X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

সব দল নিয়েই ‘যদি’ ‘কিন্তু’ থাকে: তামিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ এপ্রিল ২০১৯, ১৮:২৫আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ১৮:৩১

সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলছেন তামিম বিশ্বকাপের দল নিয়ে সবার মধ্যেই কম বেশি আগ্রহ থাকে। মঙ্গলবার বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণার পর থেকেই নানা আলোচনা-সমালোচনা চলছে। ইমরুল কায়েস কেন দলে নেই? তাসকিন আহমেদকে কি নেওয়া উচিত ছিল? ইত্যাদি কথাবার্তায় চায়ের কাপে ঝড় উঠেছে। তামিম ইকবাল অবশ্য দল নিয়ে সন্তুষ্ট। দেশসেরা ওপেনারের মতে, বিশ্বকাপের দল নিয়ে বিতর্কের কিছু নেই।

বু্ধবার রাজধানীর একটি হোটেলে আন্তর্জাতিক অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠান মানিগ্রামের সঙ্গে চুক্তি স্বাক্ষর শেষে সংবাদ মাধ্যমকে তামিম বলেছেন, “যে স্কোয়াডই দেওয়া হোক বা যে প্লেয়ারকেই নেওয়া হোক না কেন, সবারই কিছু না কিছু ‘যদি’ ‘কিন্তু’ থাকবে, কিছু পছন্দ অপছন্দ থাকবে। এটাই নিয়ম। বিশ্বকাপের দল তৈরি করা সহজ  কাজ নয়। কয়েকজন খেলোয়াড় পারফর্ম করেও এই দলে সুযোগ পাননি। আবার এমন খেলোয়াড়ও আছেন যারা পারফর্ম করেই সুযোগ পেয়েছেন দলে।”

তিনি আরও বলেছেন, “যে ১৫ জনকে নির্বাচন করা হয়েছে তাদের ওপর আস্থা রাখা উচিত। ‘অমুকের জায়গায় তমুক থাকলে ভালো হতো’ বললে যারা সুযোগ পেয়েছে তাদের মনখারাপ হয়ে যাবে।”

মোস্তাফিজ-মিরাজ-লিটন-মিঠুন-রাহী প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন বিশ্বকাপ দলে। এই তরুণদের কাছে তামিমের অনেক প্রত্যাশা, ‘বিশ্বকাপ এমন একটা মঞ্চ, এমন একটা টুর্নামেন্ট যেখানে তারকাদের জন্ম হয়। বিশ্বকাপে ভালো পারফর্ম করা ক্রিকেটার রাতারাতি সুপার স্টার হয়ে যায়। আমাদের দলে বেশ কয়েকজন তরুণ প্রতিভাবান খেলোয়াড় আছে। আর প্রতিভা প্রদর্শনের জন্য বিশ্বকাপের চেয়ে ভালো মঞ্চ কিছুই হতে পারে না।’

মানিগ্রামের সঙ্গে চুক্তি স্বাক্ষরের পর তামিম ইংল্যান্ডে তামিমের দুর্দান্ত পারফরম্যান্স। ২০১০ সালে লর্ডস আর ওল্ড ট্র্যাফোর্ডে টানা দুই টেস্টে সেঞ্চুরি করেছিলেন তিনি। দু বছর আগে চ্যাম্পিয়নস ট্রফিতেও ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে ১২৮, ৯৫ ও ৭০ রানের তিনটি চমৎকার ইনিংস এসেছিল তার ব্যাট থেকে। এবার আপনার লক্ষ্য কী? তামিমের উত্তর, ‘দল আমার কাছে যা দাবি করবে, সেটা দিতে পারলেই হলো। সবারই শক্তি আর দুর্বলতার জায়গা থাকে। আমি নিজের দুর্বলতার ৫ থেকে ১০ শতাংশ উন্নতির চেষ্টা করবো। তাহলেই দল উপকৃত হবে।’

২০১৫ ওয়ানডে বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে উঠেছিল বাংলাদেশ। ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে খেলেছিল সেমিফাইনালে। এবার কি ফাইনালে দেখা যাবে টাইগারদের? প্রশ্নটা উঠতেই তামিমের কণ্ঠে সতর্কতা, ‘কতদূর যাওয়া সম্ভব এটা বলতে আমি পছন্দ করি না। সবাই জয়ের স্বপ্ন নিয়েই দেশ ছাড়বো। শুধু অংশগ্রহণ করার জন্য যাওয়ার কোনও মানেই হয় না। আমরা পারি বা না পারি, আমাদের বিশ্বাস করতে হবে যে আমরা জিততে পারি। এই বিশ্বাস নিয়েই আমাদের যেতে হবে।’

এই বাঁহাতি ওপেনারের চোখে দুটি দল ফেভারিট এবারের বিশ্বকাপে, ‘অবশ্যই ভারত ফেভারিট, ইংল্যান্ডও ফেভারিট। তবে ক্রিকেটে যে কোনও কিছু কিছুই হতে পারে। এটা অনিশ্চয়তার খেলা। ১৯৯৬ সালে কেউ ভাবতেই পারেনি শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন হবে। ক্রিকেট আপনার জন্য কী চমক রেখেছে, সেটা আপনি আগে থেকে বুঝতেই পারবেন না।’

বিশ্বকাপের মতো প্রতিযোগিতায় মানসিক প্রস্তুতি সবচেয়ে জরুরি বলে মনে করেন তামিম, ‘বিশ্বকাপে মানসিকভাবে প্রস্তুত হওয়া সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ৫০ দিন অনুশীলন করলেও মানসিকভাবে প্রস্তুত না থাকলে সেটা ক্রিকেটারকে খুব বেশি সাহায্য করে না। আমরা ভাগ্যবান যে বেশ আগেই ইংল্যান্ডে যাচ্ছি।’

ছবি: নাসিরুল ইসলাম

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ