X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ডি ভিলিয়ার্স ঝড়ে বেঙ্গালুরুর জয়

স্পোর্টস ডেস্ক
২৫ এপ্রিল ২০১৯, ০০:৪০আপডেট : ২৫ এপ্রিল ২০১৯, ০০:৪০

ডি ভিলিয়ার্স ৪৪ বলে অপরাজিত থাকেন ৮২ রানে ছক্কা হাঁকালেন ৭টি, সঙ্গে ৩ বাউন্ডারির মার- গর্জে ওঠা এবি ডি ভিলিয়ার্সের ব্যাট থেকে এলো হার না মানা ৮২ রানের ঝড়ো ইনিংস। তাতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গড়লো রানের পাহাড়। যে পাহাড় ঢিঙাতে পারেনি কিংস ইলেভেন পাঞ্জাব। বুধবার আইপিএলের একমাত্র ম্যাচটি বেঙ্গালুরু জিতে নিয়েছে ১৭ রানে।

ঘরের মাঠে ডি ভিলিয়ার্সের দুর্দান্ত হাফসেঞ্চুরির সঙ্গে পার্থিব প্যাটেল ও মার্কাস স্টোইনিসের ঝড়ো দুটি ইনিংসে ভর দিয়ে বেঙ্গালুরু নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে করে ২০২ রান। কঠিন এই লক্ষ্যে খেলতে নেমে দারুণ শুরুর পরও পাঞ্জাব ৭ উইকেটে করতে পারে ১৮৫ রান। এই জয়ে ১১ খেলায় ৮ পয়েন্ট নিয়ে সাতে বেঙ্গালুরু। আর সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পাঞ্জাব পঞ্চম স্থানে।

টস হেরে ব্যাটিংয়ে নামা বেঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি (১৩) বেশিদূর যেতে পারেননি। তবে আরেক ওপেনার পার্থিব প্যাটেলের সঙ্গে রানের চাকা সচল রাখেন ডি ভিলিয়ার্স। পার্থিব ২৪ বলে ৭ চার ও ২ ছক্কায় করেন ৪৩ রান। আর ডি ভিলিয়ার্স মাত্র ৪৪ বলে অপরাজিত থাকেন ৮২ রানে।

বেঙ্গালুরুর রান ২০০ পার হওয়ার পেছনে অবদান আছে স্টোইনিসের। অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান শেষ দিকে তাণ্ডব চালিয়ে ৩৪ বলে ২ চার ও ৩ ছক্কায় করেন অপরাজিত ৪৬ রান।

পাঞ্জাবের চার বোলার- মোহাম্মদ সামি, রবিচন্দ্রন অশ্বিন, মুরুগান অশ্বিন ও হার্ডাস ভিজন প্রত্যেকে পেয়েছেন একটি করে উইকেট।

২০৩ রানের কঠিন লক্ষ্যে খেলতে নেমে ক্রিস গেইলের ব্যাটে দারুণ শুরু পায় পাঞ্জাব। ক্যারিবিয়ান ব্যাটসম্যান ১০ বলে ৪ বাউন্ডারি ও ১ ছক্কায় করে যান ২৩ রান। সেই ধারাবাহিকতা ধরে রেখে ব্যাট করে যান লোকেশ রাহুল ও মায়ঙ্ক আগারওয়াল। তবে ২১ বলে ৩৫ রান করে আগারওয়াল আউট হয়ে যাওয়ার পর লোকেশ ফিরে গেলে বিপদে পড়ে পাঞ্জাব। লোকেশ ২৭ বলে করেন ৪২ রান।

পরে ডেভিড মিলার (২৪) ও নিকোলাস পুরান (৪৬) চেষ্টা করলেও পারেননি। শেষ দিকের ব্যটসম্যানরা ব্যর্থ হলে ১৮৫ রানে ২০ ওভার শেষ করে পাঞ্জাব।

বেঙ্গালুরুর জয়ে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন উমেশ যাদব। এই পেসার ৩৬ রান দিয়ে পেয়েছেন ৩ উইকেট। আর নভদীপ সাইনি ৩৩ রান দিয়ে পেয়েছেন ২ উইকেট। ক্রিকবাজ

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চুয়াডাঙ্গায় ৪২ পেরোলো তাপমাত্রা, জনজীবনে হাঁসফাঁস
চুয়াডাঙ্গায় ৪২ পেরোলো তাপমাত্রা, জনজীবনে হাঁসফাঁস
ব্রাদার্সের জালে মোহামেডানের ৮ গোল, দিয়াবাতের ৫
ব্রাদার্সের জালে মোহামেডানের ৮ গোল, দিয়াবাতের ৫
ইউক্রেনের খারকিভে হামলার প্রস্তুতি নিচ্ছে রুশ সেনারা
ইউক্রেনের খারকিভে হামলার প্রস্তুতি নিচ্ছে রুশ সেনারা
প্রবাসীদের ফেসবুক আইডি হ্যাক করে কোটিপতি, দুই ভাই গ্রেফতার
প্রবাসীদের ফেসবুক আইডি হ্যাক করে কোটিপতি, দুই ভাই গ্রেফতার
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া