X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

হেরে অপেক্ষা বাড়লো জুভেন্টাসের

স্পোর্টস ডেস্ক
১৩ এপ্রিল ২০১৯, ২১:৪৬আপডেট : ১৩ এপ্রিল ২০১৯, ২১:৫০

বোনিফাজির হেডে সমতা ফেরায় এসপিএএল চ্যাম্পিয়ন হয়ে ফেরারার পাওলো মাজ্জা স্টেডিয়াম ছাড়ার পরিকল্পনা ছিল জুভেন্টাসের। কিন্তু ৬ ম্যাচ হাতে রেখে রেকর্ড টানা অষ্টমবার সিরি ‘এ’র শ্রেষ্ঠত্ব পাওয়া হলো না। শনিবার এসপিএএল অঘটন ঘটিয়েছে। জুভেন্টাসকে তারা হারিয়েছে ২-১ গোলে।

গত সপ্তাহে এসি মিলানকে হারিয়ে পরের দিন শিরোপা উদযাপনের জন্য প্রস্তুতি নিয়েছিল জুভেন্টাস। পরদিন নাপোলি জিতে তাদের আশাহত করে। তবে এসপিএএলকে হারালেই লিগের রেকর্ড দ্রুততম সময়ে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেতো ওল্ড লেডিরা। মোয়েস কিনের গোলে এগিয়ে গেলেও কেভিন বোনিফাজি ও সের্হিও ফ্লোকারির গোলে এই মৌসুমের দ্বিতীয় হারের তেতো স্বাদ পায় জুভেন্টাস।

৩২ ম্যাচে ৮৪ পয়েন্ট নিয়ে শীর্ষে গত ৭ বারের চ্যাম্পিয়নরা। এক ম্যাচ কম খেলে তাদের চেয়ে ২০ পয়েন্টে পিছিয়ে নাপোলি (৬৪)।

এই মৌসুমে দ্বিতীয় হার জুভেন্টাসের আয়াক্সের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে চোখ রেখে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের বিশ্রাম দেন কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি, ছিলেন না ক্রিস্তিয়ানো রোনালদো। কিন্তু কোচের আস্থা রাখতে পারেনি তরুণ দল।

জোয়াও কানসেলোর অ্যাসিস্টে ৩০ মিনিটে কিন জুভেন্টাসকে এগিয়ে দেন। একই সঙ্গে সিরি ‘এ’র রেকর্ড বইয়ে নাম লিখেন তিনি। সবচেয়ে কম বয়সী হিসেবে ইতালির শীর্ষ লিগে টানা চার ম্যাচ গোল করে মারিও বালোতেল্লির রেকর্ড ভাঙেন এই ১৯ বছর বয়সী স্ট্রাইকার।

বিরতির পর চতুর্থ মিনিটে দারুণ এক হেডে সমতা ফেরান বোনিফাজি। এসপিএএল আরও বড় ধাক্কা দেয় ৭৪ মিনিটে। ঘরের মাঠে টানা তৃতীয় জয় নিশ্চিত করে তারা ফ্লোকারির গোলে। গোলটি বানিয়ে দেন আলেসান্দ্রো মুরগিয়া। ১৯৫৭ সালের পর প্রথমবার লিগে জুভেন্টাসকে হারানোর কীর্তি গড়ে ৪৯ বছর পর গত মৌসুমে সিরি ‘এ’ তে উন্নীত হওয়া দলটি। গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘হিট ইমারজেন্সি’ জারির আহ্বান সাইফুল হকের
‘হিট ইমারজেন্সি’ জারির আহ্বান সাইফুল হকের
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
জলবায়ু অভিযোজনে সহায়তা দ্বিগুণের সিদ্ধান্ত বাস্তবায়নের আহ্বান পরিবেশমন্ত্রীর
জলবায়ু অভিযোজনে সহায়তা দ্বিগুণের সিদ্ধান্ত বাস্তবায়নের আহ্বান পরিবেশমন্ত্রীর
সর্বাধিক পঠিত
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়