X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ওপেনিংয়ে সৌম্যতে আস্থা তামিমের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মে ২০১৯, ১২:৩৯আপডেট : ১১ মে ২০১৯, ১২:৪৫

তামিম ইকবাল ও সৌম্য সরকার একটি ইনিংস বদলে দিয়েছে দৃশ্যপট। বিশ্বকাপে তামিম ইকবালের ওপেনিং সঙ্গী ভাবা হচ্ছিল যেখানে লিটন দাসকে, সেখানে এখন এগিয়ে সৌম্য সরকার। বাঁহাতি এই ব্যাটসম্যানের ওপর আস্থা রাখছেন তামিমও।

বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজে সুযোগ পেয়েই সৌম্য করেছেন বাজিমাত। ওপেনিংয়ে নেমে ৬৮ বলে ৯ বাউন্ডারি ও ১ ছক্কায় করেছেন ৭৩ রান। তাই ইংল্যান্ডের বিশ্ব আসরে তামিমের ওপেনিং সঙ্গীর দৌড়ে এগিয়ে গেছেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তামিম খেলেছেন ৮০ রানের ইনিংস। যদিও শুরুতে খুব ভুগতে হয়েছিল তাকে। কঠিন ওই পরিস্থিতিতে অন্যপ্রান্তে সৌম্য সাবলীল ও আক্রমণাত্মক ব্যাট করায় চাপমুক্ত ছিলেন বাংলাদেশের সবচেয়ে সফল ওপেনার। শুক্রবার অনুশীলনের পর সংবাদমাধ্যমের সামনে কথা বলার পর সৌম্যর প্রশংসাও ঝরেছে তার কণ্ঠে, ‘সবসময় বলি, ও (সৌম্য) যে ধরনের ব্যাটিং করে, তা আমার ওপর থেকে চাপ অনেকটা কমিয়ে দেয়। সত্যি বলতে আমার ইনিংসটায় ওর সাহায্য অনেক ছিল।’

তামিমের এই কথায় বোঝা যাচ্ছে সৌম্যর ওপর তার আস্থা কতটা। বিশ্বকাপ মঞ্চে তাদের ওপেনিংয়ে দেখার সম্ভাবনা বেড়ে গেছে। কিন্তু দুজনই তো বাঁহাতি? তামিমের কাছে অবশ্য বিষয়টা বড় কোনও ইস্যু নয়, ‘আধুনিক ক্রিকেটে এটা অত গুরুত্বপূর্ণ হলে তো ম্যাথু হেইডেন-জাস্টিন ল্যাঙ্গার এমন সফল জুটি হতো না, ওরা দুজনেই বাঁহাতি। আমার আছে এসব গুরুত্বপূর্ণ মনে হয় না। অনেক দলের ট্যাকটিকস থাকতে পারে এরকম।’

আরও পরিষ্কার করলেন পরের কথায়, ‘ডান-বাঁহাতি হলেই জুটি ভালো হবে, কথাটা আজ থেকে ১০ বছর আগে শুনতে ভালো লাগতো। আধুনিক ক্রিকেটে সবাই এসবে অভ্যস্ত, নতুন কিছু নয়। হ্যাঁ, এটা ঠিক ডান-বাম থাকলে প্রতিপক্ষকে ফিল্ডিং পজিশন বদলাতে হয়। এতে সুবিধা কিছু আছে। তবে যেটা বললাম, আমার মনে হয় না এটা খুব বড় ইস্যু।’

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিম্মিদের মুক্তির জন্য হামাসকে ১৮ দেশের আহ্বান
জিম্মিদের মুক্তির জন্য হামাসকে ১৮ দেশের আহ্বান
অডিও ফাঁস, নারীর কাছে ডিবি পুলিশ সদস্যের ‘হেরোইন বিক্রি’
অডিও ফাঁস, নারীর কাছে ডিবি পুলিশ সদস্যের ‘হেরোইন বিক্রি’
উপজেলা নির্বাচনে নেই বেশিরভাগ রাজনৈতিক দল
উপজেলা নির্বাচনে নেই বেশিরভাগ রাজনৈতিক দল
মিরপুরে ‘হারল্যান স্টোর’-এর উদ্বোধন করেন নুসরাত ফারিয়া, পণ্য কিনে হতে পারেন লাখপতি
মিরপুরে ‘হারল্যান স্টোর’-এর উদ্বোধন করেন নুসরাত ফারিয়া, পণ্য কিনে হতে পারেন লাখপতি
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা