X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

শিশুদের খেলার জায়গা ‘ব্যাম্বু প্লে-স্কোপ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মে ২০১৯, ১৬:৩১আপডেট : ০৪ মে ২০১৯, ১৮:১৩

শিশুদের খেলার জায়গা ‘ব্যাম্বু প্লে-স্কোপ’

প্রায় এক মাসের নিরলস পরিশ্রমের পর শুক্রবার ‘ব্যাম্বু প্লে-স্কোপ’ নামের খেলার জায়গা উন্মুক্ত হয়েছে সুবিধাবঞ্চিত পথশিশুদের জন্য। ফণীর প্রভাবে সৃষ্ট নিম্নচাপ ও বৃষ্টি উপেক্ষা করে শিশুদের প্রতি ভালোবাসা জানাতে ৩ শতাধিক মানুষের সমাগম ঘটে বুড়িগঙ্গা নদীর কোল ঘেঁষে অবস্থিত কেরানীগঞ্জ উপজেলার ওয়াশপুর গার্ডেন সিটিতে।

সুবিধাবঞ্চিত ও ভাগ্যাহত পথশিশুদের উদ্ধার পরবর্তী দীর্ঘমেয়াদি পুনর্বাসনের লক্ষ্যে লোকাল এডুকেশন অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (লিডো) প্রতিষ্ঠিত পিস হোমের পাশেই একটা খোলামেলা জায়গায় গড়ে তোলা হয়েছে বাঁশের তৈরি একটি খেলার জায়গা।

প্রযুক্তির ছোঁয়ায় ধাবমান এই সময়ে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ ক্রমশই কৃত্রিমতায় হারিয়ে যাচ্ছে। প্রকৃতির এক গুরুত্বপূর্ণ অংশ এই মানুষ হলেও ক্রমশই প্রকৃতির ছোঁয়া থেকে দূরে থেকে যাচ্ছে মানবগোষ্ঠী। আধুনিক নগরায়ণ ও ডিজিটাল শিল্প বিপ্লবের এই সময়ে শিশুদের খেলা ও বিনোদনের মূল অনুষঙ্গ এখন ভিডিও গেমস। বেশিরভাগ ক্ষেত্রেই ঢাকা শহরে ফুটবল কিংবা ক্রিকেট এখন আর মাঠে খেলার বিষয় নয়, শিশুদের জন্য তা ভিডিও গেমসেই সীমাবদ্ধ। যাতে মানবশিশুর স্বাভাবিক বিকাশও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

শিশুদেরই বা কী দোষ! স্বাস্থ্যকর ও প্রকৃতিবান্ধব খেলার জায়গার বড়ই অভাব নগর সভ্যতায়। এমনই একটা সংকট সামনে রেখে বছর দুয়েক আগে একটা প্রকল্প হাতে নেয় গবেষণাধর্মী স্থাপত্য শিল্পের প্রতিষ্ঠান ‘পারা’। লিডো প্রতিষ্ঠিত পিস হোমের পাশেই একটা খোলামেলা জায়গায় গড়ে তোলা হয় বাঁশের তৈরি একটি খেলার জায়গা। দুই বছর আগের সেই প্রকল্প ইতিমধ্যে দেশ-বিদেশে বেশকিছু অ্যাওয়ার্ড প্রাপ্তির সঙ্গে প্রশংসিত হয়েছে। অস্থায়ী তবে নান্দনিক এই প্রকল্পে সঙ্গে ছিল বুয়েট, ব্র্যাক ও শাবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্থাপত্যবিদ্যার শিক্ষার্থী এবং পারা’র স্থপতিবৃন্দ।

তাদের সম্মিলিত প্রচেষ্টায় শুক্রবার চালু হয়েছে ‘ব্যাম্বু প্লে-স্কোপ’। পথশিশুদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে স্বেচ্ছাসেবী সামাজিক উন্নয়নধর্মী প্রতিষ্ঠান লিডো প্রতিষ্ঠিত পিস হোম সংলগ্ন একটি জমিতে এই খেলার জায়গাটি তৈরি করা হয়েছে। 

শিশুদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান

পিস হোমের শিশু ছাড়াও এলাকার অন্যান্য শিশুর জন্য এই জায়গা উন্মুক্ত থাকবে। পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের পিকনিক ও বনভোজনের জন্যও কিছু অনুদানের বিনিময়ে ‘ব্যাম্বু প্লে-স্কোপ’ ব্যবহার করা যাবে। ওয়াশপুর গার্ডেন সিটির ৬ নম্বর রোডের এই খেলার জায়গায় রয়েছে স্পাইডার নেট, কৃত্রিম ক্লাইম্বিং বেল, দোলনা ইত্যাদি।

শুক্রবার এখানে নান্দনিক অনুষ্ঠানমালায় ছিল পূর্ণ। খ্যাতিমান নাট্যকার ও অভিনয়শিল্পী আজাদ আবুল কালাম প্রতিষ্ঠিত নাট্যদল প্রাচ্যনাট ও জলপুতুল পাপেটের সহযোগে পিস হোমের শিশুদের বানানো নাটক মঞ্চায়িত হয়েছে ‘ব্যাম্বু প্লে-স্কোপ’ জুড়ে। ছিল ফ্যাশন শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

/আরআই/কেআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা