X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

মোস্তাফিজকে নিয়ে ঝুঁকি নিতে রাজি নন ওয়ালশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ এপ্রিল ২০১৯, ১৬:৫১আপডেট : ২২ এপ্রিল ২০১৯, ১৬:৫৬

অনুশীলনে কোর্টনি ওয়ালশ ও মোস্তাফিজ। বিশ্বকাপের আগে চোট পেয়ে আপাতত বিশ্রামে রয়েছেন তারকা পেসার মোস্তাফিজুর রহমান। দলের পেসারদের মাঝে সবচেয়ে বেশি চোটপ্রবণতা লক্ষ্য করা গেছে তার মাঝে। সামনে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ থাকায় তার ওপর বেশি চাপ দিতে নারাজ বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। গোড়ালির চোট সারাতে তাকে পর্যাপ্ত সময় দেওয়ার পক্ষে তিনি।

আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু হবে ৫ মে। সেই সিরিজের ক্যাম্প শুরু হয়েছে সোমবার। অনুশীলনে শিষ্যদের নিয়ে সেশনে সময় কাটিয়েছেন বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। সেখানেই তিনি জানালেন মোস্তাফিজের ইনজুরি নিয়ে বেশি উদ্বিগ্ন তিনি। তাকে নিয়ে খুব বেশি ঝুঁকি নেওয়ার পক্ষেও নন বাংলাদেশের বোলিং কোচ, ‘বিশ্বকাপে মোস্তাফিজকেই বড় ভূমিকা পালন করতে হবে। সে ফিট থাকলেই কেবল তা সম্ভব। তবে আমার মনে হয় না আমাদের এক জনের ওপর খুব বেশি নির্ভর করা উচিত। সাকিব, মাশরাফি ও রুবেল ধারাবাহিকতা ধরে রেখেছে। ফিজও চোটের পর খুব ধারালো নেই।’

তাকে নিয়ে কোচ ওয়ালশের উদ্বিগ্ন হওয়ার পেছনে কারণটা খুব স্পষ্ট। ২০১৫ বিশ্বকাপের পর সাফল্যের শিখরে উঠা বাংলাদেশের পেছনে ভূমিকা ছিলো মোস্তাফিজের। বেশ কিছু জ্বল জ্বলে পারফরম্যান্স উপহার দিলেও এই সময়ে চোট নিয়ে ছিটকে গেছেন বেশ কয়েকবার। আর এই তারকাকেই আসন্ন বিশ্বকাপে সবচেয়ে বেশি প্রয়োজন বাংলাদেশি বোলিং লাইন আপের। তাই পুরোপুরি ফিট মোস্তাফিজকে চাই কোর্টনি ওয়ালশের, ‘পুরোপুরি ফিট মোস্তাফিজই পারে ম্যাচ জেতাতে। তাই তাকে যতটুকু ফিট হিসেবে পাওয়া যায় সেই সুযোগটা দিতে হবে। আমাদের সে সময়টা আছে।’ আর সময় আছে বলেই বিশ্বকাপের আগে মোস্তাফিজকে নিয়ে খুব বেশি তাড়াহুড়োতে যেতে নারাজ তিনি, ‘আমার উদ্বিগ্ন হওয়ার জায়গাটা হলো তাকে নিয়ে খুব বেশি তাড়াহুড়োটা না করা। তাকে যেন আয়ারল্যান্ডে খুব বেশি ব্যবহার করে না ফেলি।’

মোস্তাফিজ ছাড়া চোটের তালিকায় রয়েছেন রুবেল হোসেন ও সাইফউদ্দিনও। রুবেলের রয়েছে সাইড স্ট্রেইন আর সাইফের কনুইতে সমস্যা। আবু জায়েদ রাহীও কিছু চোট সমস্যার কথা বলেছেন। সেই চোট সমস্যা যে বোলিং কোচের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে তা বোঝা গেলো তার কথাতে, ‘৫ জনের মাঝে তিনজনই চোট আক্রান্ত। মোস্তাফিজ, রুবেল ও সাইফউদ্দিন সবার চোট সমস্যা রয়েছে। তাদের সবাইকে মানসিকভাবে সঠিক হালে রেখে বোলিংয়ে প্রয়োজন হবে। একই সঙ্গে আয়ারল্যান্ডে বোলিংয়ে ধারালো ভাবেও তাদের প্রয়োজন। যাতে করে বিশ্বকাপের জন্য সঠিকভাবে তৈরি হওয়া যায়।’

অবশ্য এই চোট জর্জর অবস্থায় তাসকিনের নামটা বিকল্প ভেবে রেখেছেন বোলিং কোচ। যাকে নেওয়া হয়নি ১৫ সদস্যের মূল দলে, ‘আমাদের বিকল্প হিসেবে তাসকিন আহমেদ, খালেদ আহমেদ ও শফিউল আছে। তাদের কথা আপনি বলতেই পারেন যখন খুব প্রয়োজন পড়ে যাবে।’

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার জ্বালানি স্থাপনায় আগুন
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার জ্বালানি স্থাপনায় আগুন
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
আজও উদঘাটন হয়নি ৩০ জনকে জীবিত উদ্ধার করা বাবু হত্যার রহস্য
হৃদয় বিদারক সেই ঘটনার ১১ বছরআজও উদঘাটন হয়নি ৩০ জনকে জীবিত উদ্ধার করা বাবু হত্যার রহস্য
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা