X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

দেখা দিলেন স্টিভেন স্মিথ

স্পোর্টস ডেস্ক
০৮ মে ২০১৯, ২১:৪৯আপডেট : ০৮ মে ২০১৯, ২১:৪৯

স্টিভেন স্মিথ দিনকয়েক আগে এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে অস্ট্রেলিয়ার জার্সি গায়ে জড়িয়েছেন স্টিভেন স্মিথ। ভালো শুরু করেও ইনিংস লম্বা করতে পারেননি সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক। তবে এক ম্যাচ পরই ফিরলেন তিনি চেনা রূপে। বুধবার নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে হার না মানা ৮৯ রানের ইনিংস খেলেছেন তিনি অস্ট্রেলিয়া একাদশের হয়ে।

বিশ্বকাপের আগে প্রস্তুতি সেরে নিচ্ছে অস্ট্রেলিয়া। ব্রিসবেনে তারা খেলছে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে। এই প্রতিপক্ষের বিপক্ষেই গত সোমবার নিষেধাজ্ঞা কাটিয়ে জাতীয় দলের জার্সিতে ফিরেছেন তিনি। গত বছরের মার্চে দক্ষিণ আফ্রিকা সফরে বল টেম্পারিং কেলেঙ্কারিতে এক বছর নিষিদ্ধ হয়েছিলেন স্মিথ। আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন তিনি ইংল্যান্ডের বিশ্বকাপ দিয়ে। তার আগে প্রস্তুতি ম্যাচ নিয়ে ঝালিয়ে নিচ্ছেন নিজেকে।

নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে আগের ম্যাচে ২২ রানে ফিরেছিলেন স্মিথ। তবে বুধবারের ম্যাচে খেলেছেন হার না মানা ৮৯ রানের ইনিংস। ৭৭ বলে ৪ বাউন্ডারি ও ৪ ছক্কায় সাজানো চমৎকার ইনিংস খেলেও অবশ্য দলকে জেতাতে পারেননি। নিউজিল্যান্ড একাদশ ব্রিসবেনের ৫০ ওভারের ম্যাচ জিতে নিয়েছে ৭ উইকেটে।

টস হেরে ব্যাটিংয়ে নামা অস্ট্রেলিয়ার ওপেনিংয়ে ফেরেন স্মিথের মতো এক বছরের নিষেধাজ্ঞায় থাকা ডেভিড ওয়ার্নার। যদিও নিজের পজিশনে ফিরে সুবিধা করতে পারেননি তিনি, ৬ বল খেললেও রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফেরেন আইপিএলে মাতিয়ে আসা এই ওপেনার। আরেক ওপেনার অ্যারন ফিঞ্চ ৩৬ বলে করেন ১৬ রান।

এরপর উসমান খাজার (৫৬) হাফসেঞ্চুরির সঙ্গে ফিফটির দেখা পান গ্লেন ম্যাক্সওয়েল (৫২)। আর স্মিথের হার না মানা ইনিংসে ভর দিয়ে নির্ধারিত ৫০ ওভারে অস্ট্রেলিয়া ৬ উইকেটে করে ২৭৭ রান।

এই লক্ষ্যটা সহজেই টপকে গেছে সফরকারীরা উইল ইয়ংয়ের সেঞ্চুরিতে। ওয়ান ডাউনে নেমে ডানহাতি এই ব্যাটসম্যান করেন ১৩০ রান। ১৩২ বলের ইনিংসটি তিনি সাজান ১১ চার ও ২ ছক্কায়। আর টম ল্যাথাম অপরাজিত ৬৯ রানের ইনিংস খেললে মাত্র ৩ উইকেট হারিয়ে ১৬ বল আগেই নিউজিল্যান্ড নিশ্চিত করেন জয়। ওপেনার জর্জ ওয়ার্কার করেন ৫৬ রান।

হারলেও বল হাতে প্রস্তুতিটা মন্দ হয়নি মিচেল স্টার্কের। এই পেসার ৫ ওভারে মাত্র ১৪ রান দিয়ে পেয়েছেন ২ উইকেট। ক্রিকইনফো

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচ্ছেদের পর প্রতারণার অভিযোগে সাবেক স্ত্রীকে শ্বাসরোধে হত্যা
বিচ্ছেদের পর প্রতারণার অভিযোগে সাবেক স্ত্রীকে শ্বাসরোধে হত্যা
রেমিট্যান্স প্রেরকদের জন্য আরও সুবিধা চায় সংসদীয় কমিটি
রেমিট্যান্স প্রেরকদের জন্য আরও সুবিধা চায় সংসদীয় কমিটি
প্রিমিয়ার ব্যাংকের নতুন এমডি মোহাম্মদ আবু জাফর
প্রিমিয়ার ব্যাংকের নতুন এমডি মোহাম্মদ আবু জাফর
দুর্নীতির অভিযোগে গ্রেফতার রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী
দুর্নীতির অভিযোগে গ্রেফতার রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ