X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

ভারতের ভিসা পাননি আবাহনীর সানডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ এপ্রিল ২০১৯, ১৯:৫৬আপডেট : ২৬ এপ্রিল ২০১৯, ১৬:০২

সানডে চিজোবা আগামী মঙ্গলবার ভারতের চেন্নাইয়ান এফসির বিপক্ষে এএফসি কাপের তৃতীয় ম্যাচ খেলবে আবাহনী লিমিটেড। এজন্য শনিবার ভারতের বিমান ধরবে তারা। কিন্তু এই যাত্রায় তাদের সঙ্গী হতে পারছেন না ফর্মে থাকা নাইজেরিয়ান স্ট্রাইকার সানডে চিজোবা। ভিসা জটিলতায় আহমেদাবাদের দ্য অ্যারেনায় এই ম্যাচ খেলা হচ্ছে না তার।

দলের প্রত্যেকের ভিসা হয়ে গেছে, শুধু সানডের ছাড়া। কেবল ভিসা জটিলতার কারণে তাকে না পাওয়া মানতে পারছেন না টিম ম্যানেজার সত্যজিত দাশ রুপু। তিনি বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘সানডের ভিসা নাকি তার দেশ নাইজেরিয়া থেকে নিতে হবে। সেটা দূতাবাস আমাদের এক সপ্তাহ আগেই বলেছিল। তার পাসপোর্টও রাখেনি। এরপর বিষয়টি এএফসি ও ভারতীয় ফুটবল ফেডারেশনকে জানিয়েছি। তাদের ফুটবল ফেডারেশন বিষয়টি দেখছে বলে আমাদের জানিয়েছিলো। কিন্তু আজ (বুধবার) আমাদের জানালো সানডের ভিসা করানো সম্ভব নয়।’

গত বছর ভারতে এএফসি কাপে ছিলেন সানডে। ওইবার এমন অভিজ্ঞতা হয়নি জানালেন সত্যজিৎ, ‘গত বছর আমরা ভারতে এএফসি কাপ খেলেছি সানডেকে নিয়েই। ঢাকা থেকেই ভিসা করানো হয়েছিল। এবার কেন এমন হলো বুঝতে পারছি না।’

সানডেকে না পাওয়া দলের জন্য বড় ধাক্কা স্বীকার করলেন টিম ম্যানেজার, ‘আমাদের লিগ চলছিলো। ওই মুহূর্তে তো সানডের দেশে ফিরে গিয়ে ভিসা করানো কঠিন ছিল। এখন আমরা এএফসি কাপে তিন বিদেশি নিয়ে খেলবো, আর প্রতিপক্ষ চার বিদেশি নিয়ে খেলবে। এতে আমরা আগেই পিছিয়ে গেলাম।’

এএফসি কাপে আবাহনী দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে ভারতের চেন্নাইয়ান এফসির সঙ্গে যুগ্মভাবে শীর্ষে আছে। মারিও লেমসের দল প্রথম ম্যাচে নেপালের মানাং মার্সিয়াংদিকে ১-০ গোলে হারালে দ্বিতীয় ম্যাচে ভারতের মিনার্ভা পাঞ্জাবের সঙ্গে ২-২ গোলে ড্র করে। আর শেষ ম্যাচেই গোল করেন সানডে। ঘরোয়া ফুটবলেও দারুণ ফর্মে তিনি, ৮ গোল করে নাবীব নেওয়াজ জীবনের সঙ্গে যৌথভাবে শীর্ষ গোলদাতা এই নাইজেরিয়ান স্ট্রাইকার।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
দুই বলের ম্যাচে জিতলো বৃষ্টি!
পাকিস্তান-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টিদুই বলের ম্যাচে জিতলো বৃষ্টি!
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন