X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপ জার্সিতে সেই লাল-সবুজের ছোঁয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ এপ্রিল ২০১৯, ১৯:৪৯আপডেট : ৩০ এপ্রিল ২০১৯, ১৯:৫২

পরিবর্তনের পর বিশ্বকাপে বাংলাদেশের ‘হোম’ জার্সি অনেক আলোচনা-সমালোচনার পর অবশেষে বিশ্বকাপের সবুজ জার্সিতে পরিবর্তন আনতে যাচ্ছে বিসিবি। সোমবার মধ্যরাতে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জার্সি পরিবর্তন কথা জানিয়েছিলেন। তবে অপেক্ষায় ছিলেন আইসিসির অনুমোদনের। এরই মধ্যে আইসিসি বাংলাদেশকে বিশ্বকাপ জার্সি পরিবর্তনের অনুমোদন দিয়েছে।

মঙ্গলবার বিসিবি সভাপতি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘আমরা দুটি জার্সি পাঠিয়েছিলাম আইসিসির কাছে। প্রথম জার্সিটি আইসিসি শুরুতে অনুমোদন দেয়নি। অন্য জার্সিটি ডিজাইনে পরিবর্তন এনে পাঠানো হয়েছে। আর এটির ডিজাইনে পরিবর্তনের অনুমতি দিয়েছে আইসিসি।’

বিসিবি সভাপতি আরও জানিয়েছেন, ‘আইসিসির অনুমোদন পাওয়ার পর আমরা পুরোনো ডিজাইনেই যেতে পারতাম। সেই জার্সিতে বাংলাদেশ ও জার্সি নম্বর লাল রংয়ে লেখা। তবে আমরা কোনও জটিলতায় যেতে চাই না। আকরামকে (আকরাম খান) বলেছিলাম নতুন ডিজাইন চাই। আজ আমাকে নতুন ডিজাইন দেখানো হয়েছে। নতুন জার্সিতে বুকের ওপর লাল, তার ওপরে সাদা রংয়ে বাংলাদেশ লেখা থাকবে। জার্সির হাতায় লাল আর ট্রাউজারের সাইডে লাল স্ট্রাইপ থাকবে।’  

অনেক সমালোচনার পর নিজ উদ্যোগেই বোর্ড সভাপতি জার্সি পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন, ‘আইসিসির কাছে আমরা দুটো জার্সি পাঠিয়েছিলাম।  সবুজ জার্সিতে লাল রংয়ে দেশের নাম, খেলোয়াড়ের নাম ও নম্বর লেখা ছিল। কিন্তু আইসিসি সেটা অনুমোদন দেয়নি। তারা আমাদের জানায়, সাদা রংয়ে লিখতে হবে। কাল আমাকে প্রশ্ন করা হয়েছিল জার্সি নিয়ে। তখন আমার সন্দেহ হয়েছিল, এই প্রশ্নটি কেন করা হলো। নিশ্চয়ই জার্সি নিয়ে কোনও সমস্যা আছে। আমি তখন সবার সঙ্গে আলোচনা করে জার্সি পরিবর্তনের সিদ্ধান্ত নিলাম, আর যত দ্রুত সম্ভব আমরা আইসিসির সঙ্গে যোগাযোগ করলাম।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা