়া, লাওস, আরব-আমিরাত, তাজিকিস্তান ও কিরগিজস্তান। প্রতিযোগিতা চলবে ৩ মে পর্যন্ত। বাফুফের সহ-সভাপতি মহিউদ্দিন মহি মেয়েদের ফুটবলের সুসময়ের কথা তুলে ধরেন এসময়, ‘মেয়েদের ফুটবলের স্বর্ণযুগ চলছে এখন। এই ধারাবাহিকতা ধরে রাখতে হবে।’

কে-স্পোর্টসের সিইও ফাহাদ করিম জানিয়েছেন, এই থিম ভিডিও ম্যাচের আগে বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত হবে। এই অয়োজন নিয়ে তিনি আরও জানান, ‘ম্যাচের আগে আমাদের নির্ধারিত দুটি টিভিতে ভিডিও চিত্র দেখানো হবে। রেডিওতে হবে ধারাবিবরণী। মাঠেও খেলার আগে দেখানো হবে এই ভিডিও। এছাড়া সামাজিক মাধ্যমেও এর প্রচার হবে। আমরা চাইছি সবার কাছে এই প্রতিযোগিতা তুলে ধরতে।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
লাগাতার তাপদাহে যশোরে জনজীবন দুর্ভোগে
লাগাতার তাপদাহে যশোরে জনজীবন দুর্ভোগে
জেলেনস্কিকে হত্যার পরিকল্পনায় জড়িত অভিযোগে পোলিশ নাগরিক গ্রেফতার
জেলেনস্কিকে হত্যার পরিকল্পনায় জড়িত অভিযোগে পোলিশ নাগরিক গ্রেফতার
বাংলাদেশে এসে আশ্রয় নিলেন মিয়ানমারের আরও ১৩ সীমান্তরক্ষী
বাংলাদেশে এসে আশ্রয় নিলেন মিয়ানমারের আরও ১৩ সীমান্তরক্ষী
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ