X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

পাকিস্তানের বিশ্বকাপ দলে নেই আমির

স্পোর্টস ডেস্ক
১৮ এপ্রিল ২০১৯, ১৯:৩১আপডেট : ১৮ এপ্রিল ২০১৯, ২০:৪৭

মোহাম্মদ আমির নেই বিশ্বকাপ দলে দুই বছর আগের চ্যাম্পিয়নস ট্রফি জয়ে তিনি ছিলেন ‘নায়ক’। সেই ইংল্যান্ডেই যখন বসতে যাচ্ছে বিশ্বকাপের আসর, সেখানে কিনা জায়গাই হলো না মোহাম্মদ আমিরের! পাকিস্তানের বিশ্বকাপ দলে সুযোগ পাননি এই পেসার।

সামান্য আশা অবশ্য আছে তার। বিশ্বকাপের আগে ইংল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান। ওই সিরিজে ভালো করতে পারলে বিশ্বকাপের দরজা খুলেও যেতে পারে আমিরের। ইংল্যান্ডের বিপক্ষে এক ম্যাচের টি-টোয়েন্টি ও পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের স্কোয়াডে আছেন বাঁহাতি পেসার।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বৃহস্পতিবার বিশ্বকাপের জন্য যে দল ঘোষণা করেছে, সেখানে আমিরের সঙ্গে জায়গা হয়নি পেসার উসমান শিনওয়ারির। ১৫ জনের দলে না থাকা আরেকটি বড় নাম ‍হার্ডহিটার ব্যাটসম্যান আসিফ আলী। তিনিও অবশ্য আমিরের মতো খেলবেন ইংল্যান্ডের ওয়ানডে সিরিজে।

আমিরের বিশ্বকাপ দলে না থাকাটা খুব একটা বিস্ময়ের নয়। কেননা, ওয়ানডে ফরম্যাটে তার ফর্মটা একেবারেই ভালো যাচ্ছে না। যে কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে সবশেষ সিরিজে এক ম্যাচ খেলেই একাদশে জায়গা হারান তিনি। ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালের পর ওয়ানডেতে বড়ই বিবর্ণ আমির। এই সময়ে ১০১ ওভার বোলিং করে পাকিস্তানি পেসারের উইকেট সংখ্যা মাত্র ৫টি! অন্তত ৬০০ বল করেছেন, এমন বোলারদের মধ্যে সবচেয়ে বাজে রেকর্ড তার।

সরফরাজ আহমেদকে অধিনায়ক করে ঘোষিত পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াডে মোহাম্মদ হাফিজ থাকলেও তাকে নিয়ে সংশয় আছে। ইংল্যান্ডের আসরে তার খেলাটা নির্ভর করছে ফিটনেসের ওপর। চলতি বছরের শুরুর দিকে হাতের চোটে মাঠের বাইরে ছিটকে যান এই ব্যাটসম্যান। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দারসকে তার বদলি হিসেবে দলে নিতে হয়েছিল সালমান বাটকে।

অভিজ্ঞ আমিরকে বাইরে রেখে আরেক পেসার মোহাম্মদ হাসনাইনকে দলে নেওয়াটাই সবচেয়ে বড় চমক পাকিস্তানের। গত অস্ট্রেলিয়া সিরিজ দিয়েই প্রথমবার আন্তর্জাতিক ওয়ানডেতে খেলতে নামা হাসনাইন মাত্র তিন ম্যাচ খেলেই যাচ্ছেন বিশ্বকাপে।

১৫ জনের বিশ্বকাপ দল দিলেও পাকিস্তান তাদের দলটা ‘চূড়ান্ত’ করবে ইংল্যান্ডের ওয়ানডে সিরিজ শেষে। বিশ্বকাপের জন্য ঘোষিত ১৫ জনের সঙ্গে আমির ও আসিফকে নিয়ে মোট ১৭ জন যাচ্ছে এই সিরিজ খেলতে। সেখানে ভালো করলে ২৩ মে’র মধ্যে আইসিসির অনুমোদন ছাড়াই পাকিস্তান পরিবর্তন আনতে পারবে তাদের বিশ্বকাপ দলে। ক্রিকইনফো

পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড:

সরফরাজ আহমেদ (অধিনায়ক), ফখর জামান, ইমাম-উল-হক, আবিদ আলী, বাবর আজম, শোয়েব মালিক, মোহাম্মদ হাফিজ (ফিটনেসের ওপর), শাদাব খান, ইমাদ ওয়াসিম, হাসান আলী, ফাহিম আশরাফ, শাহীন আফ্রিদি, জুনায়েদ খান, মোহাম্মদ হাসনাইন, হারিস সোহেল।

/কেআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক