X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

বঙ্গমাতা গোল্ডকাপের ট্রফি উন্মোচন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ এপ্রিল ২০১৯, ২০:২০আপডেট : ২১ এপ্রিল ২০১৯, ২০:২৬

ট্রফি উন্মোচনের পর বাফুফের সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদী, জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমীন চৌধুরী, সহসভাপতি কাজী নাবিল আহমেদ ও কে-স্পোর্টস সিইও ফাহাদ করিম (বাঁ থেকে ডানে) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় সোমবার থেকে শুরু হচ্ছে বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক গোল্ড কাপ। প্রথম ম্যাচে সন্ধ্যা ৬টায় স্বাগতিক বাংলাদেশ মুখোমুখি হবে সংযুক্ত আরব আমিরাতের। তার আগে রবিবার এই টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হলো জমকালো আয়োজনে।

রবিবার দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালের বল রুমে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ ট্রফি উন্মোচন করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

‘বি’ গ্রুপে বাংলাদেশের অন্য প্রতিদ্বন্দ্বী কিরগিজস্তান। ছয় দলের এই টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে লড়াই করবে মঙ্গোলিয়া, তাজিকিস্তান ও লাওস।

বাংলাদেশের গ্রুপের দ্বিতীয় ও শেষ ম্যাচ ২৬ এপ্রিল কিরগিজদের বিপক্ষে। ২৯ ও ৩০ এপ্রিল হবে সেমিফাইনাল। ফাইনাল হবে ৩ মে।

টুর্নামেন্টের ট্রফি উন্মোচন শেষে বক্তব্য রাখেন ড. শিরীন শারমিন চৌধুরী। এ প্রতিযোগিতার সাফল্য কামনা করে স্পিকার বলেন, ‘এ প্রতিযোগিতায়ও নৈপুণ্যের স্বাক্ষর রেখে বিশ্ব ফুটবলে মেয়েরা বাংলাদেশকে পরিচিত করে তুলবে। এতে বাংলাদেশ দলের সফলতা অন্য মেয়েদের জন্য প্রেরণা হয়ে থাকবে।’

ট্রফি উন্মোচনের পর বাফুফে কর্মকর্তাদের সঙ্গে ছয় দলের অধিনায়ক বঙ্গমাতার নামে এ প্রতিযোগিতার আয়োজন প্রসঙ্গে তিনি বলেন, ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব একজন মহিয়সী নারী ছিলেন। তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ত্রী। বঙ্গবন্ধুর দীর্ঘ সংগ্রামী জীবনে তিনি ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। বাঙালির অধিকার প্রতিষ্ঠা ও স্বাধীনতা অর্জনে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাই বঙ্গমাতার নামে মেয়েদের আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট আয়োজন বিশেষভাবে অভিনন্দনযোগ্য।’

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাফুফের মেয়েদের ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ, ফেডারেশনের সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদী, সহসভাপতি কাজী নাবিল আহমেদ, কে-স্পোর্টস সিইও ফাহাদ করিমসহ ছয় দেশের অধিনায়করা।

গত দুই বছরের পারফরম্যান্সের ভিত্তিতে নিজেদের ফেভারিট মানছেন বাংলাদেশের কোচ গোলাম রব্বানী ছোটন, ‘সব দলের জন্য আমাদের সমীহ আছে। কিন্তু গত দুই বছরে আমাদের পারফরম্যান্স বিশ্লেষণ করলে আমি মনে করি শিরোপার জন্য আমরা ফেভারিট। ঘরের মাঠে খেলা চ্যালেঞ্জ, চাপ নয়। আমাদের অভিজ্ঞতা ও দক্ষতা দিয়ে ট্রফি জিততে শতভাগ চেষ্টা করবো।’

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী