X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

বিশ্বকাপ দল দিয়েও দিলো না ইংল্যান্ড!

স্পোর্টস ডেস্ক
১৭ এপ্রিল ২০১৯, ১৯:৫৪আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ১৯:৫৮

ইংল্যান্ডের প্রাথমিক স্কোয়াডের নেতৃত্বে এউইন মরগান ২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপের দল ঘোষণার শেষ দিন ২৩ এপ্রিল। আইসিসির নিয়ম মেনে ওই তারিখের মধ্যে চূড়ান্ত দল ঘোষণা করতে হবে অংশ নিতে যাওয়া দলগুলোকে। সেই নিয়ম মানতেই ১৫ জনের দল ঘোষণা করেছে ইংল্যান্ড, তবে সেটা প্রাথমিক স্কোয়াড!

একটু জটিলই বটে। তবে আইসিসির নিয়মে ‘ফাঁকা’ থাকার সুবিধাই নিতে চেয়েছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ২৩ এপ্রিলের মধ্যে জানাতে হলেও বোর্ড সেই দলে পরিবর্তন আনতে পারবে ২৩ মে’র মধ্যে। অর্থাৎ, ২৩ মে’র দলটাই হবে চূড়ান্ত। মাঝের এই সময়ে ইংলিশদের দুটো সিরিজ থাকায় এখন ‘প্রাথমিক দল’ ঘোষণা করেছে ইসিবি। আয়ারল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষেই তারা জানাবে চূড়ান্ত দল।

মজার বিষয় হলো, বিশ্বকাপের জন্য যেখানে ১৫ জনের চূড়ান্ত দল জানাতে হবে, ইংল্যান্ড সেখানে ১৫ খেলোয়াড়েরই নাম জানিয়েছে, তবে সেটা ‘প্রাথমিক দল’ হিসেবে। তাতে দল ঘোষণায় আইসিসি ‘ডেডলাইন’ কতটা যৌক্তিক, সেই প্রশ্ন ওঠা অস্বাভাবিক নয়। খটকা আছে আরও, আইসিসি তাদের ওয়েবসাইটে ইংল্যান্ডের চূড়ান্ত দল ঘোষণার খবর ছাপলেও ইংল্যান্ডের নির্বাচক এড স্মিথ জানিয়েছেন, এটা তাদের প্রাথমিক স্কোয়াড!

৩ মে আয়ারল্যান্ড সফরে একমাত্র ওয়ানডে খেলার পর ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সীমিত ওভারের সিরিজে নামবে ইংল্যান্ড। ৫ মে টি-টোয়েন্টি দিয়ে শুরু হওয়া এই লড়াইয়ে ইংলিশরা পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তানের বিপক্ষে। ঘরের মাঠের বিশ্বকাপে নামার আগে ১৯ মে শেষ হওয়া এই সিরিজের পরই চূড়ান্ত ১৫ জনের দল ঘোষণা করবে ইংল্যান্ড।

বিশ্বকাপের জন্য ইংল্যান্ডের ১৫ জনের প্রাথমিক দল আয়ারল্যান্ডের ওয়ানডে ও পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৪ জনের স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড। আর পাকিস্তানের বিপক্ষে ওয়ানডের জন্য ঘোষণা করেছে ১৭ জনের দল। এখান থেকেই সৌভাগ্যবান ১৫ জন বিশ্বকাপে খেলবেন বলে জানিয়েছেন ইসিবি’র নির্বাচক এড স্মিথ, ‘আইসিসির নিয়ম মেনে, ২৩ এপ্রিলের আগে বিশ্বকাপের জন্য আমরা ১৫ জনের প্রাথমিক দল ঘোষণা করেছি। যদিও পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে থাকা ১৭ জনের প্রত্যেকে চূড়ান্ত ১৫-তে জায়গা নিশ্চিত করতে পারে। কেননা, ওই সিরিজের পরই আমরা চূড়ান্ত করব (দল)।’

ইংল্যান্ডের জার্সিতে জোফরা আর্চারের বিশ্বকাপ খেলার জোর আলোচনা ছিল। যদিও ১৫ জনের প্রাথমিক স্কোয়াডে নেই বার্বাডোসে জন্ম নেওয়া এই পেসার। গত মার্চে ইংলিশ পাসপোর্ট পাওয়া এই ক্যারিবিয়ান অবশ্য ইংল্যান্ডের জার্সিতে আছেন অভিষেকের অপেক্ষায়। আয়ারল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে প্রথমবার ডাক পাওয়া জোফরা ভালো করতে পারলে মিলতে পারে বিশ্বকাপ দলে থাকার টিকিটও। বিবিসি, ক্রিকইনফো, আইসিসি ওয়েবসাইট

বিশ্বকাপের জন্য ইংল্যান্ডের ১৫ জনের প্রাথমিক স্কোয়াড:

এউইন মরগান (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারস্টো, জস বাটলার, টম কারান, জো ডিনলি, অ্যালেক্স হেলস, লিয়াম প্লাঙ্কেট, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড।

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে ইংল্যান্ডের ১৭ জনের স্কোয়াড:

এউইন মরগান (অধিনায়ক), মঈন আলী, জোফরা আর্চার, জনি বেয়ারস্টো, জস বাটলার, টম কারান, জো ডিনলি, ক্রিস জর্ডান, অ্যালেক্স হেলস, লিয়াম প্লাঙ্কেট, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড।

আয়ারল্যান্ডের ওয়ানডে ও পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের ১৪ জনের দল:

এউইন মরগান (অধিনায়ক), জোফরা আর্চার, স্যাম বিলিংস, টম কারান, জো ডিনলি, ক্রিস জর্ডান, অ্যালেক্স হেলস, লিয়াম প্লাঙ্কেট, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, জেমস ভিন্স, ডেভিড ‍উইলি, মার্ক উড।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ