X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

আফিয়া-মুশতাকের অন্য লড়াই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ এপ্রিল ২০১৯, ২২:২৫আপডেট : ০৯ এপ্রিল ২০১৯, ২২:৩৫

জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছেন বুদ্ধি প্রতিবন্ধী খেলোয়াড় আফিয়া শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়াম এখন পিংপং বলের শব্দে মুখর। জাতীয় প্রতিযোগিতায় মাহবুব-মানস-সোমা-রুমিদের মতো তারকাদের সঙ্গে সমানতালে লড়ছেন কয়েকজন বুদ্ধি প্রতিবন্ধী খেলোয়াড়। তাদের মধ্যে অন্যতম আফিয়া তাসনিম।

নিজের যোগ্যতায় রংপুর জেলা দলে সুযোগ পেয়েছেন ১৮ বছর বয়সী আফিয়া। একক ও দ্বৈতের প্রথম রাউন্ডে জয়ও পেয়েছেন। শুরুতেই সাফল্য পেয়ে তিনি উচ্ছ্বসিত, ‘প্রথম রাউন্ডে জিততে পেরে আমি আনন্দিত। আমার বিশ্বাস ছিল, প্রথম রাউন্ডে জিততে পারবো। আরও কয়েকটা ম্যাচ জিততে পারলে খুব ভালো লাগবে।’

আফিয়ার বাবা জাহাঙ্গীর আলমও টেবিল টেনিসের জাতীয় প্রতিযোগিতায় খেলেছেন। ১৯৭৯ থেকে ’৮৮ সাল পর্যন্ত বিস্তৃত ছিল তার ক্যারিয়ার। অবসরের পর লেভেল টু কোচিং কোর্স করা জাহাঙ্গীর মেয়েকে নিয়ে গর্বিত, ‘১১ বছর বয়সে আফিয়ার টেবিল টেনিসে হাতে খড়ি। যখন দেখলাম সে বুদ্ধি প্রতিবন্ধী, তখনই ওর মানসিক বিকাশের জন্য টেবিল টেনিসে নিয়ে আসি। আফিয়াকে জাতীয় প্রতিযোগিতায় খেলতে দেখে আমি খুব খুশি। আমি চাই আমার মেয়ে যেন স্পেশাল অলিম্পিকে খেলতে পারে, বিদেশের মাটিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারে।’

নড়াইলের স্পেশাল টিটি খেলোয়াড় সাজ্জাদ হোসেন মুশতাক একাধিকবার জাতীয় চ্যাম্পিয়ন সোনম সুলতানা সোমার বড় ভাই। গত মাসে আবুধাবিতে অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিক গেমসে দুটি সোনা জিতেছেন তিনি। সেই সাফল্যের সৌরভ নিয়ে সুস্থ খেলোয়াড়দের সঙ্গে লড়াইয়ে নামা মুশতাকের কথা, ‘ওখানে পারলে এখানে কেন পারবো না? খেলায় তো হার-জিত আছেই। তাই সাহস করে জাতীয় চ্যাম্পিয়নদের সঙ্গে খেলতে চলে এসেছি। মাহবুব, মানস ভাইদের সঙ্গে খেলতে পেরে আমি খুব খুশি।’

স্পেশাল অলিম্পিকে বৃষ্টি খাতুনও একক ও দ্বৈতে দুটি সোনা জিতেছেন। কোচ গৌতম দাসের মাধ্যমে তিনি বলেছেন, ‘স্পেশাল অলিম্পিকে প্রথমবার অংশ নিয়েই স্বর্ণপদক জিতেছি। এবার ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে খেলতে এসেছি। আশা করি, এখানেও ভালো খেলতে পারবো।’

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া