X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

পিছিয়ে পড়ার পর সাইফকে হারালো বসুন্ধরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ এপ্রিল ২০১৯, ২১:১০আপডেট : ১১ এপ্রিল ২০১৯, ২১:১০

বসুন্ধরা কিংস মোহামেডান স্পোর্টিং ক্লাবকে আগের ম্যাচে উড়িয়ে দিয়েছিল বসুন্ধরা কিংস। বৃহস্পতিবার তারা সাইফ স্পোর্টিংয়ের বিপক্ষে জিতেছে উত্তেজনা ছড়িয়ে। শুরুতে পিছিয়ে পড়ে তারা, এরপর ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে ৩-২ গোলে সাইফকে হারায় প্রিমিয়ার লিগের নবাগত দলটি।

১১ ম্যাচ খেলে এখন পর্যন্ত অজেয় বসুন্ধরা। ১০ জয় ও এক ড্রয়ে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থান মজবুত করেছে বসুন্ধরা। সমান খেলে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী ২৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। তৃতীয় হারে সাইফ আগের ২৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে।

নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে ম্যাচের তৃতীয় মিনিটে গোল উদযাপন করে সাইফ। মিডফিল্ডার সাজ্জাদ হোসেনের কর্নারে কলম্বিয়ান ডিফেন্ডার দেইনার কর্দোবা সাইড ভলিতে লক্ষ্যভেদ করেন।

এক গোলে পিছিয়ে পড়ে বসুন্ধরা সমতায় ফিরতে মরিয়া ছিল। ৩১ মিনিটে স্কোর সমান করে অস্কার ব্রুজনের দল। মিডফিল্ডার ইমন মাহমুদ বাবুর চিপে বুক দিয়ে বল নামিয়ে এক ডিফেন্ডারকে কাটিয়ে গোলকিপারের পাশ দিয়ে বল জালে জড়ান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মার্কোস ভিনিসিয়াস।

আর পেছনে ফিরতে হয়নিক বসুন্ধরাকে। বিরতিতে যাওয়ার আগে স্কোর করে ৩-১। ৪২ মিনিটে কোস্টারিকার দানিয়েল কোলিনদ্রেসে হেডে দ্বিতীয় গোল করে তারা। প্রথমার্ধের ইনজুরি সময়ে কিরগিজস্তানের মিডফিল্ডার বখতিয়ার দুইশবেকভের লক্ষ্যভেদী শটে ব্যবধান দ্বিগুণ করে বসুন্ধরা।

বিরতি থেকে ফিরে সাইফ ব্যবধান কমাতে মরিয়া হয়ে ওঠে। বৃথা যায়নি তাদের চেষ্টা। ৫৬ মিনিটে মিডফিল্ডার জামাল ভূঁইয়ার ক্রসে ডিফেন্ডার রিয়াদুল হাসান রাফির লক্ষ্যভেদী হেডে ম্যাচে উত্তেজনা বাড়ায় সাইফ। অবশ্য ম্যাচের বাকি সময় তাদের আর গোল করার সুযোগ দেয়নি বসুন্ধরা।

ম্যাচশেষে বসুন্ধরার ম্যানেজার জোবায়ের নিপুর কণ্ঠে ছিল দৃঢ়তা, ‘আগে গোল হজম করেও আমরা বিচলিত ছিলাম না। জানতাম ম্যাচে ফিরতে পারবো। সেটাই করতে পেরেছে খেলোয়াড়রা। বলতে গেলে প্রথমার্ধেই জয় নিশ্চিত করে ফেলি আমরা।’

দিনের অন্য ম্যাচে শেখ রাসেল ক্রীড়া চক্র ২-০ গোলে হারিয়েছে রহমতগঞ্জকে। সাইফুল বারী টিটুর দল দুই গোলই করে প্রথমার্ধে।

বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচের চতুর্থ মিনিটে সোহেল রানার গোলে এগিয়ে যায় শেখ রাসেল। ১৭ মিনিটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন নাইজেরিয়ান ফরোয়ার্ড রাফায়েল ওদোয়িন।

১১ ম্যাচে ৭ জয়ে ২৪ পয়েন্ট নিয়ে তিনে রাসেল। আর সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে রহমতগঞ্জ নবম স্থানে।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভিকারুননিসায় জালিয়াতি করে আরও ৩৬ ছাত্রী ভর্তির তথ্য ফাঁস
ভিকারুননিসায় জালিয়াতি করে আরও ৩৬ ছাত্রী ভর্তির তথ্য ফাঁস
পানিতে ডুবে ভাইবোনসহ ৩ শিশুর মৃত্যু
পানিতে ডুবে ভাইবোনসহ ৩ শিশুর মৃত্যু
‘এমপি হতে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা তুলবো, এটুকু অন্যায় করবো-ই’
‘এমপি হতে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা তুলবো, এটুকু অন্যায় করবো-ই’
ইডি হেফাজতে আরও ৪ দিন কেজরিওয়াল
ইডি হেফাজতে আরও ৪ দিন কেজরিওয়াল
সর্বাধিক পঠিত
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা