X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

রোমাঞ্চিত মোস্তাফিজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ এপ্রিল ২০১৯, ২১:৩১আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ২১:৩১

রোমাঞ্চিত মোস্তাফিজ ২০১৫ ওয়ানডে বিশ্বকাপ শেষ হওয়ার কিছুদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক মোস্তাফিজুর রহমানের। সেই বছরের জুনে ভারতের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ক্যারিয়ারের শুরু থেকেই তিনি জাতীয় দলের অবিচ্ছেদ্য অংশ।

ভারতে ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেললেও ওয়ানডে বিশ্বকাপ দলে এবারই প্রথম সুযোগ পেলেন মোস্তাফিজ। ক্রিকেটের সেরা আসরে খেলার সম্ভাবনায় কাটার মাস্টার রোমাঞ্চিত। বুধবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে তিনি সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘ওয়ানডে বিশ্বকাপে খেলা আমার স্বপ্ন ছিল। সেই স্বপ্ন এখন পূরণ হওয়ার পথে। সব মিলিয়ে আমি ভীষণ রোমাঞ্চিত। বিশ্বকাপে বাংলাদেশের হয়ে খেলবো, দেশকে প্রতিনিধিত্ব করবো। এর চেয়ে বড় আর কিছুই হতে পারে না।’

গত সপ্তাহে অনুশীলনের সময় বাঁ পায়ের গোড়ালিতে চোট পেয়েছেন, তাই দু সপ্তাহের জন্য বিশ্রামে থাকতে হচ্ছে মোস্তাফিজকে। ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের জার্সিতে মাঠে নামতে পারছেন না। তবে বিশ্বকাপের আগেই সম্পূর্ণ সেরে উঠতে তিনি আশাবাদী, ‘পায়ের অবস্থা এখন ভালো। আশা করি, বিশ্বকাপের আগে পুরো ফিট হয়ে উঠতে পারবো।’ ক্রিকেটের সেরা মঞ্চের চাপ নিয়েও চিন্তিত নন চার বছর আগে ভারত-বধের নায়ক, ‘জাতীয় দলে খেললে চাপ তো থাকবেই। আমাকে নিয়ে সবাই আশা করে। আমিও নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি।’

সবাই বিশ্বকাপ নিয়ে কথা বললেও কাটার মাস্টারের চোখ আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজের দিকে, ‘আপাতত বিশ্বকাপ নিয়ে ভাবছি না। বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ আছে। ওখানে ভালো করলে আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপ শুরু করতে পারবো। আমার ফোকাস তাই ত্রিদেশীয় সিরিজের দিকে।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইয়াবাসহ ইউপি চেয়ারম্যানের ছোট ভাই গ্রেফতার
ইয়াবাসহ ইউপি চেয়ারম্যানের ছোট ভাই গ্রেফতার
‘কত সাহায্য চাওয়া যায়? আমাকে এখন দেহ ব্যবসা করার কথাও বলে’
রানা প্লাজার ভুক্তভোগীর আক্ষেপ‘কত সাহায্য চাওয়া যায়? আমাকে এখন দেহ ব্যবসা করার কথাও বলে’
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
বাংলাদেশের স্পিন বিভাগে পার্থক্য তৈরি করতে চান মুশতাক
বাংলাদেশের স্পিন বিভাগে পার্থক্য তৈরি করতে চান মুশতাক
সর্বাধিক পঠিত
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান