X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ঘরের মাঠেও স্বস্তিতে নেই আবাহনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মে ২০১৯, ১৮:১৫আপডেট : ১৪ মে ২০১৯, ১৮:১৫

সংবাদ সম্মেলনের পর দুই দলের কোচ-অধিনায়কের ফটোসেশন ৩০ এপ্রিল ভারতের চেন্নাইয়ান এফসির মাঠে ১-০ গোলে হার মেনেছিল ঢাকা আবাহনী। এবার ঘরের মাঠে তাদের সামনে প্রতিশোধের মিশন। বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এএফসি কাপের লড়াইয়ে নামার আগে আবাহনী অবশ্য স্বস্তিতে নেই। কারণ ইনজুরি।

ডিফেন্ডার তপু বর্মণ ও ডিফেন্সিভ মিডফিল্ডার আতিকুর রহমান ফাহাদের পায়ে অস্ত্রোপচার হয়েছে সম্প্রতি। দুজনের কেউই এ মৌসুমে আর মাঠে নামতে পারবেন না। আরেক ডিফেন্ডার টুটুল হোসেন বাদশা এবং ব্রাজিলিয়ান মিডফিল্ডার ওয়েলিংটন প্রিওরিও ইনজুরি আক্রান্ত।

আবাহনীর পর্তুগিজ কোচ মারিও লেমস তাই দুশ্চিন্তায়। মঙ্গলবার বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘আমরা যদি বলি তপু ও ফাহাদকে মিস করবো না, তাহলে মিথ্যা বলা হবে। জাতীয় দলের দুই ফুটবলার তপু-ফাহাদ আমাদের দলেরও  গুরুত্বপূর্ণ সদস্য। ফুটবলে ইনজুরি হবেই, কিন্তু ইনজুরিতে মৌসুম শেষ হয়ে যাওয়া খুব দুর্ভাগ্যজনক। দলের আরও দুজনের ছোট-খাটো ইনজুরি আছে।’

‘ই’ গ্রুপের শীর্ষ দল চেন্নাইয়ানের (৭ পয়েন্ট) চেয়ে তিন পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে থাকা আবাহনীর কোচ অবশ্য জিততে আশাবাদী, ‘দুই সপ্তাহ আগে চেন্নাইয়ান এফসির মাঠে হেরে গেলেও তাদের খেলার ধরন সম্পর্কে জানতে পেরেছি। সেদিন কেন হেরেছিলাম সেটা খুঁজে বের করার চেষ্টা করেছি। আশা করি, আগামীকাল আমরাই জিতবো। ম্যাচটাকে আমরা ফাইনাল হিসেবে নিচ্ছি। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ।’

চেন্নাইয়ান এফসির কোচ জন গ্রেগরি আবাহনীর প্রশংসা করে বলেছেন, ‘আমাদের মাঠে আবাহনী খুব ভালো খেলেছিল। তাদের থ্রো-ইন বেশ বিপদজনক। আবাহনীতে কয়েকজন ভালো মানের দীর্ঘদেহী খেলোয়াড় আছে। আগামীকাল সম্ভবত গ্রুপের সবচেয়ে কঠিন ম্যাচ খেলতে যাচ্ছি আমরা।’

গ্রুপের অন্য দুই দল ভারতের মিনার্ভা পাঞ্জাবের তিন ও নেপালের মানাং মার্সিয়াংদি ক্লাবের এক পয়েন্ট। চার দলই তিনটি করে ম্যাচ খেলেছে এ পর্যন্ত।

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
লখনউর কাছে হারলো চেন্নাই
লখনউর কাছে হারলো চেন্নাই
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া