X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

রাসেলকে নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ দল

স্পোর্টস ডেস্ক
২৫ এপ্রিল ২০১৯, ১০:৩০আপডেট : ২৫ এপ্রিল ২০১৯, ১০:৩৬

আন্দ্রে রাসেল ২০১৫ সালের পর মাত্র একটি ওয়ানডে খেলা অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে নিয়ে বিশ্বকাপ দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। ১৫ জনের এই দলে জায়গা হয়নি কিয়েরন পোলার্ড ও মারলন স্যামুয়েলসের।

দুই বছর আগে শেষ ওয়ানডে খেলা ফাস্ট বোলার শ্যানন গ্যাব্রিয়েল ফিরেছেন। চোটে সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের বাইরে থাকা এভিন লুইস ও কেমার রোচকে নেওয়া হয়েছে।

২০১৬ সালের পর থেকে ওয়ানডে না খেলা সুনীল নারিন বাদ পড়েছেন। লিগামেন্টের চোটে আঙুলের অস্ত্রোপচার করিয়েছেন এই স্পিনার। পঞ্চম বিশ্বকাপ খেলার সুযোগ পাচ্ছেন ক্রিস গেইল। এছাড়া স্পিনিং অলরাউন্ডার ফ্যাবিয়ান অ্যালেন জায়গা করে নিয়েছেন দেবেন্দ্র বিশুকে টপকে। পেশির চোটে নেই আলজারি জোসেফ। আইপিএলে ডান কাঁধেও চোট পেয়েছেন তিনি।

এই দলে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে রাসেলের ফেরা। অ্যান্টি ডোপিং নিষেধাজ্ঞা শেষে গত বছর আগস্টে বাংলাদেশের বিপক্ষে লডারহিলে একটি ওয়ানডে খেলেন রাসেল। এরপর পড়েন হাঁটুর চোটে। তবে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে দুর্দান্ত ফর্মে থাকায় নির্বাচকদের নজর কেড়েছেন রাসেল।

বিশ্বকাপের আগে ৫ থেকে ১৩ মে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের বিপক্ষে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। এই সিরিজের দলে থাকা সুনীল আম্ব্রিস, জন ক্যাম্পবেল, জোনাথন কার্টার, রোস্টন চেজ, শেন ডাউরিচ ও রেমন রেইফারের জায়গা হয়নি বিশ্বকাপের দলে। এই ছয়জনের সামনে সুযোগ আছে ইংল্যান্ডের টিকিট পাওয়ার, কারণ চূড়ান্ত দল ঘোষণায় আইসিসির বেধে দেওয়া সময় ২৩ মে পর্যন্ত। এর মধ্যে দলে পরিবর্তন আনলে আনতেও পারে ক্যারিবিয়ানরা।

ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ দল: জেসন হোল্ডার (অধিনায়ক), ফ্যাবিয়ান অ্যালেন, ড্যারেন ব্রাভো, কার্লোস ব্র্যাথওয়েট, শেল্ডন কোট্রেল, শ্যানন গ্যাব্রিয়েল, ক্রিস গেইল, শিমরন হেটমায়ার, শাই হোপ (উইকেটরক্ষক), এভিন লুইস, অ্যাশলে নার্স, নিকোলাস পুরান, কেমার রোচ, আন্দ্রে রাসেল ও ওশানে থোমাস।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
লখনউর কাছে হারলো চেন্নাই
লখনউর কাছে হারলো চেন্নাই
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া