X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

স্বপ্নভঙ্গের বেদনায় তাসকিনের কান্না!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ এপ্রিল ২০১৯, ১৭:২৭আপডেট : ১৬ এপ্রিল ২০১৯, ১৭:৩০

সংবাদ মাধ্যমের সামনে কান্নায় ভেঙে পড়া তাসকিন ২০১১ সালের সেই করুণ দৃশ্যের যেন আবার মঞ্চায়ন হলো মিরপুর ক্রিকেট একাডেমিতে! এবার শুধু বদল হয়েছে চরিত্রে। ৮ বছর আগে ছিলেন মাশরাফি বিন মুর্তজা, আর এবার তাসকিন আহমেদ। ২০১১ বিশ্বকাপ দলে সুযোগ না পেয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন মাশরাফি। মঙ্গলবার একই কারণে কাঁদলেন তাসকিন।

ইনজুরি থেকে সেরে উঠলেও ফিটনেস সমস্যায় মাশরাফি বাদ পড়েছিলেন দল থেকে। তাসকিনের ভাগ্যেও একই পরিণতি। বিপিএলে একটি ম্যাচে ফিল্ডিংয়ের সময় বাঁ গোড়ালিতে চোট পেয়েছিলেন। যে কারণে নিউজিল্যান্ড সফরে যেতে পারেননি। সোয়া দুই মাস পর মাঠে ফিরে প্রিমিয়ার লিগে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে একটি ম্যাচ খেললেও সুবিধা করতে পারেননি তাসকিন। ৫ ওভারে ৩৬ রান দেওয়ার পরই বোঝা যাচ্ছিল, বিশ্বকাপ দলে তার থাকার সম্ভাবনা ক্ষীণ।

তবু ইংল্যান্ড যাওয়ার স্বপ্ন দেখছিলেন গত বিশ্বকাপে খেলা তাসকিন। কিন্তু স্বপ্নভঙ্গের বেদনায় তিনি একেবারে বিধ্বস্ত। দল ঘোষণার পর একাডেমি মাঠে এসে কান্নায় ভেঙে পড়লেন এই পেসার। ২০১১ সালে কেঁদেছিলেন মাশরাফি। এবার বাংলাদেশ অধিনায়কের প্রিয় ক্রিকেটার তাসকিনও কাঁদলেন।

সংবাদ মাধ্যমের সঙ্গে শুরুতে তো কথাই বলতে পারছিলেন না, কণ্ঠ বুঁজে আসছিল। দু চোখে অশ্রু নিয়ে কোনও রকমে তাসকিন বললেন, ‘না, ঠিক আছে। সবাই তো আমার ভালোই চায়, কেউই খারাপ চায় না। সামনে আরো সুযোগ পাবো। প্রিমিয়ার লিগের সুপার লিগ চলছে, সেখানে ভালো করার চেষ্টা করবো। আমার পরিশ্রম বৃথা যাবে না।’

শুধু বিশ্বকাপ দল নয়, আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের দলেও সুযোগ পাননি। তাসকিনের অবশ্য এ নিয়ে কোনও অনুযোগ নেই, ‘সবাই যেটা ভালো মনে করেছেন সেটাই করেছেন।’

তবে তাসকিনের আশা শেষ হয়ে যায়নি। কারণ প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘আমরা তাসকিনকে নিয়ে অনেক দিন থেকেই চিন্তা করছি। সে ২০১৭ সালের ২২ অক্টোবর সর্বশেষ ওয়ানডে ম্যাচ খেলেছে বাংলাদেশের হয়ে। আমরা ওকে নিউজিল্যান্ড সফরের দলে রাখতে চেয়েছিলাম। কিন্তু সে ইনজুরিতে পড়ে যায়। এখনও সে পুরো ফিট নয়। ঢাকা প্রিমিয়ার লিগে একটি ম্যাচে খেললেও তার শতভাগ ফিটনেস নেই। তবে এখনও সময় আছে। আয়ারল্যান্ড সফরে ১৭ জনের দল যাবে। এর মধ্যে তাসকিন পুরো ফিট হলে এবং দরকার পড়লে ওকে আমরা ব্যাকআপ হিসেবে রাখবো।’ 

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা