X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

এক ম্যাচ খেলেই বিশ্রামে রোনালদো

স্পোর্টস ডেস্ক
১২ এপ্রিল ২০১৯, ২০:৪২আপডেট : ১২ এপ্রিল ২০১৯, ২০:৪২

জুভেন্টাস কোচ মাসিমিলিয়ানো আলেগ্রি বিশ্রাম দিচ্ছেন রোনালদোকে এক ম্যাচ খেলেই বিশ্রামে যাচ্ছেন ক্রিস্তিয়ানো রোনালদো। চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে দলের সেরা খেলোয়াড়কে শতভাগ ফিট পেতেই এই সিদ্ধান্ত নিয়েছেন জুভেন্টাস কোচ মাসিমিলিয়ানো আলেগ্রি।

জাতীয় দল পর্তুগালের হয়ে ইউরো বাছাই খেলতে গিয়ে ঊরুতে চোট পেয়েছিলেন রোনালদো। ইনজুরি কাটিয়ে আয়াক্সের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগেই মাঠে ফিরেছেন পর্তুগিজ তারকা। যদিও চোট কিছুই করতে পারেননি তার, ডাচ ক্লাবটির মাঠ থেকে তার লক্ষ্যভেদেই ১-১ গোলে ড্র করে ফিরেছে জুভেন্টাস।

আমস্টারডামের ম্যাচের পর বিশ্রাম পাচ্ছেন রোনালদো। শনিবার স্পালের মাঠে সিরি ‘এ’ ম্যাচ খেলতে যাবে ইতালিয়ান চ্যাম্পিয়নরা। এই ম্যাচে খেলবেন না সাবেক রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। তাকে নিয়ে কোনও রকম ঝুঁকি নিতে চান না জুভেন্টাস কোচ। নেওয়ার দরকারও নেই, কারণ ইতালিয়ান লিগের শিরোপায় একহাত দিয়ে রেখেছে তুরিনের ক্লাবটি। দ্বিতীয় স্থানে থাকা নাপোলির চেয়ে এগিয়ে আছে ২০ পয়েন্টে। আগামীকালই (শনিবার) স্কুদেত্তো নিশ্চিত হয়ে যাবে তাদের, যদি স্পালের সঙ্গে ড্র করে ফিরতে পারে।

মৌসুমের এই পর্যায়ে রোনালদোর সঙ্গে দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছেন আলেগ্রি। মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে আয়াক্সের বিপক্ষে ফিরতি লেগেই তার সব নজর। আলেগ্রি নিশ্চিত করেছেন, ‘আগামীকাল ঝুঁকি নেওয়াটা হবে বোকামি। তার (রোনালদো) মতো (বিশ্রাম পাচ্ছে) অন্য খেলোয়াড়রাও, যারা আন্তর্জাতিক বিরতিতে জাতীয় দলের হয়ে অনেক ম্যাচ খেলেছে।’ যদিও স্পালের বিপক্ষে শক্তিশালী দল গড়ার ঘোষণাও দিয়ে রেখেছেন জুভেন্টাস কোচ।

সিরি ‘এ’ নিজেদের ‘সম্পত্তি’ বানিয়ে ফেলেছে জুভেন্টাস! তা নয়তো কী, এবার তারা টানা অষ্টম স্কুদেত্তো জেতার পথে। যদিও ইউরোপিয়ান প্রতিযোগিতায় সাফল্য ধরা দিচ্ছে না কিছুতেই। ১৯৯৬ সালে সবশেষ শিরোপা এসেছে চ্যাম্পিয়নস লিগ থেকে। ২০১৫ ও ২০১৭ সালে ফাইনালে খেললেও জুভদের ফিরতে হয়েছে খালি হাতে। গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ