X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

আলোর অভাবে হলো না স্মিথের সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক
১০ মে ২০১৯, ১৭:১১আপডেট : ১০ মে ২০১৯, ১৭:১১

আবার হেসেছে স্টিভেন স্মিথের ব্যাট এ রকমই প্রস্তুতিই হয়তো প্রত্যাশা ছিল স্টিভেন স্মিথের। বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার জার্সিতে ফিরে রান উৎসব করছেন এই ব্যাটসম্যান। দেশের মাটিতে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচটিও রাঙিয়ে নিয়েছেন ব্যাট হাতে। মুহূর্তটা আরও রঙিন হতো সেঞ্চুরি পূরণ করতে পারলে, কিন্তু আলোর অভাবে সেটা হয়নি।

ইংল্যান্ড ও ওয়েলসের বিশ্বকাপের আগে ঘরের মাঠে ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচ দিয়ে নিজেদের ঝালিয়ে নিয়েছে অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে অস্ট্রেলিয়া একাদশ নামে খেলা এই প্রস্তুতির শেষটা জয় দিয়ে রাঙিয়ে নিয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।

ব্রিসবেনের ম্যাচে স্মিথ খেলেছেন হার না মানা ৯১ রানের ইনিংস। ১০৮ বলে ১০ বাউন্ডারিতে সাজানো ইনিংসটি সেঞ্চুরিতে রূপ দিতে পারেননি আলোর অভাবে। নিউজিল্যান্ড একাদশের ৯ উইকেটে করা ২৮৬ রানের জবাবে অস্ট্রেলিয়া একাদশ ৪৪ ওভারে ৫ উইকেটে ২৪৮ রান তোলার পর খেলা বন্ধ হয়ে যায় আলোর অভাবে। ডাকওয়ার্থ-লুইস মেথডে স্বাগতিকরা জিতেছে ১৬ রানে।

আগের ম্যাচেও দুর্দান্ত ছিলেন স্মিথ, খেলেছিলেন অপরাজিত ৮৯ রানের ইনিংস। বল টেম্পারিং কেলেঙ্কারিতে এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে অস্ট্রেলিয়ার জার্সিতে ফিরেই আলো ছড়াচ্ছেন তিনি। নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে প্রথম ম্যাচে ২২ রানে আউট হলেও পরের দুই ম্যাচে সেঞ্চুরি ছুঁইছুঁই ইনিংস খেলে স্মিথ থাকলেন অপরাজিত।

শুক্রবারের ম্যাচে স্মিথ ফিরেছিলেন তিন নম্বর পজিশনে। আর ওপেনিংয়ে ছিলেন ডেভিড ওয়ার্নার ও উসমান খাজা। স্মিথের মতোই এক বছরের নিষিদ্ধ ছিলেন ওয়ার্নার। নিষেধাজ্ঞা কাটিয়ে চলতি আইপিএলে রানের বৃষ্টি ঝরিয়ে এলেও বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার জার্সিতে প্রস্তুতিটা ভালো হলো না ওয়ার্নারের। নিজের পজিশন ওপেনিংয়ে ফিরেও আগের ম্যাচে হয়েছিলেন ব্যর্থ, এই ম্যাচেও ৬ বলে মাত্র ২ রান করে ফিরেছেন প্যাভিলিয়নে।

জ্বলে উঠেছিল অবশ্য গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাট। ছয় নম্বরে নেমে ডানহাতি ব্যাটসম্যান ৪৮ বলে ৬ বাউন্ডারি ও ৩ ছক্কায় খেলেন ৭০ রানের ইনিংস। শন মার্শ করেন ৩২ রান।

এর আগে বল হাতে বিধ্বংসী ছিলেন প্যাট কামিন্স। অস্ট্রেলিয়ান পেসার ৮ ওভারে ৩২ রান দিয়ে পেয়েছেন ৪ উইকেট। ২টি করে উইকেট নিয়েছেন অ্যাডাম জাম্পা ও মার্কাস স্টোইনিস।

প্রথমে ব্যাট করা নিউজিল্যান্ড একাদশ বড় সংগ্রহ দাঁড় করেছিল উইল ইয়ংয়ের সেঞ্চুরি। আগের ম্যাচেও সেঞ্চুরি পাওয়া এই ব্যাটসম্যান এবার খেলেন ১১১ রানের ইনিংস। ১০৮ বলের ইনিংসে ১৩ চারের সঙ্গে মেরেছেন ৩ ছক্কা। ওপেনার জর্জ ওয়ার্কার করেন ৫৯ রান। ক্রিকইনফো, ক্রিকেট অস্ট্রেলিয়া ওয়েবসাইট

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!