X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

কেন মেসির গোল উদযাপন করলেন না বার্সা গোলরক্ষক?

স্পোর্টস ডেস্ক
১৯ এপ্রিল ২০১৯, ১৯:৪৪আপডেট : ১৯ এপ্রিল ২০১৯, ১৯:৪৪

দে গেয়ার (বাঁমে) ভুলে গোল পেলেন মেসি, উদযাপন করলেন না বার্সেলোনা গোলরক্ষক টের স্টেগেন লিওনেল মেসির করা সব গোলেই উদযাপন করেন বার্সেলোনা গোলরক্ষক মার্ক-অ্যান্ড্রে টের স্টেগেন। কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে হলো ব্যতিক্রম। মেসির করা দ্বিতীয় গোল উদযাপন করেননি জার্মান গোলরক্ষক।

কিন্তু কেন? ম্যানইউ গোলরক্ষক দাভিদ দে গেয়ার ভুলে বাহুর ভেতর দিয়ে বল গড়িয়ে আশ্রয় নেয় জালে। প্রতিপক্ষ গোলরক্ষকের প্রতি ‘সহানুভূতি’ জানাতেই মেসির গোলটি উদযাপন করেননি বলে জানিয়েছেন টের স্টেগেন।

চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে মাঠে নেমেছিল বার্সেলোনা। ন্যু ক্যাম্পের লেগে ইংলিশ ক্লাবটিকে ৩-০ গোলে হারিয়ে ৪-০ অগ্রগামিতায় সেমিফাইনাল নিশ্চিত করেছে কাতালানরা। ওই ম্যাচে দুর্দান্ত এক গোলে বার্সেলোনাকে এগিয়ে নেন মেসি। আর্জেন্টাইন ফরোয়ার্ডের লক্ষ্যভেদেই ব্যবধান দ্বিগুণ করেছিল স্বাগতিকরা। তবে দ্বিতীয় গোলটি মেসি ও বার্সেলোনা পেয়েছিল দে গেয়ার ‘সৌজন্যে’।

বক্সের বাইরে থেকে মেসির নেওয়া ডান পায়ের শটে খুব একটা গতি ছিল না। তাছাড়া বলের লাইনেই ছিলেন দে গেয়া। কিন্তু সহজ বলটি ধরতে পারলেন না স্প্যানিশ গোলরক্ষক। গড়িয়ে আসা বল তার বাহুর ফাঁক গলে জড়িয়ে যায় জালে। গোলটির জন্য দে গেয়াকে চরম দুর্ভাগাই বলা যায়। একজন গোলরক্ষক হিসেবে আরেকজন গোলরক্ষকের অসহায়ত্বের দৃশ্য দেখে মেসির গোল উদযাপন করেননি টের স্টেগেন।

স্প্যানিশ রেডিও স্টেশন ‘কাদেনা কোপে’তে দেওয়া সাক্ষাৎকারে জার্মান গোলরক্ষকের ব্যাখ্যা, ‘এটা সত্যি বিষয়টি আমাকে গোল উদযাপন করতে দেয়নি। আমি যে পজিশনে খেলি, সেও (দে গেয়া) একই পজিশনে খেলে। তাই আমি তার কষ্টটা ভাগাভাগি করেছি।’

খেলা শেষে দে গেয়াকে মানসিক সমর্থনও দিয়েছিলেন টের স্টেগেন, ‘আমি তাকে বলেছি, আমরা সবাই মানুষ। দ্বিতীয় গোলটা আমার ক্ষেত্রেও হতে পারতো। তাই বলে জীবন থেমে থাকবে না, এগিয়ে যাবেই।’ গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুড়িয়ে পাওয়া সাড়ে চার লাখ টাকা ফিরিয়ে দিলেন ইজিবাইকচালক
কুড়িয়ে পাওয়া সাড়ে চার লাখ টাকা ফিরিয়ে দিলেন ইজিবাইকচালক
সরকার ক্ষমতায় থাকতে ভোটের ওপর নির্ভর করে না: সাকি
সরকার ক্ষমতায় থাকতে ভোটের ওপর নির্ভর করে না: সাকি
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং দ্বৈরথ
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং দ্বৈরথ
বিপজ্জনক অবস্থা থেকে ফিরেছেন খালেদা জিয়া: মির্জা ফখরুল
বিপজ্জনক অবস্থা থেকে ফিরেছেন খালেদা জিয়া: মির্জা ফখরুল
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি