X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

ধোনির সমালোচনা কোহলির কাছে ‘দুঃখজনক’

স্পোর্টস ডেস্ক
১৯ এপ্রিল ২০১৯, ২০:৫৩আপডেট : ১৯ এপ্রিল ২০১৯, ২০:৫৩

বিরাট কোহলি ও মহেন্দ্র সিং ধোনি উত্থান-পতন সব ক্রিকেটারের ক্যারিয়ারেই আছে। মহেন্দ্র সিং ধোনিও দেখেছেন। তবে ২০১৮ সালে সমালোচনার তীরে সম্ভবত বিদ্ধ হয়েছেন তিনি বেশি। এমনকি বিশ্বকাপ দলে তার থাকা নিয়েও প্রশ্ন তুলেছিলেন কেউ কেউ। বিশ্বকাপ জয়ী অধিনায়কের এমন অপ্রীতিকর পরিস্থিতির সামনে পড়াটা বিরাট কোহলির কাছে ‘দুঃখজনক’।

ইংল্যান্ডের বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দেবেন কোহলি। আর প্রত্যাশিতভাবে উইকেটের পেছনটা সামলাবেন ধোনি। তার মতো ‘বুদ্ধিমান’ খেলোয়াড়কে দলে পাওয়া কতটা স্বস্তির ব্যাপার, ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’কে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি।

২০১৮ সালটা খারাপ গেলেও চলতি বছরে চেনা রূপে ফিরেছেন ধোনি। ৯ ম্যাচে চার হাফসেঞ্চুরিতে করেছেন ৩২৭ রান। বিশ্বকাপের আগে জ্বলে ওঠা এই উইকেটরক্ষকের পক্ষে ব্যাট ধরলেন কোহলি, ‘দুঃখজনক ব্যাপার হলো, অনেকেই তার সমালোচনা করে। আপনি দেখুন সে দেশের জন্য কী না করেছে। কেউ তাকে (বিশ্বকাপের) জায়গা উপহার দেয়নি, সে এই জায়গার দাবিদার।’

ভারতীয় অধিনায়ক নিজেকে সৌভাগ্যবান মনে করেন ধোনিকে দলে পাওয়ায়। কোহলি বলেছেন, ‘সে এমন একজন মানুষ, যে ম্যাচের ভেতর-বাহির পড়তে পারে, ম্যাচের প্রথম বল থেকে শুরু করে ৩০০ বল পর্যন্ত বুঝতে পারে। এটা শুধু তার জন্য চমৎকার ব্যাপার নয়, আমি নিজেও সৌভাগ্যবান, তার মতো বুদ্ধিমান উইকেটরক্ষক আছে স্টাম্পের পেছনে। টিম ম্যানেজমেন্টের সঙ্গে দলের কৌশল ঠিক করতে আমি মাহি ভাই ও রোহিতের (শর্মা) পরামর্ম চাই।’

পরের কথায় বিষয়টির আরও স্পষ্ট ব্যাখ্যা দিলেন ভারতীয় ব্যাটসম্যান, ‘ফিল্ডার ঠিক করা ও বোলিং পাল্টানোর ক্ষেত্রে তার সঙ্গে আলোচনা করে থাকি। আমরা বলে থাকি, ‘আপনি মাঠের অ্যাঙ্গেল ও পিচের গতি সবচেয়ে ভালোভাবে দেখতে পারেন’, যে কারণে আমাদের দুজনের মধ্যে বিশ্বাস ও সম্মানের জায়গাটা খুব দৃঢ়।’ আইসিসি ওয়েবসাইট

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
ঝুঁকি নিয়ে পজিশন বদলে সব আলো কেড়ে নিলেন রাফায়েল
ঝুঁকি নিয়ে পজিশন বদলে সব আলো কেড়ে নিলেন রাফায়েল
স্টয়নিস ঝড়ে পাত্তা পেলো না মোস্তাফিজরা
স্টয়নিস ঝড়ে পাত্তা পেলো না মোস্তাফিজরা
রানা প্লাজা ধস: ১১ বছরেও শেষ হয়নি তিন মামলার বিচার
রানা প্লাজা ধস: ১১ বছরেও শেষ হয়নি তিন মামলার বিচার
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট