X
বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

‘অস্ট্রেলিয়া ঠিক সময়ে জ্বলে উঠেছে’

স্পোর্টস ডেস্ক
২৪ এপ্রিল ২০১৯, ২২:০৪আপডেট : ২৪ এপ্রিল ২০১৯, ২২:০৪

বিশ্বকাপের আগে দলের পারফরম্যান্স নিয়ে বলেছেন মার্কাস স্টোইনিস (মাঝে) ওয়ানডের বিশ্ব চ্যাম্পিয়ন হলেও অস্ট্রেলিয়ার পারফরম্যান্সে পাওয়া যাচ্ছিল না তা। তবে বিশ্বকাপের আগমুহূর্তে ছন্দে ফিরেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। দলটির অলরাউন্ডার মার্কাস স্টোইনিস মনে করেন, সঠিক সময়ে জ্বলে উঠেছে অস্ট্রেলিয়া।

২০১৮ সালটা খুব খারাপ গেছে অস্ট্রেলিয়ার। তবে নতুন বছর আসতেই স্বরূপে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। ভারতকে তাদেরই মাটিতে ৩-২ ব্যবধানে হারিয়েছে ওয়ানডে সিরিজে। ভারতে প্রথম দুই ম্যাচ হারের পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে টানা তিন ম্যাচ জেতার আত্মবিশ্বাস কাজে লাগিয়েছে তারা সংযুক্ত আরব আমিরাতের সিরিজে। সেখানে পাঁচ ম্যাচের সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে অস্ট্রেলিয়া। এর মানে হলো, টানা আট ম্যাচ জেতার আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপে নামতে যাচ্ছে তারা।

ধুঁকতে থাকা অস্ট্রেলিয়া বিশ্বকাপের আগমুহূর্তে ফিরেছে পথে। ইংল্যান্ডের প্রতিযোগিতার আগে তাই আত্মবিশ্বাসে ভরপুর অস্ট্রেলিয়া ক্যাম্প। হলুদ জার্সিতে বিশ্বকাপে সুযোগ পাওয়া অলরাউন্ডার স্টোইনিস মুখিয়ে আছেন বিশ্ব মঞ্চে নামার জন্য। তার আগে দলের ঘুরে দাঁড়ানোর কথা তুলে ধরেছেন আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলা স্টোইনিস।

বুধবার ভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘(অস্ট্রেলিয়া দলের) প্রত্যেকে এখন দারুণ আত্মবিশ্বাসী। দেশের বাইরে টানা আট ম্যাচ জয় আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। গত বছর আমরা অনেক ম্যাচ হেরেছি, তাই আমাদের এটা দরকার ছিল। সঠিক সময় জ্বলে উঠেছে দল।’

বিশ্বকাপ দিয়েই আবার অস্ট্রেলিয়া দলে ফিরেছেন স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার। দক্ষিণ আফ্রিকা সফরে ‍বল টেম্পারিং কেলেঙ্কারিতে এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে বিশ্বকাপ দিয়ে আবার অস্ট্রেলিয়ার জার্সিতে নামার অপেক্ষায় তারা।

অভিজ্ঞ দুই ক্রিকেটারের দলে ফেরার গুরুত্ব স্টোইনিস তুলে ধরেছেন এভাবে, ‘এটা (তাদের ফেরাটা) অনেক বড় উদ্দীপক হিসেবে কাজ করবে। গত কয়েক মাস ধরে লোকজন আমাদের নিয়ে আলোচনা শুরু করেছে, আর আমরা ধারাবাহিকভাবে জিতে চলেছি। এই বিষয়গুলো বিশ্বকাপেও জয়ের ধারা সচল রাখতে সাহায্য করবে।’ আইসিসি ওয়েবসাইট

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সুনামগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
সুনামগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ
ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ
অপরাধে জড়িয়ে পড়া শিশু-কিশোরদের সংশোধনের উপায় কী
অপরাধে জড়িয়ে পড়া শিশু-কিশোরদের সংশোধনের উপায় কী
লেবাননে এক হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের
লেবাননে এক হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের
সর্বাধিক পঠিত
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে