X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

না ফেরার দেশে লিভারপুল লিজেন্ড টমি স্মিথ

স্পোর্টস ডেস্ক
১৩ এপ্রিল ২০১৯, ১৭:৫৬আপডেট : ১৩ এপ্রিল ২০১৯, ১৭:৫৬

টমি স্মিথ ডাকনাম ছিল ‘অ্যানফিল্ড আইরন’, লিভারপুলের প্রথম এফএ কাপ ও ইউরোপিয়ান কাপ জয়ী ডিফেন্ডার। ৭৪ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন ক্লাবটির লিজেন্ড টমি স্মিথ।

পাঁচ বছর ধরে অ্যালঝেইমারের সঙ্গে লড়াই করে শুক্রবার মারা গেছেন স্মিথ। এই খবর নিশ্চিত করেছে তার পরিবার।

লিভারপুলের সঙ্গে ১৮ বছরের সম্পর্ক স্মিথের। তার মৃত্যুতে শোকসন্তপ্ত বিবৃতি জানিয়েছে অল রেডরা, ‘আমাদের সাবেক অধিনায়ক ৭৪ বছর বয়সী টমি স্মিথের মৃত্যুতে আমরা গভীর শোকসন্তপ্ত। লিভারপুল ফুটবল ক্লাবের প্রত্যেকে টমির পরিবার ও তার অগণিত বন্ধুদের প্রতি সমবেদনা জানাচ্ছে। শান্তিতে ঘুমান অ্যানফিল্ড আইরন।’

১৯৬২ থেকে ১৯৭৮ সাল পর্যন্ত লিভারপুলে খেলেছেন স্মিথ। তার আগের দুই বছর ছিলেন যুব দলে। এই ক্লাবে চারটি প্রথম বিভাগীয় শিরোপা, দুটি এফএ কাপ, একটি ইউরোপিয়ান কাপ ও দুটি উয়েফা কাপ জিতেছেন।

অ্যানফিল্ডের আরেক লিজেন্ড বিল শ্যাঙ্কলির অধীনে স্মিথ লিভারপুলের জার্সিতে খেলেছেন ৬৩৮ ম্যাচ। গোল করেছেন ৪৮টি। ১৯৬৫ সালে ক্লাবটির প্রথম এফএ কাপ জয়ী দলের সদস্য ছিলেন স্মিথ। তার ক্যারিয়ারের সেরা গোলটি ছিল ১৯৭৭ সালের ইউরোপিয়ান কাপ ফাইনালে। বরুশিয়া মনচেনগ্লাদবাখের বিপক্ষে জয়সূচক গোল করেন তিনি।

অ্যানফিল্ডে থাকতেই এক মৌসুম নর্থ আমেরিকান সকার লিগে (এনএএসএল) টাম্পা বে রাউডিসের সঙ্গে ধারে খেলেন স্মিথ। লিভারপুল ক্যারিয়ার শেষে তিনি আবার ফেরেন যুক্তরাষ্ট্রে এবং লস অ্যাঞ্জেলস অ্যাজটেকসের হয়ে খেলেন এনএএসএল। তার খেলোয়াড়ি ক্যারিয়ার শেষ হয় সোয়ানসি সিটিতে, ক্লাবটিকে তৃতীয় বিভাগ থেকে উন্নীত করতে অবদান রাখেন এই ইংলিশ ডিফেন্ডার।

লিভারপুলে দারুণ ছাপ রাখলেও ইংল্যান্ড জাতীয় দলে কেবল একটি ম্যাচ খেলেন স্মিথ। ফুটবলকে বিদায়ের পর সংক্ষিপ্ত সময়ের জন্য অ্যাজটেকসের কোচ হন। তবে বেশির ভাগ সময় কাটান লিভারপুল ইকোর কলামিস্ট হিসেবে। গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হাতিরঝিলে ভাসমান অবস্থায় যুবকের মরদেহ
হাতিরঝিলে ভাসমান অবস্থায় যুবকের মরদেহ
ইউক্রেনীয় ড্রোন হামলায় রুশ সাংবাদিক নিহত
ইউক্রেনীয় ড্রোন হামলায় রুশ সাংবাদিক নিহত
নীলফামারীতে জামায়াতের সহকারী সেক্রেটারিসহ ৩ জন গ্রেফতার
নীলফামারীতে জামায়াতের সহকারী সেক্রেটারিসহ ৩ জন গ্রেফতার
পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নের অগ্রগতি জাতিসংঘে তুলে ধরলো বাংলাদেশ
পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নের অগ্রগতি জাতিসংঘে তুলে ধরলো বাংলাদেশ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি