X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

সোমবার শুরু বিশ্বকাপ দলের ক্যাম্প

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ এপ্রিল ২০১৯, ১৮:১৬আপডেট : ২১ এপ্রিল ২০১৯, ১৮:১৬

মাহমুদউল্লাহদের প্রস্তুতি শুরু সোমবার থেকে (ফাইল ছবি) শুরু হচ্ছে বিশ্বকাপে ষষ্ঠবার খেলার প্রস্তুতি। এই সময়ের সেরা ১৫ ক্রিকেটারদের নিয়ে সোমবার থেকে শুরু হবে ক্যাম্প। অবশ্য সাকিব আল হাসান আইপিএল খেলতে ভারতে থাকায় তাকে ছাড়াই প্রস্তুতি আরম্ভ হবে।

সকাল ৯টায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে রিপোর্ট করতে হবে ক্রিকেটারদের। ইনডোরে প্রথম দিন চলবে শুধু ফিটনেস নিয়ে কাজ। এরপর ছুটি পাবেন সবাই। তবে চাইলে ব্যক্তিগত অনুশীলন চালিয়ে যেতে পারবেন খেলোয়াড়রা।

সাকিবকে দেশে ফিরতে এরই মধ্যে চিঠি পাঠিয়েছে বিসিবি। তিনি ছাড়াও প্রথম দিনের ক্যাম্পে সবাইকে পাওয়া যাবে না বললেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু, ‘ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগ শেষ হবে ২৩ এপ্রিল। সেই হিসেবে কোচের পরিকল্পনায় কিছু পরিবর্তন আসবে। ২৮ বা ২৯ এপ্রিল পুরো দলকে হয়তো একসঙ্গে পাওয়া যাবে। প্রিমিয়ার লিগ শেষ হওয়ার পর এক-দুই দিনের বিশ্রাম আছে। কাল (সোমবার) হয়তো সব খেলোয়াড়কে নাও পাওয়া যেতে পারে।’

ক্যাম্প পরিচালনা করতে এরই মধ্যে ঢাকায় ফিরেছেন জাতীয় দলের কোচিং স্টাফরা। এসেই কাজে নেমে গেছেন তারা। তামিম-মাহমুদউল্লাহদের ফিটনেস নিয়ে কাজ করছেন স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ মারিও ভিল্লাভারায়েন।

এক সপ্তাহের এই ক্যাম্পের মূল কাজ হবে ইনডোরে। গত কয়েক দিন ধরে ইনডোরে চারটি উইকেট তৈরিতে কঠোর পরিশ্রম করতে দেখা গেছে  গ্রাউন্ডসম্যানদের। গামিনি ডি সিলভা ছিলেন এর তত্ত্বাবধানে।

ইংলিশ কন্ডিশনের কথা বিবেচনা করে উইকেট প্রস্তুত করা হয়েছে। আগামী কয়েক দিন ওই উইকেটেই প্রস্তুতি নেবে বাংলাদেশ। ক্যাম্পের সময়ে ইনডোরের উইকেট ছাড়াও বোলিং মেশিনে ব্যাটিং করবেন মুশফিক-তামিমরা।

ইনডোরের তত্ত্বাবধায়ক মোর্শেদ চৌধুরী জানিয়েছেন, ‘ড্রেসিংরুমে, বোলিং মেশিনসহ সবকিছু প্রস্তুত রাখা হচ্ছে। জাতীয় দলের ক্যাম্পের কারণে আগামীকালের শবে বরাতের ছুটি বাতিল করা হয়েছে ইনডোরের কর্মকর্তা-কর্মচারীদের।’

বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া অধিকাংশ ক্রিকেটারই এখন প্রিমিয়ার লিগে খেলছেন। তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ এবার লিগে খেলছেন না। এছাড়া ইনজুরি থেকে ফেরার লড়াইয়ে আছেন রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস আর নেই
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস আর নেই
পথের পাশের বাহারি শরবতে স্বাস্থ্যঝুঁকি কতটা?
পথের পাশের বাহারি শরবতে স্বাস্থ্যঝুঁকি কতটা?
মন্ত্রণালয়ে সভা করে ধানের দাম নির্ধারণ করা হবে: কৃষিমন্ত্রী
মন্ত্রণালয়ে সভা করে ধানের দাম নির্ধারণ করা হবে: কৃষিমন্ত্রী
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ