X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

ঘরের মাঠেও স্বস্তিতে নেই আবাহনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মে ২০১৯, ১৮:১৫আপডেট : ১৪ মে ২০১৯, ১৮:১৫

সংবাদ সম্মেলনের পর দুই দলের কোচ-অধিনায়কের ফটোসেশন ৩০ এপ্রিল ভারতের চেন্নাইয়ান এফসির মাঠে ১-০ গোলে হার মেনেছিল ঢাকা আবাহনী। এবার ঘরের মাঠে তাদের সামনে প্রতিশোধের মিশন। বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এএফসি কাপের লড়াইয়ে নামার আগে আবাহনী অবশ্য স্বস্তিতে নেই। কারণ ইনজুরি।

ডিফেন্ডার তপু বর্মণ ও ডিফেন্সিভ মিডফিল্ডার আতিকুর রহমান ফাহাদের পায়ে অস্ত্রোপচার হয়েছে সম্প্রতি। দুজনের কেউই এ মৌসুমে আর মাঠে নামতে পারবেন না। আরেক ডিফেন্ডার টুটুল হোসেন বাদশা এবং ব্রাজিলিয়ান মিডফিল্ডার ওয়েলিংটন প্রিওরিও ইনজুরি আক্রান্ত।

আবাহনীর পর্তুগিজ কোচ মারিও লেমস তাই দুশ্চিন্তায়। মঙ্গলবার বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘আমরা যদি বলি তপু ও ফাহাদকে মিস করবো না, তাহলে মিথ্যা বলা হবে। জাতীয় দলের দুই ফুটবলার তপু-ফাহাদ আমাদের দলেরও  গুরুত্বপূর্ণ সদস্য। ফুটবলে ইনজুরি হবেই, কিন্তু ইনজুরিতে মৌসুম শেষ হয়ে যাওয়া খুব দুর্ভাগ্যজনক। দলের আরও দুজনের ছোট-খাটো ইনজুরি আছে।’

‘ই’ গ্রুপের শীর্ষ দল চেন্নাইয়ানের (৭ পয়েন্ট) চেয়ে তিন পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে থাকা আবাহনীর কোচ অবশ্য জিততে আশাবাদী, ‘দুই সপ্তাহ আগে চেন্নাইয়ান এফসির মাঠে হেরে গেলেও তাদের খেলার ধরন সম্পর্কে জানতে পেরেছি। সেদিন কেন হেরেছিলাম সেটা খুঁজে বের করার চেষ্টা করেছি। আশা করি, আগামীকাল আমরাই জিতবো। ম্যাচটাকে আমরা ফাইনাল হিসেবে নিচ্ছি। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ।’

চেন্নাইয়ান এফসির কোচ জন গ্রেগরি আবাহনীর প্রশংসা করে বলেছেন, ‘আমাদের মাঠে আবাহনী খুব ভালো খেলেছিল। তাদের থ্রো-ইন বেশ বিপদজনক। আবাহনীতে কয়েকজন ভালো মানের দীর্ঘদেহী খেলোয়াড় আছে। আগামীকাল সম্ভবত গ্রুপের সবচেয়ে কঠিন ম্যাচ খেলতে যাচ্ছি আমরা।’

গ্রুপের অন্য দুই দল ভারতের মিনার্ভা পাঞ্জাবের তিন ও নেপালের মানাং মার্সিয়াংদি ক্লাবের এক পয়েন্ট। চার দলই তিনটি করে ম্যাচ খেলেছে এ পর্যন্ত।

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
হলমার্কের দুর্নীতির এক মামলার রায় আজ
হলমার্কের দুর্নীতির এক মামলার রায় আজ
৫ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভা‌বিক
৫ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভা‌বিক
সুইডেনের বিপক্ষে পর্তুগাল দলে জায়গা হয়নি রোনালদোর
সুইডেনের বিপক্ষে পর্তুগাল দলে জায়গা হয়নি রোনালদোর
সর্বাধিক পঠিত
লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন হাথুরুসিংহে
লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন হাথুরুসিংহে
পদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
একীভূত হলো দুই ব্যাংকপদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই